সংগ্রহশালা ১

স্বাগতম সম্পাদনা

২০১৩-এ আপনার একাউন্ট তৈরি হলেও কয়েকদিন ধরে বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় হওয়ার জন্য আপনাকে পুনরায় স্বাগতম। উইকিপিডিয়া স্বেচ্ছাসেবীদের অবদানের ভিত্তিতে গড়ে ওঠা একটি মুক্ত বিশ্বকোষ। এখানে যা লিখবেন তা নিরপেক্ষভাবে লিখতে হবে এবং যাচাইযোগ্য ও প্রয়োজনীয় তথ্যসূত্র থাকতে হবে। সম্প্রতি আপনার তৈরি মনিরা কায়েস নামে একটি পাতা অপসারণ হয়েছে দেখলাম। পূর্ববর্তী বার্তা মতে ওনি আপনার মা, এবং আবু হাসান শাহরিয়ার আপনার বাবা। উইকিপিডিয়ার নীতিমালা WP:COI অনুসারে নিকটাত্মীয়ের নিবন্ধ তৈরি বা অবদান রাখা যায় না। যাইহোক, আশা করছি ওনার নামেও নীতিমালা অনুসারে শীঘ্রই নিবন্ধ তৈরি হতে পারে। আপনাকে একটা মজার কথা বলি, আপনার বাবার নামে যিনি নিবন্ধটি তৈরি করেছেন তিনি বাংলা উইকিপিডিয়ার যেমন একজন উইকিপিডিয়ান ও স্বেচ্ছাসেবক। তেমনি উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে ওনি উল্লেখযোগ্য হওয়ায় ওনার নামেও কিন্তু বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ আছে। তবে নিবন্ধটি ওনি নিজেই তৈরি করেনি বরং অন্য স্বেচ্ছাসেবকরাই তৈরি করে দিয়েছে। আশা করছি, আপনার মায়ের নামেও ভবিষ্যতে নিবন্ধ তৈরি হবে৷ আপনি চাইলে পদার্থবিজ্ঞান বিষয়ের নিবন্ধগুলোতে অবদান রাখতে পারেন। তালিকাটি পাবেন পদার্থবিদ্যা বিষয়শ্রেণীতে। শুভ কামনা রইলো। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:৩২, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ, ভাইয়া| -- Athoynilima (আলাপ) ০৬:৩৮, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বিদ্যমান নিবন্ধ পুনরায় তৈরি সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ায় আপনার মূল্যবান সময় দেয়ায় অসংখ্য ধন্যবাদ। আপনি হয়তো খেয়াল করেন নি, আপনি যে নিবন্ধটি নিয়ে এখন কাজ করছেন সেটি ফ্রিট্‌জ জুইকি নামে ইতোমধ্যে বিদ্যমান (যদিও ছোট নিবন্ধ)। অন্য ভাষা থেকে অনুবাদ করলে সাইডবার থেকে দেখে নিবেন, নিবন্ধটি আছে কিনা। অথবা নিজে মৌলিকভাবে তৈরি করলেও একটু কষ্ট করে সার্চ করে দেখে নিবেন। যাই হোক, @আফতাবুজ্জামান: ভাই নিবন্ধ দুটি একটু দেখে একত্র করে দিবেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:৩২, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আসলে আমি "তমোপদার্থ", "নিউট্রন তারা" এবং এরকম আর কয়েকটা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক উইকিপিডিয়ায় ফ্রিৎস জুইকি লেখা লাল লিঙ্ক দেখলাম। তাই ভাবলাম এই পেইজ তার মানে নাই। ভিন্ন বাংলা বানানে যে আরেকটি নিবন্ধ থাকতে পারে মাথাতেই আসেনি ☺️ এরপর থেকে সকল সম্ভাব্য বাংলা বানানে দেখে নিয়ে থাকলে সেখানেই এডিট করবো। ধন্যবাদ। ☺️ -- Athoynilima (আলাপ) ১১:৩৬, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আসলে বাংলা উইকিপিডিয়ায় সম্পাদক অনেক কম তো, তাই এরকম লাল সংযোগ থেকেই যায়। আশা করি, আপনি এখানে নিয়মিত থাকবেন।  ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:৪৪, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
চেষ্টা করবো ভাইয়া। -- Athoynilima (আলাপ) ১১:৪৫, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Yahya: একত্রীকরণ করে দিয়েছি। @Athoynilima নিবন্ধটি আরেকবার পড়ে দেখেন কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নিন। আমি কিছু সংশোধন, পরিষ্কারকরণ ও বিবিধ কাজ করে দিয়েছি। নিবন্ধটির পুরো কাজ শেষ হলে কাজ চলছে ট্যাগটি সরিয়ে দিয়েন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:০৭, ২৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ ভাইয়া, আমি "কাজ চলছে" ট্যাগটি সরিয়ে দিলাম আপাতত, কারণ উইকেন্ডের আগে সময় দিতে পারবো না -- Athoynilima (আলাপ) ১৩:৫৩, ২৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন