কমলাকান্ত

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ব্যঙ্গাত্মক রম্য রচনা
(কমলাকান্তের দপ্তর থেকে পুনর্নির্দেশিত)

কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ব্যক্তিধর্মী প্রবন্ধ-সংকলন।[] বইটির প্রথম সংস্করণ ১৮৭৫ সালে কমলাকান্তের দপ্তর, প্রথম ভাগ নামে প্রকাশিত হয়।[][]:৬৫৩ ১৮৮৫ সালে (১২৯২ বঙ্গাব্দ) "কমলাকান্তের দপ্তর" (মোট ১৪টি প্রবন্ধ, তন্মধ্যে ১১টি বঙ্কিমচন্দ্রের), "কমলাকান্তের পত্র" (পাঁচটি প্রবন্ধ) ও "কমলাকান্তের জোবানবন্দী" – এই তিনটি অংশ একত্রে কমলাকান্ত নামক গ্রন্থটি প্রকাশিত হয়।[]:৬৫৩[]:ষোল এই গ্রন্থে আফিঙখোর ব্রাহ্মণ কমলাকান্তের জবানিতে লেখক তথ্য ও যুক্তিবিনির্ভর সমাজ, ধর্ম ও রাষ্ট্রতত্ত্ব বর্ণনা করেছেন। গ্রন্থটিকে বঙ্কিমচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ রচনা বলে অভিহিত করা হয়।[]:৬৫৩

কমলাকান্ত
লেখকবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
দেশকলকাতা, ব্রিটিশ ভারত
ভাষাবাংলা
ধারাবাহিক"কমলাকান্তের দপ্তর",
"কমলাকান্তের পত্র"
"কমলাকান্তের জোবানবন্দী"
ধরনপ্রবন্ধ
প্রকাশনার তারিখ
প্রথম সংস্করণ: ১৮৭৫
দ্বিতীয় সংস্করণ: ১৮৮৫
কমলাকান্ত - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

পাদটীকা

সম্পাদনা
  1. বাংলা সাহিত্য পরিচয়, ড. পার্থ চট্টোপাধ্যায়, তুলসী প্রকাশনী, কলকাতা, ২০০৮, পৃ.২৬৯-৭০
  2. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, অষ্টম খণ্ড, অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, মডার্ন বুক এজেন্সি প্রাঃ লিঃ, কলকাতা, ২০০৭, পৃ. ৬৫৩-৬৭
  3. বঙ্কিম রচনাবলী, দ্বিতীয় খণ্ড, "সাহিত্য–প্রসঙ্গ" (যোগেশচন্দ্র বাগল লিখিত), সাহিত্য সংসদ, কলকাতা, ১৩৬১ বঙ্গাব্দ, পৃ. ষোল-আঠারো