ফজলে রাব্বি (Fazle Rabbi)। জন্ম ১০ ফেব্রুয়ারি, ১৯৯২, লক্ষ্মীপুর। বাবা মো. রুহুল আমিন, মা সুফিয়া আক্তার। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে গণিতে অনার্স করেছেন। প্রকাশিত গ্রন্থ : ক। নেপোলিয়ন হিলের চিন্তা করুন এবং ধনী হোন। মূল নেপোলিয়ন হিল। অনুবাদ : ফজলে রাব্বি। (সেপ্টেম্বর ২০১৫)। সাফল্য প্রকাশনী, ঢাকা। খ। ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ। মূল : জন সি. ম্যাক্সওয়েল। অনুবাদ : ফজলে রাব্বি। (জুন ২০১৭)। সাফল্য প্রকাশনী, ঢাকা। গবেষণা : বর্তমানে বাংলাদেশের সফল উদ্যোক্তাদের উদ্যোগ ও সাফল্যের কারণ নিয়ে গবেষণা করছেন। একটি নির্দিষ্ট লক্ষ্য : আগামী ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণার বই প্রকাশ করা।

কাজগুলো সম্পাদনা

১। ব্যক্তিগত উন্নয়ন

২। দলবদ্ধ কার্যকারিতা

৩। আত্ম-সহায়তা

৪। আত্ম-অবগতি

৫। ইতিবাচক মানসিক ভঙ্গি

৬। “পশু বিদ্যালয়” একটি বিশ্ববিখ্যাত উপকথা।

৭। আব্রাহাম মাসলোর চাহিদার সোপান তত্ত্ব

৮। শেখানোর পিরামিড তত্ত্ব

৯। সোয়াট বিশ্লেষণ