ব্যবহারকারী:Hasan Linkon Mehedi/ফয়সাল আহমেদ

ফয়সাল আহমেদ
জন্ম(১৯৮৪-০১-২৬)২৬ জানুয়ারি ১৯৮৪
কিশোরগঞ্জ , কিশোরগঞ্জ
পেশা
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষা প্রতিষ্ঠান
ধরন
বিষয়ইতিহাস
উল্লেখযোগ্য রচনাবলিসৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি , বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ
উল্লেখযোগ্য পুরস্কারকালি ও কলম পুরষ্কার
দাম্পত্যসঙ্গীসুলতানা রাজিয়া শান্তা ()

ফয়সাল আহমেদ (২৬ জানুয়ারি ১৯৮৪–বর্তমান) একজন গল্পগ্রন্থ লেখক ও সাংবাদিক।

জীবনী সম্পাদনা

প্রারম্ভিক জীবন সম্পাদনা

জন্ম ও শৈশব সম্পাদনা

ফয়সাল আহমেদ ১৯৮৪ সালের ২৬ জানুয়ারি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহন করেন। তার পিতার নাম শাহাব উদ্দিন আহমেদ ও মাতার নাম মাছনা আহমেদ ।

শিক্ষাজীবন সম্পাদনা

ফয়সাল আহমেদের শিক্ষা জীবন শুরু হয় তার জন্মস্থান কিশোরগঞ্জেই। তিনি স্থানীয় গুরুদয়াল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রী অর্জন করেন।পরে ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

পেশা সম্পাদনা

ফয়সাল আহমেদ লিখালিখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় ও যুক্ত। নরসুন্দা ডটকম নামক একটি অনলাইন ম্যাগাজিন তিনি নিজেই সম্পাদনা করেন।এর পাশাপাশি তিনি নদী বিষয়ক অনলাইন পত্রিকা রিভার বাংলা ডটকম নামের আরেকটি পত্রিকাও সম্পাদনা করেন। যুগ্ন সম্পাদক (ঢাকা) হিসেবে কর্মরত আছেন কলকাতা থেকে প্রকাশিত বাংলা ছোটগল্পের পূর্ণাঙ্গ ত্রৈমাসিক ‘গল্পদেশ’ এ।

গ্রন্থ সম্পাদনা

তরুণ লেখক ফয়সাল আহমেদের প্রকাশিত বইয়ের সংখ্যা পাচটি। এর মধ্যে তিনটিই গল্পগ্রন্থ,বাকী দুইটি প্রবন্ধ। তার প্রথম গ্রন্থ 'স্বপ্ন ও কয়েকটি গ্রাম'।যা প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে। তার লিখিত গ্রন্থ গুলো হচ্ছে-

[৩]
গ্রন্থের নাম প্রকাশের সাল ধরন টীকা
স্বপ্ন ও একটি গ্রাম ২০১৩ গল্পগ্রন্থ
সেদিন বৃষ্টি ছিল ২০১৫ গল্পগ্রন্থ
চিরকুট ২০১৮ গল্পগ্রন্থ
সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি [১] ২০১৮ প্রবন্ধ বাঙালি জাতির ভাষা আন্দোলন,শিক্ষা আন্দলন,ছয় দফা,গণঅভুত্থান,সত্তরের নির্বাচন,একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সহ প্রতিটি লড়াই সংগ্রামের অগ্র সৈনিক সৈয়দ নজরুল ইসলাম
বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ [২] ২০২০ প্রবন্ধ

পুরষ্কার সম্পাদনা

প্রবন্ধ, গবেষণা ও নাটক ক্যাটাগরিতে ‘সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি’ (প্রকাশক : দ্যু প্রকাশন) গ্রন্থের জন্য ফয়সাল আহমেদ কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৯ পান। [৪]

তথ্যসূত্র সম্পাদনা