Athoynilima

৯ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে যোগ দিয়েছেন

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Athoynilima (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২৫, ২৭ নভেম্বর ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎কিছু পরামর্শ: উত্তর)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


সাম্প্রতিক মন্তব্য: Athoynilima কর্তৃক ২ বছর পূর্বে "কিছু পরামর্শ" অনুচ্ছেদে

মনিরা কায়েস নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য মনিরা কায়েস নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। —শাকিল (আলাপ · অবদান) ১৮:২২, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ মনিরা কায়েস একজন বিশিষ্ট বাংলাদেশি কথাসাহিত্যিক (অর্থাৎ তিনি একজন গল্পকার।) এবং তাঁর নামে কোন Wikipedia নেই। যেহেতু বাংলাদেশের অনেক পুরনো পত্রপত্রিকারই অনলাইন আর্কাইভ নেই সেহেতু তাঁকে নিয়ে লেখা ফিচার, তাঁর সাক্ষাৎকার ইত্যাদি "লিঙ্ক" হিসেবে দেয়া সম্ভব হচ্ছে না। জনৈক ব্যবহারকারী এটি রিমুভ করবার কথা লিখেছেন, তিনি বলেছেন এই নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। অথচ নিবন্ধে খুব ভালো করেই লেখা হয়েছে তাঁর পরিচয়। আমি খুবই অবাক হলাম এটা দেখে হয়তো যে ব্যবহারকারী এটা লিখেছেন তিনি গল্পের বই পড়েন না এবং আধুনিক কথাসাহিত্য সম্পর্কে তাঁর ধারণা নেই, কিন্তু তাই বলে তো তিনি একজন প্রতিষ্ঠিত লেখকের Wikipedia বাদ দেবার প্রস্তাব রাখতে পারেন না। -- Athoynilima (আলাপ) ১৯:০২, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কেন?

একজন কথাসাহিত্যিকের উইকিপিডিয়া যোগ করা হয়েছে, এটি কেন ডিলিটের জন্য বলছেন? আপনি কি তাঁর নাম জানেননা? যদি না জেনে থাকেন তাহলে সেটি আপনার সাহিত্য সংক্রান্ত আগ্রহহীনতার কারণে, এজন্য তো আপনি পুরো নিবন্ধ বাদ দেবার প্রস্তাব দিতে পারেন না 62.216.206.120 (আলাপ) ১৮:৪৮, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Athoynilima আপনার নিবন্ধটি ব্যবহারকারী:Athoynilima/মনিরা কায়েস আপনার আলাপ পাতায় নেওয়া হয়েছে। দয়া করে এখানে আরো নির্ভরযোগ্য তথ্যসূত্র যুক্ত করুন, এরপরে প্রধান নামস্থানে সরানো যাবে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৯:০৪, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ভাই আমি তাঁর আপন কন্যা। এর চেয়ে বড় নির্ভরযোগ্য তথ্যসূত্র কী হতে পারে? উনি একজন লেখক এটা আপনার বিশ্বাস হচ্ছে না? -- Athoynilima (আলাপ) ১৯:০৫, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Athoynilima নীতিমালা অনুসারে, ব্যক্তি নিজের নিবন্ধ নিজে বা নিকটাত্মীয় ব্যক্তির নিবন্ধ প্রকাশ করতে পারবেন না। দেখুনঃ WP:স্বার্থের সংঘাত। এছাড়াও ব্যক্তি উল্লেখযোগ্য কিনা, সেটা দেখতে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (উচ্চশিক্ষায়তনিক ব্যক্তিত্ব),উইকিপিডিয়া:লেখক দেখুন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৯:২১, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
উল্লেখযোগ্যতা দেখেই আমি তৈরি করেছি। এবং আপনার যদি মনে হয় আমি কন্যা হিসেবে তৈরি করতে পারবো না আপনি তাঁর বই পড়ে তাঁর সম্পর্কে জেনে সংশোধন করুন। যারা বই সাহিত্য কিছুই পড়েন না তারা না জেনে কেন এই নিবন্ধ ডিলিটের আবেদন করছেন সেটাই আমার বোধগম্য হচ্ছে না। -- Athoynilima (আলাপ) ১৯:২৩, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আর সবচেয়ে বড় কথা, উইকিপিডিয়ার বিচারধারাতেই লেখা আছে ঃ
দ্রুত নিবন্ধ অপসারণ মনোনয়ন করার পূর্বে, সেটিকে একটি অসম্পূর্ণ নিবন্ধে বা উন্নতি করে, অথবা অন্য কোনো নিবন্ধে পুনর্নির্দেশীত করে অথবা অপসারনের অন্যান্য কিছু প্রক্রিয়ায় পরিচালনা করা উচিত। যদি উক্ত পদ্ধতি সম্ভব হয়, দ্রুত অপসারণ সম্ভবত করা যাবে না। অবদানকারীগণ কখনও কখনও কতিপয় সম্পাদনের দ্বারা নিবন্ধ তৈরি করে, তাই পাতাটি তৈরি হবার খুব শীঘ্রই অপসারণ করা থেক বিরত থাকুন যদি তা অসম্পূর্ণ মনে হয়।
অসম্পূর্ণ কিছু না লিখে কথা নাই বার্তা নাই এভাবে ডিলিট করতে চাইলে হবে? -- Athoynilima (আলাপ) ১৯:৪১, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Athoynilima দয়া করে বলবেন, WP:লেখক ক্যাটাগরির কোন সেকশনে তিনি উত্তীর্ণ হয়েছেন। উল্লেখযোগ্য পত্রিকার আরো রেফারেন্স যুক্ত করুন। আর ভয় পাবেন না। আপনার নিবন্ধ মুছে দেওয়া হবেনা। নিবন্ধ উল্লেখযোগ্য হলে নিবন্ধ প্রধান নামস্থানে স্থান পাবে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ২০:০৬, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
সৃজনশীল পেশাজীবী - ১ ও ৩
কিন্তু বাংলাদেশের বেশিরভাগ লেখালেখিই হার্ডকপি, তাদের সফট ভার্সন নেই বলে সফট ভার্সনের লিঙ্ক দেয়া যাচ্ছেনা| -- Athoynilima (আলাপ) ২০:১৬, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কিছু পরামর্শ

শুভেচ্ছা নিন। আমি দেখতে পাচ্ছি আপনার মায়ের নিবন্ধ অপসারণ করার ফলে আপনি রেগে আছেন, উত্তেজিত হয়ে আছেন। প্রথমে শান্ত হোন।

লক্ষ্য করুন, উইকিপিডিয়া কাউকে স্বীকৃতি দেওয়ার যন্ত্র নয়। উইকিপিডিয়ায় কাউকে নিয়ে নিবন্ধ থাকার জন্য তার সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখযোগ্য প্রচার থাকতে হয়। এছাড়া, যেহেতু তিনি আপনার মা ও আপনি তার মেয়ে, এখানে উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত জড়িত। উইকিপিডিয়ায় নীতিমালায় এটা করা যাবে না অর্থাৎ আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন নিয়ে লিখতে পারবেন না। বিভিন্ন গণমাধ্যমে উল্লেখযোগ্য প্রচার থাকলে, অন্য কেউ একদিন না একদিন তাদের নিয়ে লিখবেন।

আপনি যদি কেবল আপনার মায়ের নিবন্ধ লিখতে উইকিপিডিয়ায় এসে থাকেন, তবে আমার আর কিছু বলার নেই।

তবে আপনি যদি বাংলা উইকিপিডিয়া উন্নতি করতে এসে থাকেন: আপনার ব্যবহারকারী পাতা বলছে আপনি একজন পদার্থবিদ। বাংলা উইকিপিডিয়ায় পদার্থবিদ্যা সম্পর্কিত নিবন্ধগুলিতে খুব বেশি লেখা নেই। চাইলে সেগুলি নিয়ে কাজ করুন। এতে দেশের শিক্ষার্থীরা উপকৃত হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:০৫, ২৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ| ব্যাপারটা মাকে নিয়ে লেখা থাকা না থাকার ব্যাপারে নয়| আপনি লক্ষ্য করে দেখবেন আমার পরিবারের অন্যান্য সদস্যদের নামেও উইকিপিডিয়া আছে যা সম্পূর্ণ ভিন্ন মানুষ তৈরি ও সম্পাদনা করে এসেছেন| আমার নানার উইকিপিডিয়াতে তাঁর মৃত্যুর তারিখ এড করতে এসে যখন দেখি উল্লেখযোগ্য হওয়া সত্ত্বেও কথাসাহিত্যিক মনিরা কায়েসের উইকিপিডিয়া নেই তখন আমি সেটা তৈরি করি| পরিবারের কেউ উইকি তৈরি করতে পারেন না এটা আমার জানা ছিলো না| কিন্তু সেসব কিছু বলে পেইজটি অপসারণ করলেও কিছু বলার ছিলো না, কিন্তু যিনি অপসারণের প্রস্তাব রেখেছেন তিনি এই লেখকের নাম জানেন না বলে সরাসরি "উল্লেখযোগ্যতা নেই" এই মতামত দিতে পারেন না কারণ তিনি কোন সাহিত্য ক্রিটিক বা সাহিত্যবোদ্ধা নন| কিংবা তিনি পেইজটি উন্নয়ন করতে হবে বা ইত্যাদি ট্যাগগুলো দিতে পারতেন| আমার কাছে একজন প্রতিষ্ঠিত লেখককে সরাসরি "উল্লেখযোগ্যতা " নেই বলাটাকে দৃষ্টিকটু এবং খারাপ লেগেছে|
উইকিপিডিয়ায় যেখানে অসংখ্য পেইজ আছে যার উল্লেখযোগ্যতা নেই কিন্তু সেগুলোর বিরুদ্ধে কারও কোনো অপসারণের ইচ্ছা হয় না, অপসারণের ইচ্ছা হয় কখন? যখন যে বিষয়ে তিনি জানেন না সেই বিষয়ে কেউ প্রবন্ধ প্রকাশ করে| এটা কিন্তু এক ধরণের ব্যক্তিগত মতামত উইকিপিডিয়ার ওপর চাপিয়ে দেয়া|
যদি আপনার মত সুন্দর করে মতামত দিয়েও কেউ অপসারণের প্রস্তাব রাখতো আমি এতো কথাবার্তা বাড়াতাম না| কিন্তু যেসকল উইকিপিডিয়ান এবিষয়ে আলোচনা করেছেন তাদের এপ্রোচ ও কথা বলার ভঙ্গি আমার কাছে শোভনীয় মনে হয়নি|
হ্যাঁ, আমি পদার্থবিজ্ঞানের উইকিপিডিয়াগুলোতে অবদান রাখবার ব্যাপারে চিন্তাভাবনা করছি, কারণ গত কয়েকদিনে উইকিপিডিয়ায় কাটিয়ে বুঝতে পারছি এখানে কিছু মানুষই ঘুরে ঘুরে সব আর্টিকেলে অবদান রাখে| একটা মানুষ আর যাই হোক সব জানতে পারে না| এ থেকেই বোঝা যায় উইকিপিডিয়ায় লোকবলের অভাব রয়েছে|
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য| আশা করি অন্যান্য উইকিপিডিয়ানরাও একটু আপনার মত শোভনীয় ভাষায় কথা বলতে শিখবেন| -- Athoynilima (আলাপ) ২১:৫৬, ২৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি বুঝতে পারছি আপনার খারাপ লেগেছে। তবে ব্যাপারটি অন্যভাবে নিবেন না। তাকে অসম্মান করতে "উল্লেখযোগ্যতা" নেই বলা হয়নি। সাধারণত উল্লেখযোগ্যতা নেই বলতে উইকিপিডিয়ায় অন্তর্ভুক্তির জন্য উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা নীতিমালা পূরণ করছে না বুঝানো হয়ে থাকে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:২০, ২৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ভালো কথা, আমি প্রবন্ধটি ড্রাফটে সরিয়ে নিয়েছি| পরবর্তীতে সময় নিয়ে সকল রেফারেন্স (গুগল সার্চে যা পাওয়া যায় না) নিয়ে একটি নিবন্ধ প্রস্তাব করবো যা অন্য কোন উইকিপিডিয়ান তৈরি করতে পারবেন চাইলে| -- Athoynilima (আলাপ) ২২:২৫, ২৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন