ব্যবহারকারী আলাপ:A.H.M Fuad
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতমসম্পাদনা
সুপ্রিয় A.H.M Fuad! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০২:১৩, ২১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি) |
সুপ্রিয় A.H.M Fuad,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি টিম হান্ট নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। তবে আপনি নিবন্ধে কয়েকটি তথ্যসূত্র যোগ করলেও সম্পূর্ণ অংশে তথ্যসূত্র যোগ না করেই নিবন্ধ জমা দিয়েছেন, আমি কতগুলো তথ্যসূত্র যোগ করে দিয়েছি। যেহেতু আপনি তথ্যসূত্র যোগের ব্যাপারটি জানেন বলেই মনে হচ্ছে, বাকিগুলো সময় পেলে যোগ করে দিবেন (ইংরেজি থেকে অনুলিপি করে দিলেই হবে)। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! --ওয়াকিম (আলাপ) ২০:২৬, ২৪ জুলাই ২০১৯ (ইউটিসি)
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯সম্পাদনা
সুপ্রিয় A.H.M Fuad, উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি অক্টোবর থেকে অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে ডাকযোগে পুরস্কার প্রেরণ শুরু করবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। ১ অক্টোবর থেকে ফর্মে সরবরাহ করা ইমেইল ঠিকানায় যোগাযোগ শুরু হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। এই প্রতিযোগিতার আয়োজক ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ এবং সহযোগী ‘জাগো নিউজ’-এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। -নাহিদ সুলতান (আলাপ) সোমবার ১৭:৩১, ০২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি) |
সুপ্রিয় A.H.M Fuad,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি উড্ডয়ন নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, শনিবার ১৯:০৪, ০৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
আপনার তৈরি আর্স কনজেঞ্জি নিবন্ধটি গৃহীত হয়েছেসম্পাদনা
সুপ্রিয় A.H.M Fuad,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি আর্স কনজেঞ্জি নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), শুক্রবার ৭:২৪, ০৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!সম্পাদনা
দলগত কাজের পদক | |
সুপ্রিয় A.H.M Fuad, বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৮:৫৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি) |
বট পরিচালনাসম্পাদনা
ফুয়াদ ভাই, আশা করি ভালোই আছেন। আমি সম্প্রতি আপনার কিছু সম্পাদনায় পাইউইকিবট ব্যবহার করতে দেখলাম। আপনি সম্ভবত পাইউইকিবট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। যদি এমনটা হয় তবে অনুগ্রহপূর্বক সেটা পরীক্ষামূলক উইকিপিডিয়ায় করুন। এছাড়াও আপনি অনুগ্রহপূর্বক এটি পড়ে নিন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ১৪:৫০, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ নকীব ভাইয়া। হ্যাঁ, আমি পাইউইকিবট দিয়ে কিছু পরীক্ষামূলক চালনা করছি। আমি বেশিরভাগ পরীক্ষামূলক চালনা পরীক্ষামূলক উইকিপিডিয়া-তেই করেছি। বাংলা উইকিপিডিয়ায় আমি মূলত দুটি নিবন্ধের উপর বট চালনা করেছি, যার একটির অনুবাদ আমি করছি, আর অন্যটিতে শুধু একটি অনুচ্ছেদ অনুবাদকৃত ছিলো ও প্রায় তিন মাসমতো কোনো সম্পাদনা হয়নি। আমি যদি ভুল না হয়ে থাকি, পূর্ববর্তী বট অনুরোধগুলো পড়তে গিয়ে আমি দেখেছি, বটের চালনায় নিজে থেকে ১৫টির মতো পরীক্ষামূলক সম্পাদনা করার অনুমতি দিয়েছেন ব্যুরোক্র্যাটরা। তাই আসলে এটি করেছি, আশা করি আমি বট চালনা নীতি বহির্ভুত কিছু করিনি। যদি নীতি বহির্ভুত কিছু হয়ে থাকে তবে আমাকে জানাবেন এবং আমি তার জন্য অগ্রীম ক্ষমাপ্রার্থী। ফুয়াদ (আলাপ) ১৭:১২, ২৩ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- ভাই, আপনি তাহলে ভুল বুঝেছেন। ১৫ টি পরীক্ষামূলক সম্পাদনার অনুমতি দেয়ার পূর্ব পর্যন্ত আপনি কোনো সম্পাদনা করয়ে পারবেন না। আপনি চাইলে বট নীতি পড়তে পারেন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৩:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদসম্পাদনা
সুপ্রিয় A.H.M Fuad,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)
"উইকিপিডিয়া এশীয় মাস ২০২২" এডিটাথনে অংশ নিন!সম্পাদনা
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে উইকিপিডিয়ার বার্ষিক প্রতিযোগিতা উইকিপিডিয়া এশীয় মাসের ২০২২ আসর। মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন। Aishik Rehman (আলাপ) - ১১:৫৮, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)