ব্যবহারকারী আলাপ:মো. মাহমুদুল আলম/সংগ্রহশালা ২

সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪ সংগ্রহশালা ৫

আলাপ পাতায় নেই

আফতাবুজ্জামান (আলাপ) আমি সংগ্রহশালা তৈরী করেছি। কিন্তু আলাপ পাতায় আলাপ আসে না কেন? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৬:৩৫, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)

এই এখন এসেছে। এতক্ষণ কোন আলাপ ছিল না, তাই কিছু দেখায় নি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০০, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)

রফিকুর রশীদ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

রফিকুর রশীদ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রফিকুর রশীদ (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ১৭:৩৯, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)

টেমপ্লেট তৈরী করতে চাই

টেমপ্লেট তৈরী করতে চাই, কিভাবে করতে হয় আমাকে শিখায়ে দেন। -- আফতাবুজ্জামান (আলাপ) -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:২৩, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)

@মো. মাহমুদুল আলম: কি নিয়ে/কি ধরনের টেমপ্লেট তৈরি করতে চাচ্ছেন? -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৮, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)

সঠিক বানান কোনটি?

ভাই, গতকাল আপনি কাশিরাম বেল পুকুর ইউনিয়ন, সাপটিবাড়ী ইউনিয়ন, শরপুকুর ইউনিয়ন নিবন্ধটি ৩টি তৈরি করেছেন। কিন্তু আমি লক্ষ্য করেছি এই নিবন্ধ ৩টি ইতোমধ্যে পূর্বেই কাশিরামবেলপুকুর ইউনিয়ন, সাপ্টিবাড়ী ইউনিয়ন, সারপুকুর ইউনিয়ন নামে তৈরি করা ছিল।

প্রশ্ন: এগুলি মধ্যে কোন বানানগুলি সঠিক? জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্য করেছি কাশিরামবেলপুকুর ইউনিয়ন, সাপ্টিবাড়ী ইউনিয়ন, সারপুকুর ইউনিয়ন দেওয়া (যদিও জাতীয় তথ্য বাতায়নে প্রায়শ ভুল থাকে)। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪০, ১ আগস্ট ২০২১ (ইউটিসি)

সালাম, এগুলোর বানান [[১]], [[২]] থেকে নেয়া। তবে ইউনিয়ন তিনটির বানান ভিন্ন হলেও একই। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:৪১, ১ আগস্ট ২০২১ (ইউটিসি)
@মো. মাহমুদুল আলম ভাই, আপনার প্রণীত রায়পুর,ইউনিয়ন নিবন্ধটি রায়পুর ইউনিয়ন, ঠাকুরগাঁও সদর এই নিবন্ধে পুনর্নির্দেশ করেছি। কেননা, আপনার প্রণীত নিবন্ধ উইকিপিডিয়াতে ইতিমধ্যে উপস্থিত। দয়া করে নিবন্ধ তৈরির আগে নিবন্ধ রয়েছে কিনা চেক করে নিবেন। এক্ষেত্রে বিষয়শ্রেণীতে গেলে বুঝা যায়, নিবন্ধ রয়েছে কীনা! -- Prodipto Deloar (আলাপঅবদান) ১৬:১৪, ২ আগস্ট ২০২১ (ইউটিসি)
ঠিক আছে -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৬:৪৮, ২ আগস্ট ২০২১ (ইউটিসি)

চিত্র

সুধী, চিত্র:আশিকুর_রহমান.png এই ছবিটি কি আপনার তোলা? — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:০২, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)

সংগৃহিত -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১০:০৯, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)
নিজের তোলা ছবি নাহলে ইন্টারনেট থেকে পাওয়া ছবি আপলোড করবেন না। এটি কপিরাইট লঙ্ঘন। এছাড়াও, কেউ আপনাকে কারও নামে নিবন্ধ তৈরি করতে বললেও করে দিবেন না এবং যার নামে নিবন্ধ তৈরি করবেন তার থেকে জিজ্ঞেস করেও নিবন্ধ তৈরি করবেন না। এটা করা উইকিপিডিয়ার নীতিমালা বিরোধী। আপনার আপলোড করা চিত্র:রফিকুর রশীদ.pngচিত্র:আশিকুর_রহমান.png ছবি দুইটি কপিরাইট লঙ্ঘন হওয়ায় মুছে দিলাম। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১০:১৮, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)
এ দু’টি ছবির কপি রাইট আছে কি? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১০:৫৬, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)
উপরে বর্ণিত ছবিগুলো কপিরাইটযুক্ত সেগুলো অন্য কেউ তুলেছে তাই আপনার নিজের নামে চালিয়ে দিতে পারবেন না। নিজের তোলা ছবি হলেই কেবল আপলোড করবেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:০২, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)
ভাই, অনেকে বাংলাদেশে বসে অন্যদেশের খেলোয়াড়, বিশ্ববিদ্যালয় ইত্যাদির ছবি আপলোড করছে। তারা কি একটা ছবির জন্য সে দেশে যাবে, নাকি নেট থেকে নিবে? আমাদের দেশের মধ্যেও অনেকে অন্য জেলার ছবি নেট থেকে নিয়ে আপলোড করে। এ রকম অসংখ্য ছবি আছে। নেট থেকে লেখার উপাত্ত নিয়ে প্রবন্ধ লেখা হয়, সেটা বৈধ হয়, আর ছবি অবৈধ হয়। বিষয়টা দিমুখি হয় বুঝি।

আমার মনে হয়, ছবি ও লেখা সঠিক কি না সেটা যাচাই করা দরকার। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৩:০০, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)

ভাই, সহজ ভাষায় বলতেছি নিজের তোলা ছবি এবং কপিরাইটমুক্ত (যেমন: পাবলিক ডোমেইনের আওতাভুক্ত) হলে আপলোড করা যাবে। ইন্টারনেট থেকে পাওয়া ছবি নিজের নামে আপলোড করা যাবে না, তবে মৃত ব্যক্তির ক্ষেত্রে আপলোড করা যাবে। কোনো ব্যবহারকারী অন্যের তোলা ছবি আপলোড করলে জানাতে পারেন। আপনি, বলছেন ইন্টারনেট থেকে লেখা নিয়ে নিবন্ধ করা যায় কিন্তু ছবি কেন নয়? উত্তর: আপনি ইন্টারনেটের কোনো ওয়েবসাইট থেকে হুবহু লেখা কপি-পেস্ট করে নিবন্ধ তৈরি করতে পারবেন না, এক্ষেত্রেও কপিরাইট লঙ্ঘন হয়। মূল কথা একটাই, উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ, তাই এখানের কন্টেন্টগুলোও কপিরাইটমুক্ত হয় (কিছু ব্যতিক্রম ছাড়া)। আশা করি বুঝাতে পেরেছি। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:২৩, ৩ আগস্ট ২০২১ (ইউটিসি)

দৈনিক রংপুরের কন্ঠ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

দৈনিক রংপুরের কন্ঠ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/দৈনিক রংপুরের কন্ঠ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৪১, ১৩ আগস্ট ২০২১ (ইউটিসি)

দৈনিক যুগের আলো, রংপুর নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

দৈনিক যুগের আলো, রংপুর নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/দৈনিক যুগের আলো, রংপুর পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। –ধর্মমন্ত্রী (আলাপ) ০৬:২৫, ১৪ আগস্ট ২০২১ (ইউটিসি)

ভাই, যোগাযোগ করা প্রয়োজন

@মো. মাহমুদুল আলম ভাই, আপনার সাথে ফেসবুকে কিছু প্রয়োজন ছিলো, কিন্তু আপনি তো আমার সাথে সংযুক্ত নেই। আপনার ফেসবুক আইডি পেলে ভালো হতো। -- Prodipto Deloar (আলাপঅবদান) ১৭:৩৭, ১৫ আগস্ট ২০২১ (ইউটিসি)

@Prodipto Deloar ভাই দেখুন ও [[৩]] [[৪]] -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:৩০, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
@মো. মাহমুদুল আলম আপনাকে অশেষ ধন্যবাদ। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৭:৩৫, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)

Md. Mahmudul Alam অথবা মো. মাহমুদুল আলম লিখে গুগুলে সার্চ দেন। সেখানে ফেসবুক> (কবি মো. মাহমুদুল আলম) ক্লিক করে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাও ভাই। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৪:১৯, ১৬ আগস্ট ২০২১ (ইউটিসি)

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১

সুপ্রিয় মো. মাহমুদুল আলম,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন

উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।

নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)

আমি একসাথে কতজনকে ভোট দিতে পারব। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০৮:৩৮, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
আপনি আপনার পছন্দ অনুযায়ী ১৯ প্রার্থীকে চিহ্নিত/নির্বাচিত করতে পারবেন যাদের মধ্যে চারজন চূড়ান্তভাবে ট্রাস্টি হিসাবে নির্বাচিত হবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি দেখুন —শাকিল (আলাপ · অবদান) ০৮:৪৬, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
আমি ১৯ জনকে ভোট দিছি। কতবার ভোট দিতে পারবো। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০৮:৫২, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
আপনি যতবারই ভোট দিন আপনার ভোট একবার গণণা করা হবে এবং সর্বশেষ ভোট তার পূর্বে দেওয়া ভোটকে প্রতিস্থাপন করবে। তাই আপনি যদি ভোট‌ সফলভাবে দিয়ে থাকেন তাহলে পুর্নবার দেওয়ার প্রয়োজনীয়তা নেই —শাকিল (আলাপ · অবদান) ১৯:০৬, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)

লালমনিরহাট জেলার টেমপ্লেট

ভাই এইরকম পাতা তৈরি করার প্রয়োজন নেই কারণ ইতিমধ্যে সবগুলো জেলার টেমপ্লেট তৈরি করা রয়েছে। তাছাড়া আপনি প্রধান নামস্থানে টেমপ্লট তৈরি করেছেন যা অনুমোদিত নয়। —শাকিল (আলাপ · অবদান) ১৯:০৪, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)

রংপুর বিভাগের এবং এর জেলা ও উপজেলাগুলোর নিবন্ধে কোন টেমপ্লেট নাই। তাই তৈরী করলাম। দেখি পারি কি না। কিন্তু জানলাম আগে হয়েছে। কষ্ট বেকার????? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৯:০৮, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
শিখলেন তো!  রংপুর জেলার টেমপ্লেট টেমপ্লেট:রংপুর জেলা এইটা। প্রয়োজন যদি হয় এটা সংশোধন করুন —শাকিল (আলাপ · অবদান) ১৯:১৫, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)

নতুন তৈরি পাতা সম্পর্কে

@মো. মাহমুদুল আলম: আপনার অবদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাম্প্রতি কুড়িগ্রাম জেলার টেমপ্লেট, রংপুর জেলার টেমপ্লেট, রংপুর বিভাগের জেলার টেমপ্লেট এই নিবন্ধগুলো তৈরি করেছেন, নিবন্ধগুলোর বিষয়বস্তু পড়ে জানা যায় উক্ত নিবন্ধগুলো হয়তো আপনি টেমপ্লেট হিসেবে ব্যবহারের জন্য তৈরি করেছেন। আপনি এইরকমের নিবন্ধ তৈরি করলে প্রধান নামস্থান ব্যবহার না করে টেমপ্লেট নামস্থান ব্যবহার করুন, অর্থাৎ কুড়িগ্রাম জেলার টেমপ্লেট এর পরিবর্তে টেমপ্লেট:কুড়িগ্রাম জেলার টেমপ্লেট বা টেমপ্লেট:কুড়িগ্রাম জেলা এইভাবে টেমপ্লেট তৈরি করুন। আপনার তৈরিকৃত উক্ত ৩টি পাতা দ্রুত অপসারণের ট্যাগ যুক্ত করে দিয়েছি। বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। সজল রানা আলাপ ১৯:০৫, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)

ধন্যবাদ ভাই। তাহলে এখন অপসারণ করেন না। ঠিক করে দেই। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৯:১০, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
@মো. মাহমুদুল আলম: বাংলাদেশের প্রতিটি জেলার টেমপ্লেট ইতিমধ্যেই আছে - এগুলো আবার তৈরির হেতু কী? আপনি নিবন্ধ তৈরি ও সম্পাদনা করুন; আরও অভিজ্ঞতা অর্জন করার পর টেমপ্লেট নিয়ে কাজ করবেন - এখন ভুল কাজ করছেন। - Ashiq Shawon (আলাপ) ১৯:১৭, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
পঞ্চগড় জেলার উপজেলাসমূহের টেমপ্লেট পেলাম না ভাই। তৈরী করতে পারিকি? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৯:২০, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
টেমপ্লেট:পঞ্চগড় জেলার প্রশাসনিক বিন্যাস এখানে ক্লিক করে তৈরি করুন। টেমপ্লেট:ময়মনসিংহ জেলার প্রশাসনিক বিন্যাস অনুসরণ করে তৈরি করতে পারেন —শাকিল (আলাপ · অবদান) ১৯:২৭, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
এ রকম গাইড দিলে ভালো হয়। শিখতে পারব ভাই। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৯:৩২, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
@মো. মাহমুদুল আলম ভাই, টেমপ্লেট:পঞ্চগড় জেলা। এই বিষয়শ্রেণীতে (বিষয়শ্রেণী:বাংলাদেশের জেলা টেমপ্লেট) যান, সকল জেলার পাবেন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৯:২৯, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
@MdsShakil শাকিল ভাই, জেলার প্রশাসনিক বিন্যাস এই নামে ২৬টা টেমপ্লেট দেখলাম। জেলা নামে টেমপ্লেট তো আছে, এই নামে তৈরির যৌক্তিকতা কী?? -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৯:৩১, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
ধন্যবাদ -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৯:৩২, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
এটার বিশেষত্ব হলো এইখানে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার ইউনিয়ন/থানা/পৌরসভা/সিটি করপোরেশনের তালিকার প্রশাসনিক বিন্যাস রয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৯:৩৪, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)
ভাই [[৫]] ঠিক আছে কি? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৯:৪৪, ২২ আগস্ট ২০২১ (ইউটিসি)

ইমরান শরীফ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

ইমরান শরীফ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ইমরান শরীফ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:৩১, ২৩ আগস্ট ২০২১ (ইউটিসি)

যান্ত্রিক অনুবাদ

শুভেচ্ছা নিন। আমি দেখতে পাচ্ছি আপনি বিশেষ:বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করছেন। লক্ষ্য করুন, বিষয়বস্তু অনুবাদ যে স্বয়ংক্রিয় অনুবাদ দেয় তা গুগল থেকে আসে ও ঐ অনুবাদের কিছু লাইন সঠিক হলেও বেশির ভাগ লাইন যান্ত্রিক থাকে। দুনিয়ায় এখন পর্যন্ত কোন যন্ত্র তৈরি হয়নি যা ১০০% সঠিক বাংলা অনুবাদ দেয়। তাই বিষয়বস্তু অনুবাদ প্রদত্ত স্বয়ংক্রিয় অনুবাদের উপর সম্পূর্ণ নির্ভর করবেন না। অনুবাদের প্রতিটি লাইন পড়ুন, বাক্যগঠন ঠিক আছে কিনা দেখুন। যান্ত্রিক অনুবাদ সংশোধন করুন, ঘষামাঝা করুন, ইংরেজি বাক্য বুঝে বাংলা বাক্য গঠন করুন।

আপনাকে এই কথাগুলি বললাম কারণ আপনি বিশেষ:বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করে যে অনুবাদ প্রকাশ করছেন, তা যান্ত্রিক হচ্ছে। যেমন: গ্রেট মঙ্গোল শাহনাম নিবন্ধে লিখেছেন " গ্রেট মোঙ্গল Shahnameh, এছাড়াও Demotte Shahnameh বা গ্রেট Ilkhanid শাহনামার নামে পরিচিত, একজন ইলাস্ট্রেটেড পাণ্ডুলিপি হয় Shahnameh, জাতীয় মহাকাব্য এর বৃহত্তর ইরান । " নিবন্ধটির আরও বাক্যে সমস্যা আছে, আমি আর সেগুলি উল্লেখ করে আলোচনার আকার বড় করলাম না।

দয়া করে অনুবাদে লক্ষ্য রাখুন। অনুবাদ যেন বোধগম্য হয়। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:১৯, ২৩ আগস্ট ২০২১ (ইউটিসি)

ভাই, ল্যাপটপ হ্যাঙ হয়ে গেছ। লেখি একটা হয় আর একটা, ঠিক করতে পারিনি। মো. মাহমুদুল আলম (আলাপ) ২১:৩৪, ২৩ আগস্ট ২০২১ (ইউটিসি)
দয়া করে সংশোধন করা অব্যাহত রাখুন। একটার কাজ শেষ না করে নতুন নিবন্ধ ধরা না উচিত। নিবন্ধটিতে এখনো যান্ত্রিক লেখা আছে। যেমন: ফাঁকা মার্জিন বাদে পৃষ্ঠাগুলি ৪১ ২৯ সেমি দ্বারা লিখিত। এগুলির বেশিরভাগ পৃষ্ঠায় সম্পূর্ণ প্রস্থ গ্রহণ করেছে এবং এর মধ্যে বিভিন্ন উচ্চতায় স্থাপন করা হযয়েছে। আপনি পুরোটা পড়ে দেখুন, তাহলে বুঝবেন। নিবন্ধে বাক্য গঠনও ঠিক নেই। বাক্যের গঠন বাংলা অনুসারে না হয়ে ইংরেজি ব্যাকরণ অনুসারে গঠিত হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৩, ২৪ আগস্ট ২০২১ (ইউটিসি)

ঠিক বলেছেন ভাই। ঠিক করে দেব, ইনশাআল্লাহ। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৮:৫৯, ২৪ আগস্ট ২০২১ (ইউটিসি)

উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না

সুপ্রিয় মো. মাহমুদুল আলম,

আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন

এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন

সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।

নির্বাচন সম্পর্কে আরও জানুনMediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)

ভাই ভোট দিয়েছি। এই মেসেজটা আসে কেন? [[৬]] এটা কি আমার ভোট সম্পন্ন হওয়ার মেসেজ, না অন্যকিছু? জানতে চাই। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০৯:২২, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
আপনি এখানে কি লেখা দেখতে পাচ্ছেন? ভোট দেওয়ার জন্য ধন্যবাদ  শাকিল (আলাপ · অবদান) ০৯:২৬, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)

ভেক্টর রোগ / রোগের বাহক

সুধী, আপনি Disease vector কে ভেক্টর রোগ শিরোনামে অনুবাদ করেছেন, যা নিঃসন্দেহে ভুল। আমি সেটিকে “রোগের বাহক” শিরোনামে স্থানান্তর করেছি। এবারে আপনি সেটিকে সংশোধন করে ঠিক করুন। সেই সাথে আপনার প্রতি একটি অনুরোধ করবো, যেই বিষয়ে ধারণা একেবারেই নেই, সেই বিষয়ে লিখতে যাবেন না। এটি একইসাথে হাস্যকর এবং মারাত্মক ভুল। এর দায় পুরো সম্প্রদায়ের ওপর বর্তায়। আর উইকিপিডিয়ার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। — Meghmollar2017আলাপ১২:১৬, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)

ধন্যবাদ -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৪:৪৪, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)

রাসেল ইসলাম নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

রাসেল ইসলাম নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রাসেল ইসলাম পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৭:২৬, ৩০ আগস্ট ২০২১ (ইউটিসি)

মাসুদ রানা, ফুটবলার নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

মাসুদ রানা, ফুটবলার নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাসুদ রানা, ফুটবলার পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৮:০৩, ৩০ আগস্ট ২০২১ (ইউটিসি)

আশিকুর রহমান জুবায়ের নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

আশিকুর রহমান জুবায়ের নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আশিকুর রহমান জুবায়ের পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৮:১৪, ৩০ আগস্ট ২০২১ (ইউটিসি)

রবি কুমার (অরিগ্যামিয়ার ) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

রবি কুমার (অরিগ্যামিয়ার ) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/রবি কুমার (অরিগ্যামিয়ার ) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৮:১৮, ৩০ আগস্ট ২০২১ (ইউটিসি)

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১

প্রিয় মো. মাহমুদুল আলম,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

আন-নিসা, ৩৪ দ্রুত অপসারণ

 

আন-নিসা, ৩৪ নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

মৌলিক গবেষণা

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। –ধর্মমন্ত্রী (আলাপ) ১৮:৫২, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

একটু বুঝায়ে দেন। আমি তো প্রতিযোগিতার জন্য নিবন্ধটা লিখেছি। হয়ত হুবহু হয়নি। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ২০:৪২, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
আয়াতের নিরেট ব্যাখ্যা অনুচ্ছেদটি আমি মুছে দিয়েছি। কারণ, এটি অন্য একটি সাইট থেকে কপি করেছেন। প্রমাণ। কপিরাইট লঙ্ঘনের বিষয়টি উইকিপিডিয়ায় গুরুতর হিসেবে দেখা হয়। দয়া করে এমনটি আর করবেন না। আর নিবন্ধ হুবুহু হওয়ার প্রয়োজন নেই। উইকিপিডিয়ার রচনাশৈলী অনুসারে হলেই নিবন্ধ গ্রহণ করা হবে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২২:৩১, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১/রমা ইয়াদ

সুপ্রিয়, উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা উপলক্ষে আপনার জমা দেওয়া রমা ইয়াদ নিবন্ধটি গ্রহণ করা হয়েছে। তবে একজন পর্যালোচক বাক্যগঠনে আপনাকে আরেকটু সর্তক থাকতে অনুরোধ করেছেন, ধন্যবাদ। Aishik Rehman (আলাপ) ০৪:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

ধন্যবাদ -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০৮:২৪, ৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১, সুহির হাম্মাদ

@Aishik Rehman (আলাপ), সুহির হাম্মাদ নিবন্ধটি আরবি উইকিপিডিয়া ও ইংরেজি উইকিডিয়া থেকে সমন্নয় করে লেখা হয়েছে। ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদটি প্রকাশ করতে সমস্যা হওয়া আরবি উইকিপিডিয়া থেকে প্রকাশ করেছি এবং উৎস সম্পাদনার মাধ্যমে ইংরেজি উইকিপিডিয়া থেকে কপি করে বসায়ে দিয়ে প্রকাশ করেছি। এতে কি কোন সমস্যা হবে? অথবা কোন নিবন্ধ ৩০০ শব্দের কম হলে, তা কি অন্য উইকিপিডিয়া থেকে অনুবাদ করে তা সংযুক্ত করে প্রকাশ করা যাবে। জানালে ভালো হবে। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০৮:৫৩, ৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

@মো. মাহমুদুল আলম: কোনো সমস্যা নেই। আপনি যে কোনো ভাষা বা একাধিক ভাষা থেকে অনুবাদ করে নিবন্ধ সম্প্রসারণ করতে পারেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৯:০১, ৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
ধন্যবাদ -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১০:২৩, ৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

আবদুস সালাম (মুফতি) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য আবদুস সালাম (মুফতি) নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণ প্রস্তাবনার স১২ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ পাতাটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই পাতাটি সম্ভবত https://www.kalerkantho.com/online/muslim-world/2021/09/08/1071606 থেকে সরাসরি অনুলিপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; তবে আবদুস সালাম (মুফতি) নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহিঃস্ত কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহিঃস্ত ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান, তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন এখানে জিজ্ঞেস করুন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৭:৩১, ৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

@মো. মাহমুদুল আলম মাহমুদুল ভাই, নিবন্ধটি উল্লেখযোগ্য, কিন্তু কপিরাইট সমস্যার কারণে এটা দ্রুত অপসারণ করতে হবে। কপিরাইট নিয়ম না মানলে উইকি থেকে বাধা প্রদানও করা হয়, সতর্ক থাকবেন। @Owais Al Qarni ভাই, নিবন্ধটি উন্নত করতে সহযোগিতা করতে পারেন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৭:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
@Prodipto Deloar সংশোধন করেছি, তবে জীবনী আরও থাকতে পারে, তা পরে যুক্ত করা হবে। ইনশাআল্লাহ। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ০৮:৩৪, ৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
@মো. মাহমুদুল আলম এখনো ৫৬% রয়েছে। এই লিঙ্কে দেখুন। আমি কিছুটা সংশোধন করার চেষ্টা করছি। দয়া করে কপি করবেন না। আর নিবন্ধে প্রচুর অপ্রয়োজনীয় লাল লিঙ্ক রয়েছে, ও সন্মানসূচক শব্দ রয়েছে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৮:৪৭, ৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

অনুবাদ সরাঞ্জামের মাধ্যমে নিবন্ধ সৃষ্টিতে বানান

প্রিয়, মাহমুদুল আলম অনুবাদ সরাঞ্জামের মাধ্যমে আপনি বেশ কিছু নিবন্ধ তৈরি করে চলছেন দেখে ভালো লাগছে। আশা করি প্রিয় বাংলা উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা অব্যাহত থাকবে। বিনয়ের সাথে আপনাকে এ বার্তাটি দেয়ার উদ্দে্যে হলো, আপনার তৈরি দিনারা আলিভাফরগ আজারাখাশি দুটি নিবন্ধ পুনর্নির্দেশ করেছি। যা আপনি অনুবাদ সরাঞ্জাম থেকে দুই বারে দু-রকম বানানে প্রকাশ করেছিলেন। আমার ধারণা আপনি হয়তো ভেবেছিলেন অনুবাদ সরাঞ্জাম থেকে একবার ভুল বানানে প্রকাশ হয়ে গেলে সঠিক বানানে নিবন্ধটি দ্বিতীয়বার প্রকাশের ফলে আগের ভুল বানানে তৈরি হওয়া নিবন্ধ সংশোধন হয়ে স্থানান্তর হয়ে গেছে। কিন্তু তা হয়নি বা সাধারণত হয়ে থাকে না। যার ফলে একই বিষয়/ব্যক্তির দুটি পৃথক নিবন্ধ তৈরি হয়ে গিয়েছিল। তাই আশা করি অনুবাদ সরাঞ্জাম থেকে প্রধান নামস্থানে নিবন্ধ সৃষ্টি পূর্বে সঠিক বানান যতোটা সম্ভব নিশ্চিত হয়ে ‘প্রকাশ করুন’ বাটনে ক্লিক করবেন। তবে এ ধরনের ভুল প্রথম দিকে আমারও হয়েছিল। তাই আশা করি এ বার্তায় আপনার অব্যাহত সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। আপনার জন্যে সর্বদা শুভকামনা। --দেলোয়ার () • ১৯:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

ধন্যবাদ মো. মাহমুদুল আলম (আলাপ) ০১:১৯, ২০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

@DelwarHossain আমার আলাপ পাতা থেকে আমার ছবিটা কে সরায়ে দিল, কেন সরায়ে দিল জানা যাবে কি? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১১:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
"মো. মাহমুদুল আলম/সংগ্রহশালা ২"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।