স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় সাবিলা, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


তানভিরআলাপ • ১৩:০৭, ২৪ জুলাই ২০১০ (UTC)

অনুল্লেখ্য বিষয় সম্পাদনা

সাবিলা, বাংলা উইকিপিডিয়ায় তোমার অংশগ্রহণের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ায় লেখার আছে নিবন্ধের বিষয় উল্লেখযোগ্য কিনা যাচাই করো। কাছের মানুষ নিবন্ধটি মুছে ফেলা হয়েছে কারণ নিবন্ধের বিষয় উল্লেখযোগ্য নয়। আর তোমার তৈরি করা সুচিত্রা ভট্টাচার্য নিবন্ধে আরও তথ্য যোগ করো। উইকিপিডিয়াতে কারও উল্লেখযোগ্যতা প্রমাণে অবশ্যই পর্যাপ্ত তথ্যের সন্নিবেশ করতে হয়। যদি না থাকে তাহলে তা মুছে ফেলা হতে পারে। তাই নিবন্ধে আরও তথ্য যোগ কর।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৪০, ২৪ জুলাই ২০১০ (UTC)

উইকিতে আবারও স্বাগতম জানাই।

তবে লেখার ধাঁচটা একটু পাল্টাতে হবে। যেমন কমলাকান্তের দপ্তর লেখাটি বিশ্বকোষীয় ধাঁচে হয়নি, কারণ সব তথ্য তালিকাকারে দেয়া। আর এরকম অল্প লেখা (মানে ২।৩টি মাত্র বাক্য) নিয়ে ভুক্তি শুরু না করাটাই উত্তম। --রাগিব (আলাপ | অবদান) ১৮:১১, ২৪ জুলাই ২০১০ (UTC)

বগাকাইন হ্রদ সম্পাদনা

সাবিলা, আপনি উইকিপিডিয়ার নিবন্ধে ঘুরাঘুরি করছেন, তথ্য-ছবি যোগ করছেন, সেজন্য আপনাকে অভিনন্দন। আপনি সম্প্রতি বগাকাইন হ্রদ নিবন্ধে "Boga Lake.png" ছবিটি যুক্ত করেছেন, ক্যাপশন দিয়েছেন: "বান্দরবান জেলার সাঙ্গু নদী"। ছবিটি আপনি দিয়েছেন, এটাকে বগা লেক বলছেন, তাহলে কেন সাঙ্গু নদী বলে উল্লেখ করে ছবিটা যোগ করা হলো, তা ঠিক ধরতে পারলাম না। তাছাড়া ঐ নিবন্ধে সাঙ্গু নদীর কোনো উল্লেখই নেই। সেক্ষেত্রে ব্যাপারটা ভজকট পাকিয়ে গেলো না? আপনার বক্তব্য চাচ্ছি...। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৩২, ৫ আগস্ট ২০১০ (UTC)

প্রিয় মঈনুল ইসলাম, ধন্যবাদ। আসলে আমি যখন ফাইলটিতে কাজ করছিলাম তখন ইলেক্ট্রিসিটি চলে গিয়েছিল এবং একই সাথে ইন্টারনেট লাইন। তাই ঠিক মতো সম্পাদনা করার সুযোগ পাইনি। এখন ঠিক করে দিয়েছি। কমন্সে যোগ করা মূল ছবিটাও আমিই দিয়েছি।
ধন্যবাদ, ব্যাপারটা পরিষ্কার করার জন্য। আলাপ পাতাগুলোতে আলাপের বক্তব্যশেষে চারটি টিল্ডা দিয়ে (~) দিয়ে স্বাক্ষর করলে সেটা সুন্দর হয়। আর, আলাপকে অন্য জনের থেকে আলাদা করার জন্য কোলন চিহ্ন (:) ব্যবহার করলে তা প্যারা এবং ট্যাব যুক্ত করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৫৭, ৬ আগস্ট ২০১০ (ইউটিসি)উত্তর দিন

দারুন সম্পাদনা

চমৎকার! সুন্দর হচ্ছে, এগিয়ে যাও।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:৫২, ২ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

-- ধন্যবাদ বেলায়েত ভাই। সাবিলা

স্বাগত আবার! সম্পাদনা

আপু, আবার স্বাগত পুরোন সাম্রাজ্যে...।  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:১০, ১৮ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

তোমারেও ধন্যবাদ। সাবিলা

হাতকাটা রবিন নিবন্ধের দ্রুত অপসারণের নোটিশ সম্পাদনা

 

এইটি যদি আপনার তৈরি করা উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধ হয়ে থাকে,তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হাতকাটা রবিন নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ বিসাবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারনের আপত্তি জানাতে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখা লেবেলের উপর ক্লিক করুন। এইটি করার ফলে আপনার কাছে একটি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, যেখানে আপনি ব্যাক্ষ্যা করুন, কেনো নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি । আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায়আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। ইয়াহিয়া (আলাপ) ১১:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

দীর্ঘ ৫ বছর পর উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

বুঝাতে পারি নাই, আসলে নারী উদ্যোক্তা তো তখন যোগ করবো যখন যোগ করার যায়গাটা থাকবে। বিষয়শ্রেণি হেডারটাই ছিল না, যোগ ও করতে পারছিলাম না। সাবিলা (আলাপ) ০৯:৪৭, ১৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


সাবিলা আপু, স্বাগতম। কোনো সাহায্য প্রয়োজন হলে জানাবেন। :) — তানভির০৮:৫৭, ১৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অনেক ধন্যবাদ, সাহায্য লাগবে। গতকালকেই কোন একলেখায় দেখছিলাম কোনো বিষয়শ্রেণি সেকশন- ই নেই। অনেক দিন পরে কাজ করছি তো, বুঝতেসিলাম না কিভাবে সেকশন যোগ করবো। সাবিলা

আপনি আলাপ পাতায় উত্তর দেওয়ার সময় অনুচ্ছেদ বা সেকশনে গোলমাল করে ফেলেছিলেন যা ঠিক করতে দিয়েছি। যে নির্দিষ্ট সেকশনে সম্পাদনা/উত্তর দিতে চান সেটির ‘উৎস সম্পাদনা’ বা ‘সম্পদনা’-এ ক্লিক করলে সেখানে লেখা যোগ বা সম্পাদনা করতে পারবেন। আর আপনার যোগকৃত নারী উদ্যোক্তা বিষয়শ্রেণীটি দেখেছি। আসলে সেখানে মূল থেকেই কিছু সমস্যা আছে। বিষয়শ্রেণীটির গোড়া নেই। এটি আসলে নারী ব্যবসায়ী বিষয়শ্রেণীর একটি উপ বিষয়শ্রেণী হবে যা নেই। আমি দ্রুত ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। শেষ হলে জানাবো। — তানভির০৯:৩১, ১৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আর ভালো কথা, স্বাক্ষরের জন্য লেখা শেষে একটি স্পেস দিয়ে চারটি টিল্ডা (~~~~) বা সম্পাদনা বক্সের টুলসগুলোর মধ্যে সবার ওপরের বাম দিক থেকে তিন নম্বর যা দেখতে এরকম   সেখানে ক্লিক করলেই স্বাক্ষর যোগ হবে। — তানভির০৯:৩৪, ১৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী ক্রম ঠিক করেছি। অনুগ্রহ করে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের তালিকাভুক্ত করতে নিবন্ধের শেষে [[বিষয়শ্রেণী:বাংলাদেশি নারী ব্যবসায়িক উদ্যোক্তা]] যোগ করুন। বিষয়শ্রেণী:উদ্যোগ দেখলে আপনি বিষয়শ্রেণী ক্রমটা বুঝতে পারবেন সেক্ষেত্রে অন্য দেশের উদ্যোক্তা বা নারী উদ্যোক্তাদের তালিকাভুক্ত করার ব্যাপারে ধারণা পাবেন। পুরুষ উদ্যোক্তাদের জন্য বিষয়শ্রেণী তৈরির প্রয়োজন নেই; নারী উদ্যোক্তার বিষয়শ্রেণীতে যারা নেই, তারাই পুরুষ, কারণ সেক্ষেত্রে তারা বিষয়শ্রেণী:ব্যবসায়িক উদ্যোক্তা থাকবেন। — তানভির২০:২৩, ১৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:বৈশ্বিক আচরণবিধি নির্দেশনা তৈরিতে মতামত দিন সম্পাদনা

সুধী, উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে যাঁরা কাজ করেন তাঁদের জন্য আরো সুন্দর ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে বৈশ্বিক একটি ‘নৈতিক দিকনির্দেশনা’ বা ‘বৈশ্বিক আচরণবিধি নির্দেশনা’ তৈরির জন্য সকল সম্প্রদায়ের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আপনার মতামত প্রয়োজন। হ্যাঁ বা না লিখে মতামত দিতে দয়া করে এই গুগল ফর্মে (ফর্ম লিংক) ক্লিক করুন। ধন্যবাদ। (গোপনীয়তা নীতি) নাহিদ, বৃহস্পতিবার ১৩:২৮, ২৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি)

সর্বজনীন আচরণবিধির প্রয়োগ সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ সম্পাদনা

সুধী,

আপনি হয়তো জেনে থাকবনে যে, উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার সকল অনলাইন ও অফলাইন প্রকল্পে অংশগ্রহণকারীদের একটি সুস্থ, সুন্দর, ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে উইকিমিডিয়া ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি কর্তৃক সর্বজনীন আচরণবিধি নীতিমালা অনুমোদিত হয়েছে (অনুমোদিত নীতিমালা)। অনুমোদনের পর বর্তমানে এই নীতিমালার কীভাবে সুষ্ঠ ও কার্যকরভাবে প্রয়োগ করা যেতে পারে, ও সেক্ষেত্রে উইকিমিডিয়ার স্বেচ্ছাসেবী ও উইকিমিডিয়া ফাউন্ডেশন কী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা চলমান। আপনাকে তাই এই আলোচনায় অংশ নিতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আপনি বিভিন্নভাবে আলোচনায় অংশ নিতে পারেন।

প্রথমত, বাংলা উইকিপিডিয়ায় নির্দিষ্ট আলোচনা পাতা: উইকিপিডিয়া:সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনা/নীতিমালার প্রয়োগ। এই পাতায় আপনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় অংশ নিতে পারেন। এখানে কতোগুলো প্রশ্ন রয়েছে যেটির উত্তর দেওয়ার মাধ্যমে ও বাড়তি কোনো বিষয়ে মতামত প্রদানের মাধ্যমে আপনি এই প্রক্রিয়ায় অংশ নিয়ে আমাদের সাহায্য করতে পারেন। এছাড়াও আপনি নীতিমালার বিষয়েও আপনার সমর্থন/বিরোধিতা বা মতামত ব্যক্ত করতে পারেন।

দ্বিতীয়ত, এছাড়াও আপনি যদি নামহীন ও গোপনীয়তার সাথে আপনার মতামত জানাতে চান তবে এই বিষয়ক একটি অনলাইন জরিপে অংশ নিতে পারেন। জরিপটি খুব বড়ো নয় এবং এটিতে অংশ নিতে সর্বোচ্চ ১০ মিনিট সময় ব্যয় করা লাগতে পারে।

এছাড়ও আপনি চাইলে এই বার্তার উত্তর দেওয়ার মাধ্যমে বা আমাকে ই-মেইল করার মাধ্যমেও আপনার মতামত জানাতে পারে। অনেক সময় এ ধরনের বিষয়ে প্রকাশ্যে অভিযোগ দায়ের করা বা আলোচনা করা সম্ভব হয় না, আর সে বিষয়ে আমরা সম্পূর্ণ সচেতন। তাই যদি আপনি ইমেইল বা জরিপের মাধ্যমে আপনার মতামত প্রদান করে চান তবে তা করতে পারেন।

উইকিমিডিয়ার সকল স্থানে সবার সুন্দর ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে আপনার মতামত খুব-ই জরুরী। তাই আশা করি এটি অংশ নেওয়ার মাধ্যমে আপনি আমাদের এই উদ্দেশ্য সফলে ভূমিকা রাখবেন।

আপনাকে ধন্যবাদ। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।

তানভির রহমান (আলাপ) ০৯:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় সাবিলা,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন