স্বাগতম!

প্রিয়, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। উইকিপিডিয়াতে আপনার অবদানের জন্য ধন্যবাদ। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:

আমরা আপনাকে লগ ইন না করে নিবন্ধ সম্পাদনা করতে উৎসাহিত করছি, কিন্তু আমরা আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পরামর্শ দিচ্ছি। এই অ্যাকাউন্ট বিনামূল্যে এবং ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয় না উপরন্তু আপনি আপনার আইপি অ্যাড্রেসকে গোপন রাখা সহ অন্যান্য বেশ কিছু সুবিধা পাবেন। আপনি ব্যবহারকারী নাম ব্যতীত সম্পাদনা করলে তা পৃষ্ঠার সম্পাদনার ইতিহাসে আপনার আইপি অ্যাড্রেস (62.158.8.239) সার্বজনীনভাবে সংরক্ষিত হবে। আপনার আইপিতে পাঠানো বার্তা আপনার আলাপ পাতায় আপনি দেখতে পারেন।

আমি আশা করব আপনি একজন উইকিপিডিয়ান হয়ে এখানে সম্পাদনা করতে আনন্দ উপভোগ করবেন। দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার এই আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন বা উইকিপিডিয়া:প্রশ্ন দেখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন। আপনাকে আবারও স্বাগতম। — তানভিরআলাপ১২:০৫, ২৪ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সেপ্টেম্বর ২০১০ সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম। যদিও যে-কেউ এখানে গঠনমূলক সম্পাদনা করতে পারেন, কিন্তু কমপক্ষে আপনার সাম্প্রতিক একটি সম্পাদনা পাতায় সম্পাদিত করছেন, গঠনমূলক হিসেবে বিবেচিত হয়নি এবং তা বাতিল করা হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। এবং সেই সাথে বিশ্বকোষে কোনো গঠনমূলক সম্পাদনার জন্য স্বাগত পাতাটিও পড়ে নিন। ধন্যবাদ।— তানভিরআলাপ১২:০৬, ২৪ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ধ্বাংসাত্মক কার্যকলাপ সম্পাদনা

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যেকোন প্রকার গঠনমূলক অবদানের জন্য উইকিপিডিয়া সবাইকে স্বাগত জানায়। কিন্তু দেখা যাচ্ছে আপনি দুইটি নিবন্ধে অনবরত ধ্বাংসাত্মক কার্যকলাপ চালিয়েই যাচ্ছেন। আপনি যদি উইকিপিডিয়ায় বাংলা লেখা পড়তে বা লেখতে অসুবিধা হয় তবে সেজন্য উইকিপিডিয়া:Bangla script display and input help পাতার সাহায্য নিন। ভবিষ্যতে আর এধরণের কার্যক্রম চালিয়ে যেতে থাকলে আপনাকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হতে পারে।

Welcome to Bangla Wikipedia. Wikipidia welcomes everyone to edit and contribute in a constructive manner. But it has been found that you are editing some articles in a destructive manner which is detrimental to Wikipedia. I've found in one of your edits that you can't read Bangla in Wikipedia. This is because your computer isn't perfectly configured for displaying Unicode Bangla or you don't have the exact Bangla font. Please read উইকিপিডিয়া:Bangla script display and input help. If you further continue your destructive editing, you may be blocked for an indefinite period. Thank you.  – তানভির মোর্শেদ (আলাপ) ১৩:০০, ২৪ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন