য়াহিয়া (আলাপঅবদান) - ১২:১০, ১০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ওয়ালিমা নিবন্ধ সম্পর্কে সম্পাদনা

দয়া করে এভাবে নিবন্ধের নাম পরিবর্তনের চেষ্টা করবেন না। নিবন্ধ নতুন নামে স্থানান্তরের জন্য নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি উপস্থাপন করুন। আমি আপতত আপনার সম্পাদনা বাতিল করছি। দয়া করে আলোচনা করে সিদ্ধান্তে আসার আগে পূনরায় আপনার সম্পাদনায় ফেরত নিবেন না। — য়াহিয়া (আলাপঅবদান) - ১২:১৯, ১০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Yahya: ধন্যবাদ, এই নিয়ম-নীতি আমি জানতাম না Ayushkalin (আলাপ) ১৬:৪০, ১২ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ সম্পাদনা

প্রিয় Ayushkalin,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

ইদ মোবারক সম্পাদনা

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, পবিত্র ইদ-উল-আযহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনার জীবনে ইদ নিয়ে আসুক আনন্দ আর সুখ, ঝরে যাক দুঃখ ও গ্লানির সব কুঁড়ি। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা 1টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় 59টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৩:৩৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আলোচনা ছাড়া নিবন্ধের নাম পরিবর্তন সম্পাদনা

দয়া করে আলোচনা ছাড়া কোনো নিবন্ধের নাম পরিবর্তন করবেন না। যেমনটা আপনি রাসুল, কালেমা নিবন্ধসমূহে করেছেন। নাম পরিবর্তন করতে হলে নিবন্ধসমূহের আলাপ পাতায় কারণসহ উল্লেখ করে আলোচনা শুরু করুন। আলোচনার ফলাফল যদি আপনার পরিবর্তনের পক্ষে সমর্থন দেয় তবেই আপনি নাম পরিবর্তন করতে পারবেন। –TANBIRUZZAMAN (💬) ০৭:৫৬, ৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Ayushkalin,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

গাজা কে গজ্জা নামে স্থানান্তর সম্পাদনা

দয়া করে কোনও প্রচলিত নামকে আলোচনা ছাড়া স্থানান্তর করবেন না। দয়া করে আলাপ:গাজা পাতায় আলোচনা শুরু করুন ও সেখানে ঐক্যমত্য আসলে তারপর স্থানান্তর করা যাবে। আফতাবুজ্জামান (আলাপ) ২২:১০, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সম্প্রদায়ের ঐক্যমত ব্যতীত পাতা স্থানান্তর করা অব্যহত রাখায় আপনাকে পাতা স্থানান্তর করা থেকে তিনদিন সময়ের জন্য বাধাদান করা হয়েছে, সম্পাদনা করার সময় এর কোনো প্রভাব পড়বে না —শাকিল (আলাপ · অবদান) ২২:৫৫, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন