মহীন রীয়াদ (আলাপ) ০৯:০৬, ২৫ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

টাইপিং

সম্পাদনা

Drisha.Bargi, আপনার টাইপিংয়ে গন্ডগোল হচ্ছে বলে লেখাগুলির বানান গোলমাল হয়ে যাচ্ছে। আপনি মনে হয় Caps Lock on করে টাইপ করছেন, তাই এই সমস্যা হচ্ছে। বানান ভুলের জন্য অরুন্ধতী রায় নিবন্ধে আপনার লেখাটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। আপনি দয়া করে Caps Lock বন্ধ করে টাইপ করুন, তাহলে আশা করি কোন রকম সমস্যা হবে না। আপনার উইকি সম্পাদনা শুভ হোক। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৮:০০, ২৬ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

বোধিসত্ত্ব আপনার feedback এর জন্য ধন্যবাদ ।আমি তাড়াতাড়ি বানান ঠিক করছি । দয়া করে আমার লেখা কে সরাবেন না। ধন্যবাদ।--Drisha.Bargi (আলাপ) ১১:০২, ২৬ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
আপনার সম্পাদনা আমি ফেরত নিয়েছি কারণ কাউকে দেয়া খোলা চিঠী কি লেখা ছিল তা হুবুহু তুলে দেয়া উইকিপিডিয়ার কাজ না। আর কারো সম্পর্কে কোন বিতর্ক বা এই জাতীয় তথ্য দিলে তার সূত্র দিতে হয়। আমি ভারতীয় নই, পাঠক হিসাবে আমি কিভাবে বুঝব আপনার দেয়া তথ্য সঠিক? আর নিবন্ধ সম্পাদনার সময় আপনি নিবন্ধের উপরে থাকা নোটিশ কি দেখতে পান নি? --আফতাব (আলাপ) ১৪:১৪, ২৬ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

[[ব্যবহারকারী আলাপ:Aftab1995|আলাপ] আমার জতদুর মনে পড়ে আমি একটা সূত্র দিয়েছিলাম। আর আপনি বার বার তুলে নিচ্ছেন ক্যানো আমআ বোধগ্ম্য হছছে না। আপনি আমাকে বলতে পারতেন।--Drisha.Bargi (আলাপ) ১৮:২০, ২৬ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আমি শুরুতেই বলেছি খোলা চিঠি প্রকাশ করা উইকিপিডিয়ার কাজ না। আপনি বিতর্ক অনুচ্ছেদের জন্য কোন সূত্র দেন নি। --আফতাব (আলাপ) ২৩:২৯, ২৬ আগস্ট ২০১৪ (ইউটিসি)উত্তর দিন