বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৬:৩৫, ৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অবিশ্বকোষী নিবন্ধ সম্পাদনা

সুধী, উইকিপিডিয়ায় অবদান রাখঅর জন্য ধন্যবাদ। তবে, আপনার তৈরি বেশ কিছু নিবন্ধ একেবারেই ছোট এবং অধিকাংশ অবিশ্বকোষীয় এবং এ প্রকল্পের জন্য প্রযোজ্য নয়। তাই কয়েকটি অপসারণ করা হয়েছে/হবে। দয়া করে, উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয় পাতাটি পড়ুন। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০৫, ১০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  বিশেষ পদক
আপনি উইকিপিডিয়াতে একদমই নতুন হলেও অতি দ্রুত (২২-৩) টি নিবন্ধ তৈরি করে ফেলেছেন। আর আপনার মূল আগ্রহের বিষয় ইসলাম; যা আমাকে মুগ্ধ করেছে। তাই আপনার অবদানের প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে দিচ্ছি এই বিশেষ পদক। ____সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৮:১২, ১৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মাওলানা মাহমুদুল হাসান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

মাওলানা মাহমুদুল হাসান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাওলানা মাহমুদুল হাসান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:১৩, ২২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@আবুবকর আলী আশরাফ:, নিবন্ধ অপসারণ প্রস্তাবনায় নেয়া মানেই নিবন্ধ মুছে ফেলা নয়। আর দয়া করে আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ধন্যবাদ। --মেরাজ (আলাপ) ১৭:৪২, ৩০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন


অনলাইন এডিটাথন রমজান সম্পাদনা

 

সুপ্রিয় আবুবকর আলী আশরাফ,
শুভেচ্ছা নিবেন, এই রমজান মাসে বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের জন্য উইকিপিডিয়া অনলাইন এডিটাথন রমজান-এর আয়োজন করা হয়েছে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদ। ‍‍‍‍~SHEKH (বার্তা) ১২:১৯, ৯ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আমন্ত্রন সম্পাদনা

@আবুবকর আলী আশরাফ:

 

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

--মহামতি মাসুম (আলাপ) ০৭:১১, ১২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র প্রসঙ্গে সম্পাদনা

সুধী, শুভেচ্ছা নেবেন। সম্প্রতি খেয়াল করলাম কিছু ক্ষেত্রে তথ্যসূত্র যুক্ত করতে গিয়ে আপনি কালোতালিকা ছাঁকুনির বাঁধার সম্মুখীন হয়েছেন। আসলে উইকিপিডিয়াতে যে কোন ওয়েবসাইট বা লিংক (উদা: ব্লগ সাইট, ফোরাম, সামাজিক যোগাযোগ ইত্যাদি) তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যায় না, যে তথ্যসূত্র ব্যবহার করা হয় তাদেরকেও মানসম্পন্ন হতে হয় এবং সেগুলো নির্ভরযোগ্য উৎস হতে হয়। আপনাকে আমি উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস এবং উইকিপিডিয়া:অনির্ভরযোগ্য উৎসসমূহের তালিকা পাতা দুটি পড়তে অনুরোধ করবো। তাহলে আপনি উৎসসমূহের নির্ভরযোগ্যতার ব্যাপারে একটি ধারণা পাবেন। এছাড়া, সময় পেলে ইংরেজি en:Wikipedia:Reliable sources পাতাটিও পড়তে পারেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৩, ১৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ইসলামী শিল্পকলা জাদুঘর, গজনী সম্পাদনা

আপনি উক্ত প্রবন্ধটি তৈরি করেছেন। যেটিতে ভালো কিছু তথ্য আছে। কিন্তু উক্ত প্রবন্ধটিতে উইকিপিডিয়ার রচনা শৈলী অনুযায়ী আরও কিছু তথ্য যোগ করা প্রয়োজন। ধন্যবাদ Md Tanbir Islam (আলাপ) ১৭:৩৬, ১৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:আবুবকর আলী আশরাফ/আন-নুর গ্রেট মসজিদ পেকানবারু সম্পাদনা

সুধী, বাংলা উইকিপিডিয়াতে স্বাগতম। আপনার তৈরি নিবন্ধটি প্রধান নামস্থান থেকে আপনার ব্যবহারকারী উপপাতায় স্থানান্তর করা হয়েছে কারণ নিবন্ধটি রচনাশৈলী নির্দেশনা অনেুসরণ করেনি। ইংরেজি উইকিপিডিয়া থেকে যদি অনুবাদ করে থাকেন সেক্ষেত্রেও অনুবাদ যান্ত্রিক বা আড়ষ্ট হওয়া যাবে না। নিবন্ধে বাক্য গঠনে সমস্যা রয়েছে। আপনি আপনার উপপাতায় নিবন্ধটিকে আরো সমৃদ্ধ ও বিশ্বকোষীয় করতে কাজ করতে পারেন। যখন আপনার কাজ শেষ হবে তখন পরামর্শের জন্য এখানে অথবা আমার বা যে কোন অভিজ্ঞ অবদানকারীর আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করে সে অনুসারে এটি পুনরায় প্রধান নামস্থানে স্থানান্তর করা যেতে পারে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪৬, ২৪ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন সম্পাদনা

হ্যালো আবুবকর আলী আশরাফ: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org

(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)

Samuel (WMF) (আলাপ) ০০:২১, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মুহাম্মদ হেমায়েত উদ্দিন দ্রুত অপসারণ সম্পাদনা

 

মুহাম্মদ হেমায়েত উদ্দিন নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

WP:GNG, WP:হুজুর, WP:BIO কোনো মানদণ্ডেই উল্লেখযোগ্য নয়। আলোচনা ছাড়াই দ্রুত অপসারণ যোগ্য।

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। —ইয়াহিয়াআলাপ১৭:১০, ৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনাদের কাছে যদি মনেহয় উনি উল্লেখযোগ্য ব্যাক্তি নয়, তাহলে অপসারণ করতে পারেন। এতে আমার আপত্তি থাকবে না। উনি বাংলাদেশের উল্লেখযোগ্য একজন ব্যক্তি। বহু সফল গ্রন্থের রচয়িতা। তার তথ্য উইকিতে থাকা প্রয়োজন মনে করি। লেখাটা কঠিন, মুছে ফেলা সহজ। আবুবকর আলী আশরাফ (আলাপ) ০২:০০, ৫ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক সম্পাদনা

  ইসলামী পদক
উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। উইকিপিডিয়াকে অবদানের মাধ্যমে সমৃদ্ধকরণে আপনার অগ্রযাত্রা শুভ হোক। শুভেচ্ছা অবিরাম। মুহাঃ সাফী মাহফূজ (বলুন) ০৮:১৩, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবুবকর আলী আশরাফ (আলাপ) ০৮:২৪, ১৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জাযাকাল্লাহ খায়রান আবুবকর আলী আশরাফ (আলাপ) ১৭:১৬, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় আবুবকর আলী আশরাফ,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় আবুবকর আলী আশরাফ,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আগস্ট ২০২২ সম্পাদনা

  উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। সম্ভবত এটা আপনার ইচ্ছাকৃত ছিল না, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা মুহিব খান থেকে তথ্য মুছে ফেলেছে। লেখা মোছার সময়, অনুগ্রহ করে সম্পাদনা সারাংশ অংশে কারণ উল্লেখ করুন এবং বিতর্ক উদ্রেক করতে পারে এমন সম্পাদনা সম্পর্কে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করুন। এটা যদি কোনো ভুল হয়ে থাকে, দুশ্চিন্তিত হবেন না; লেখা উদ্ধার করা হয়েছে, যেমনটা আপনি দেখতে পাবেন পাতার ইতিহাসে। এই বিশ্বকোষে কিভাবে অবদান রাখতে পারেন, এ বিষয়ে স্বাগত পাতাটি দেখুন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১১:৩৬, ১৭ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন সম্পাদনা

 
সুপ্রিয় আবুবকর আলী আশরাফ, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৭:১৩, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন