Visit my youtube channel [১]


72)px


এই ব্যবহারকারী একজন বাংলাদেশী
রওনক শাহরিয়ার রুহান
Ruhan
— উইকিপিডিয়ান —
নামআ আ ম রওনক শাহরিয়ার রুহান
জন্ম১০ই নভেম্বর
বিরামপুর, দিনাজপুর জেলা
জাতীয়তাবাংলাদেশী
দেশ বাংলাদেশ
বর্তমান অবস্থানমতিঝিল, ঢাকা
ভাষাবাংলা, ইংরেজিহিন্দি
সময় অঞ্চলutc +৬
বর্তমান সময়ইউটিসি+৬:০০ এর জন্য বর্তমান সময় হল ১৩:৫৫
জাতিসত্তাবাঙালি
জাতিবাঙালি
রক্তের ধরনA (+ve)
পরিবার এবং বন্ধু-বান্ধব
বৈবাহিক অবস্থাঅবিবাহিত
সহোদরনেই
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশাশিক্ষার্থী
শিক্ষাউচ্চ মাধ্যমিক
প্রাথমিক বিদ্যালয়
  • বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর
  • কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর, দিনাজপুর
উচ্চ বিদ্যালয়আদর্শ হাইস্কুল, বিরামপুর
কলেজনটর ডেম কলেজ, ঢাকা
বিশ্ববিদ্যালয়বুয়েট
শখ, পছন্দ এবং বিশ্বাস
শখউইকিপিডিয়ায় সম্পাদনা করা
ধর্মইসলাম
রাজনীতিনির্দলীয়
চলচ্চিত্রInterstellar
অনুষ্ঠানমীরাক্কেল
বইA Brief History of Time
আগ্রহ
যোগাযোগের তথ্য
ফেসবুক[www.facbook.com/Rownak.Shahriar.Ruhan.12001009]
ইউটিউবHans' Legacy
Ruhan উপপাতাসমূহ
অ্যাকাউন্ট পরিসংখ্যান
যোগদান২০১৮
প্রথম সম্পাদনা২০১৫ (RUHAN EE থেকে)
নিরীক্ষক৩০ জুলাই, ২০১৯ থেকে বর্তমান
রোলব্যাকার২১ আগষ্ট, ২০১৯ থেকে বর্তমান
ফাইল স্থানান্তরকারী১৫ ডিসেম্বর, ২০১৯ থেকে বর্তমান
সম্পাদনা সংখ্যা১০,০০০+
অনুমতিহ্যাঁ
স্বাক্ষরWiki Ruhan

সতর্কীকরণ: প্রদর্শন শিরোনাম "user:Wiki Ruhan" আগের প্রদর্শন শিরোনাম "<span style="color:Black; font-family:Times New Roman"><span style="display:none">User:</span><b>Wiki Ruhan</b></span>" কে প্রতিস্থাপিত করবে।

ব্যবহারকারী বাক্স

Hello wikipedia

অঙ্গীকারমিটাব আলোর নিচের অন্ধকার এ আমার অঙ্গীকার
অন্যান্য আইডিRUHAN EE

বিস্তারিত

আমার পূর্ণাঙ্গ নাম আ. আ. ম. রওনক শাহরিয়ার রুহান। তবে রুহান নামেই সবার কাছে পরিচিত। জাতীয়তা হিসাবে বাঙালি বাংলাদেশী, আর ধর্ম পরিচয় হিসাবে মুসলিমবাংলাদেশের উত্তরবঙ্গ জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলায় আমার শৈশব ও কৈশোর ও প্রারম্ভিক শিক্ষাজীবন কেটেছে। আজগার আলী পেশায় একজন কলেজ অধ্যাপক হলেও পারিবারিক জীবনে আমার বাবা এবং রেবেকা সুলতানা রুমি পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেও সৌভাগ্যজনকভাবে আমার মা। একক পরিবারে বড় হলেও দাদা-নানার বংশপেশা শিক্ষকতা ও শিক্ষার প্রবাহচেতনাকে ধারণ করে আসছি বাল্যকাল থেকেই। মায়ের চাকরিসূত্রতা ধরে বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (নবাবগঞ্জ, দিনাজপুর) থেকে পি.এস.সি, আদর্শ হাইস্কুল অ্যান্ড ভোকেশনাল ইন্সটিটিউট, বিরামপুর থেকে এস.এস.সি এবং ২০২০ সালে নটর ডেম কলেজ, ঢাকা থেকে এইচ.এস.সি সম্পন্ন করি। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটে) যন্ত্রপ্রকৌশল বিভাগে অধ্যয়নরত আছি।

আগ্রহ ক্ষেত্র

শৈশবের শখ ছিল বড় হয়ে আকাশে-মহাকাশে উড়ব পাইলট হয়ে। সেই শখ বদলে পরে অ্যাস্ট্রোনমি, আরও পরে ইঞ্জিনিয়ারিং এর দিকে ঘুরে যায়। বর্তমানে আগ্রহের ক্ষেত্র বলতে উইকিপিডিয়া, হিন্দু শাস্ত্র ও পুরাণ, বিশ্বধর্ম, বাংলা ভাষা, ধনুর্বিদ্যা, পুরাতন জিনিস সংগ্রহ এবং দৈনন্দিন জীবনের পদার্থবিজ্ঞান। মাঝে মাঝে শব্দবুননে ছন্দ, কবিতা, গল্প, মনের সারকথা লেখার চেষ্টা করি। কিন্ডারগার্ডেনে ক্লাসের ফাকে লেখাগুলো হত ছন্দ; এখন কবিতা হয় বোধ হয়। নতুন মানুষের সাথে কথা বলতে খুবই ভালো লাগে, মনে হয় প্রতিটি মানুষ একেকটা বই আর তাকে জানতে হবে। অন্যকে ফ্রিতে পরামর্শ দিতে খুবই ভালো লাগে। ট্রাভেলিংয়ে যথেষ্ট জীবনীশক্তি খরচ করার ইচ্ছা আমার, যদিও গন্তব্যের থেকে যাত্রাকাল বেশি ভালো লাগে।

উইকি রুহান ও বাংলা উইকিপিডিয়া

উইকিপিডিয়ায় সম্পাদনা করা যায় প্রথম আবিষ্কার করি হাইস্কুলে উঠে খুব সম্ভবত ২০১৬ সালের শুরুর দিকে। তখন মূলত উইকিমিডিয়া কমন্সের সাথেই বেশি পরিচয় ছিল। কমন্সে নাসার ফ্রি লাইসেন্সড ভিডিও আর ছবিগুলো বারবার দেখতাম। ২০১৬ আগষ্ট মাসে RUHAN EE নামে একটি অ্যাকাউন্টও খুলে ফেলি। তখন ৫০-৬০টি সম্পাদনাও বোধ হয় করেছিলাম। তখন বিশ্বকোষে নিজের উপজেলার পাতায় তথ্য যোগ করতে পারছি দেখেই আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। কিছু মাস পর উইকিপিডিয়া বইয়ের তলায় চাপা পড়ে গেল। নটর ডেমে ভর্তির পর ২০১৮ সালের মাঝের দিকে উইকিপিডিয়ায় সম্পাদনা আর নিবন্ধ বানানোর ইচ্ছা আবার পেয়ে বসল। কিন্তু আমার পাসওয়ার্ড ভুলো মন আমাকে বাধ্য করাল নতুন অ্যাকাউন্ট খোলাতে। নাম দিলাম উইকি রুহান। উইকিপিডিয়ায় কাজ করে যে রুহান! সমাসের চৌদ্দ পুরুষের উদ্ধার করার জন্য দুঃখিত! ক্ষুদ্র এই উইকি জীবনে স্মরণীয় কিছু দিন হল- ২০১৯ সালে ৩০ জুনে স্বয়ংক্রিয় পরীক্ষক, ৩০ জুলাইয়ে নিরীক্ষক, ২১ আগষ্টে রোলব্যাকার, ১৫ ডিসেম্বরে ফাইল স্থানান্তরকারী হওয়া! ২০২০ সালের মে মাসে সম্পাদনা প্রবাহকে অবমুক্ত করার জন্য আইপি বাধা রহিতকরণ অধিকার ব্যবহার করতে হয়। উইকিমিডিয়ার অন্য সিস্টার প্রজেক্টের থেকে বাংলা উইকিপিডিয়াতেই বেশি সময় দিয়ে থাকি। ২৫৫টি নিবন্ধসহ পাতা তৈরির সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। সম্পাদনার সংখ্যাও দশ হাজারের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়! উইকিপিমিডিয়া মুভমেন্টের সাথে থাকায় সবচেয়ে বড় প্রাপ্তি। এ যাবত নিবন্ধ তৈরি প্রতিযোগিতা ২০১৯, এশীয় মাস ২০১৯, ব্যাঘ্র প্রকল্প ২.০ তে একাধারে অংশগ্রহনকারী ও বিচারকমণ্ডলীর একজন ছিলাম। এছাড়াও নটর ডেম কলেজে উইকিপিডিয়ার শেষ দুইটি কর্মশালা বাস্তবায়নে তৎপর ভূমিকা পালন করার চেষ্টা করেছি। নটর ডেম উইকি আলাপন ১.০ নিবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার আমার জন্য কিছুটা স্মরণীয়ই বটে। বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সবার মধ্যে এক অভূতপূর্ব আত্মার সংযোগ দেখে আমি প্রথম প্রথম বিস্মিত হয়ে গেছিলাম, আর এখন সেই পরমাত্মার সাথে নিজের আত্মার সংযোগ করতে পেরে নিজেই ধন্য। জ্ঞাতার্থে, আপনাদের বহুল পরিচিতি নকীব সরকার, রাফি, আদিব আমার বাস্তবজীবনের বন্ধু, তাদের সাথেও আমার প্রাণের সম্পর্ক।

ভাষা দক্ষতা

বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
en-4This user can contribute with a near-native level of English.
hi-4यह सदस्य हिन्दी भाषा मे प्रवीण हैं।
یہ کارکن اردو زبان اپنی مادری زبان کی طرح استعمال کرتا ہے ur-4
HTML-5This user is a professional HTML user.