বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

সাহায্য করুন বাংলাকে সম্পাদনা

আপনি মনে হয় ভ্রমণপ্রেমী। en:Mukhra Thuthai haphong, en:Zow Tlang নিবন্ধ দুটি অনুবাদ করে বাংলা উইকিতে তৈরি করে দিবেন অনুগ্রহ করে। ভুল-ত্রুটি হলে আমি ঠিক করে দিব। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫২, ২৮ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভাইয়া , আমি অবশ্যই করে দেব । কিন্তু ওগুলোর ইংরেজি ভার্সনে সন্ধানকারী হিসেবে যাদের নাম রয়েছে , তাদের নিয়ে আমি সন্ধিহান এবং ইংরেজিতে আর্টিকেল যারা করেছেন , তারা এই ব্যাপারে কোন পর্যাপ্ত তথ্য উপস্থাপন করতে পারেন নি । কিন্তু তবুও করে দেব। দোয়া করবেন।— Elmariachictg (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আর বার্তার শেষে অবশ্যই চারটি টিন্ডা (~) দিবেন৷ এটা আপনার নাম/স্বাক্ষর যোগ করবে। ধন্যবাদান্তে-ইয়াহিয়াবলুন... ১৭:১৭, ৩১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@YahyA: কোনো ব্যবহারকারী ভুলে স্বাক্ষর না দিলে আপনি চাইলে বার্তার শেষে {{স্বাক্ষরহীন|ব্যবহারকারী নাম}} লিখে দিতে পারেন, এতে বুঝতে সুবিধে হয়। আরেকটি বিষয়, আপনি সম্প্রতি আপনার ব্যবহারকারী নাম পরিবর্তন করেছেন কিন্তু স্বাক্ষরের কোডটি এখনো পরিবর্তন করেন নি বা পরিবর্তন করতে ভুলে গেছেন। যেটি কোড [[ব্যবহারকারী:Ieahhiea|<span style="font-weight: bold; background-color: Green; color: HoneyDew; text-shadow:1px 1px 45px red;">ইয়াহিয়া</span>]]<sup>[[ব্যবহারকারী আলাপ:Ieahhiea|<span style="color:forestgreen">বলুন...</span>]]</sup> থেকে [[ব্যবহারকারী:YahyA|<span style="font-weight: bold; background-color: Green; color: HoneyDew; text-shadow:1px 1px 45px red;">ইয়াহিয়া</span>]]<sup>[[ব্যবহারকারী আলাপ:YahyA|<span style="color:forestgreen">বলুন...</span>]]</sup> তে অর্থাৎ Ieahhiea থেকে YahyA পরিবর্তন করার অনুরোধ জানাচ্ছি। কারণ উইকিকোডে আগেরটিই দেখাচ্ছে। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৩৫, ৩১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Al Riaz Uddin Ripon: স্বাক্ষরের কোডটি পরিবর্তনের কথা মাথায়ই ছিলো না। ধন্যবাদ৷ মনে করিয়ে দেয়ার জন্য। -ইয়াহিয়াবলুন... ১৭:৪১, ৩১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন