বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

মানিকল লাল রায় (মানিক স্যার) সম্পাদনা

মানিক লাল রায় (মানিক স্যার)
 
মানিক লাল রায়
জন্ম(১৯৪৯-১২-২৮)২৮ ডিসেম্বর ১৯৪৯[১]
মৃত্যু২৬ জুলাই ২০১৯(2019-07-26) (বয়স ৬৯)
জাতীয়তাবাংলাদেশি, বাঙালি
নাগরিকত্ব
শিক্ষাবিএ, সুনামগঞ্জ সরকারি কলেজ[২]
পেশারাজনীতিবিদ, শিক্ষক
রাজনৈতিক দলজাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি
ট্রেড ইউনিয়ন সংঘ

মানিক লাল রায় (মানিক স্যার) (ডিসেম্বর ২৮, ১৯৪৯জুলাই ২৬, ২০১৯) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, শিক্ষক এবং মুক্তিযোদ্ধা। তিনি ভাসান পানি আন্দোলনের সফল নেতা। তাঁর দ্বারাই সুনামগঞ্জ শহরে স্মরণকালের বৃহত্তর কৃষক সমাবেশ হয়েছিল।[২] [৩] [৪]গাণ্ডীব জ্ঞানাঙ্কুর (আলাপ) ০৭:২১, ২ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় স্থান দেওয়ার আবেদন। গাণ্ডীব জ্ঞানাঙ্কুর (আলাপ) ০২:২৬, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় স্থান দেওয়ার আবেদন। গাণ্ডীব জ্ঞানাঙ্কুর (আলাপ) ০২:২৬, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মানিক লাল রায় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

মানিক লাল রায় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মানিক লাল রায় (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ০৩:৫৫, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উপযুক্ত তথ্য প্রমাণসহ জাতীয় দৈনিক প্রথম আলো সহ আঞ্চলিক ও বিভাগীয় নিউজপেপার এর সূত্র দেওয়ার পরেও কীভাবে এই নিবন্ধ অপসারণ করা যায়? মানিক স্যার সুনামগঞ্জের গণমুখী ও গণশিক্ষার পথিকৃৎ, ভাসানপানি আন্দোলনের একজন সফল নেতা। পুরো জেলা ব্যাপী যাঁর খ্যাতি। একজন ত্যাগী নেতার নিবন্ধ অপসারণ করার আগে গুগলে তাঁর সম্পর্কে নিউজগুলো থেকে কিছুটা হলেও জানতে পারবেন। পাতাটি পুনঃরায় প্রকাশ করার অনুরোধ রইল। ধন্যবাদ। গাণ্ডীব জ্ঞানাঙ্কুর (আলাপ) ০৯:২১, ৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

  1. "বিদায় 'বিদ্রোহী ভৃগু'" 
  2. "মানিক স্যার'র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন"দৈনিক সুনামগঞ্জের খবর। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯ 
  3. "কৃষক নেতা মানিক লাল রায় আর বেঁচে নেই" 
  4. "বিপ্লবী বামপন্থী মানিকদা"