বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

সঠিক অনুবাদ করুন সম্পাদনা

আপনি অজ্ঞেয়বাদ পাতায় যে ধরণের গুগোল অনুবাদ কপি-পেস্ট করেছেন, তা থেকে বিরত থাকুন। বাংলা উইকির প্রত্যেক সম্পাদক তাদের অবসর সময়ে পাতার মানন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেন। সুতরাং তাড়াহুড়া করে গুগোল ট্রান্সলেট করার দরকার নেই। ধৈর্য ধরে কাজ করে যান। শুভ কামনা রইলো আপনার জন্য। --আবু সাঈদ (আলাপ) ১৩:৩০, ৩০ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@সাঈদ ভাই, গুগুল অনুবাদ কি আপনার কাছে খারাপ লাগে? অজ্ঞেয়বাদ পাতাটি আপনি নিজেও আগে একটু অনুবাদ করেছেন, চাইলে আবারো করতে পারেন, আমি এখন অন্য পাতা লেখব। Abdullah Khan Bishal (আলাপ) ১৩:৩২, ৩০ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আমরা নিবন্ধগুলোর অনুবাদ বা মানোন্নয়ন করি যাতে বাংলা ভাষাভাষী ততা বাংলা উইকির ব্যবহারকারীরা মাতৃভাষায় নিবন্ধ পড়তে পারে। তাই তারা যদি পড়ে সহজে বুঝতেই না পারে তাহলে মাতৃভাষায় পড়েও কি লাভ হল? বরং এতে বাংলা উইকির প্রতি তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে। যাইহোক, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। --আবু সাঈদ (আলাপ) ১৩:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন