বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

লরেন্স দুনদাস, জেটল্যান্ড এর ২য় মার্কাস সম্পাদনা

লরেন্স দুনদাস শীর্ষক সম্পাদনাসমূহ লরেন্স দুনদাস, জেটল্যান্ডের ২য় মার্কাস পাতায় করুন। শিরোনামের বানানের কারণে লরেন্স দুনদাস, জেটল্যান্ড এর ২য় মার্কাস পাতাটি অপসারণ করা হয়েছে। --Intakhab (আলাপ) ১৮:৪২, ১৩ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

নাম পরিবর্তন সম্পাদনা

আপনি যদি আপনার ব্যবহারকারী নাম পরিবর্তন করতে চান, তাহলে এখানে আবেদন করুন। লক্ষ্য করুন, আপনি নিজে নিজে আপনার নাম পাল্টাতে পারবেন না। আপনি যেটা করেছিলেন সেটাতে শুধু আপনার ব্যবহারকারী পাতার নাম পরিবর্তন হয়েছিল কিন্তু ব্যবহারকারী নাম পরিবর্তন হয়নি। আফতাব (আলাপ) ১৮:৪৬, ২৪ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

০৫, ২০১৬ সম্পাদনা

প্রিয় আমিনুল,

আপনি এক্ষণই একটি পাতা তৈরি করলেন List of governors of Bengal নামে যেটা আপনি অনুবাদই করেননি। অনুগ্রহ করে নিবন্ধটি বাংলায় অনুবাদ করুন; তা নাহলে নিবন্ধটি অপসরণ করা হবে, আর আপনার প্রণীত নিবন্ধ তালিকায় আরও একটি লাল লিংক যুক্ত হবে।

আর হ্যাঁ কোন পাতা সম্পূর্ণ অনুবাদ নাকোরে আন্তঃউইকি সংযোগ দিবেন না। ধন্যবাদান্তে পরমাণু আলাপ ১০:৫৪, ২৬ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

স্যার জন অ্যান্ডারসন সম্পাদনা

প্রিয় সৈয়দ আমিনুল, উইকিইডিয়ায় সম্পাদনার জন্য ধন্যবাদ জানাই। স্যার জন অ্যান্ডারসন নিবন্ধ প্রসঙ্গে জানাই, উইকিপিডিয়ায় স্যার, রাজা ইত্যাদি কোন উপাধি দিয়ে শিরোনাম দেওয়া হয় না, সেই কারণে এই নিবন্ধটিকে জন অ্যান্ডারসন, প্রথম ভাইকাউন্ট ওয়েভার্লি শিরোনামে স্থানান্তর করা হয়েছে। দয়া করে এখানেই আপনি তথ্য যোগ করুন। বারবার উইকিডাটাতে পরিবর্তন করে স্যার জন অ্যান্ডারসন নিবন্ধে তথ্য যোগ করার দরকার নেই। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১৮, ৩০ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারীর নাম পরিবর্তন সম্পাদনা

আমার উইকিপিডিয়া সদস্য পাতা খুলতে গিয়ে ব্যবহারকারীর নামের বানান ভুল হয়ে গেছে। এখন আমি নাম পরিবর্তন করতে চাই, কিন্তু পারছি না। নাম পরিবর্তন করতে চাইলে আমাকে কি করতে হবে?? MD. NURE ALAM SIDSIQI (আলাপ) ১০:০০, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় সৈয়দআমিনুল,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন