ব্যবহারকারী:Nafis Fuad Ayon/খেলাঘর

নিকলী হাওর বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র

নিকলী হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওরনিকলী উপজেলা ছাড়াও এই হাওরের পরিধি পার্শ্ববর্তী মিঠামইন, অষ্টগ্রামইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত।[১] এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। বাংলাদেশের বড় হাওর গুলোর মধ্যে এটি অন্যতম। নিকলী হাওর বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান বলে বিবেচিত।[২]

অবস্থান ও যাতায়াত ব্যবস্থা সম্পাদনা

নিকলী হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় অবস্থিত। ঢাকা শহর থেকে এর দুরুত্ব প্রায় ১১০ কিলোমিটার, কিশোরগঞ্জ শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার।

পর্যটন সম্পাদনা

কিশোরগঞ্জের নিকলী হাওর ইতোমধ্যে পর্যটকদের মন কেড়ে নিয়েছে। বিশাল জলরাশির ওপর নীল আকাশের দিকে তাকিয়ে আনন্দে মেতে উঠেন সবাই| দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের নাচন, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মতো ছোট জলাবন ও হাওরের নানান স্বাদের মাছ। এসব অভিজ্ঞতা পাওয়া যায় নিকলীর অপরূপ হাওর ভ্রমণে।

পর্যটন স্পট সমূহ সম্পাদনা

নিকলী বেড়িবাঁধ সম্পাদনা

জীববৈচিত্র্য সম্পাদনা

গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ঘুরে আসুন নিকলী হাওর"সময় নিউজ। ২১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৬ মে ২০২১ 
  2. "নিকলী হাওর পর্যটকদের মন কেড়েছে"ইত্তেফাক। ১৭ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৬ মে ২০২১