আবু রেজা
— উইকিপিডিয়ান —
২০২০ সালে আমি
২০২০ সালে আমি
নামআবু রেজা
জন্ম৫ই নভেম্বর ১৯৯৮
নওগাঁ
জাতীয়তাবাংলাদেশী
দেশ বাংলাদেশ
বর্তমান অবস্থানইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ভাষাবাংলা, ইংরেজি, হিন্দি
সময় অঞ্চলঢাকা
বর্তমান সময়ইউটিসি+৬:০০ এর জন্য বর্তমান সময় হল ০৩:৪৫
উচ্চতা৫ ফুট ৭ ইঞ্চি
ওজন৭২ কেজি
চুলকালো
চোখকালো
হস্তপ্রাধান্যডানহাতি
রক্তের ধরনএ পজিটিভ
পরিবার এবং বন্ধু-বান্ধব
বৈবাহিক অবস্থাঅবিবাহিত
দাম্পত্য সঙ্গীনাই
প্রেমিকানাই
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশাশিক্ষার্থী
প্রাথমিক বিদ্যালয়গোবরচাঁপাহাট প্রাথমিক বিদ্যালয়
উচ্চ বিদ্যালয়রুকুনপুর আদর্শ দাখিল মাদ্রাসা
কলেজরাজশাহী সরকারি সিটি কলেজ
বিশ্ববিদ্যালয়ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
শখ, পছন্দ এবং বিশ্বাস
শখভ্রমণ করা
ধর্মইসলাম
চলচ্চিত্রথ্রি ইডিওটস, ফরেস্ট গাম্প, চার্লি, তারে জামিন পার
আগ্রহ
যোগাযোগের তথ্য
ওয়েবসাইটsites.google.com/view/abu-reza
ইমেইলreza.btge.iu@gmail.com
ফেসবুকReza.biotech.iu
লিঙ্কডইনAbu-reza
অ্যাকাউন্ট পরিসংখ্যান
যোগদান৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম সম্পাদনা৯ সেপ্টেম্বর ২০২২

আমি আবু রেজা, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও উইকিপিডিয়ান। বর্তমানে পড়াশুনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে। জীববিজ্ঞানের ছাত্র হওয়া সত্ত্বেও তথ্য ও প্রযুক্তির প্রতি প্রচন্ড ঝোঁক থেকেই উইকিপিডিয়াতে যুক্ত হয়েছি। বিভিন্ন ভুল তথ্য সংশোধন, সংযোজন ও পরিমার্জন করতে ভালো লাগে। আমি ইংরেজিবাংলা উভয় ভাষাতেই লেখালেখি করি।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আমি ১৯৯৮ সালের ৫ই নভেম্বর নওগাঁ জেলার বদলগাছী থানার রুকুনপুর গ্রামে আমার নানিবাড়িতে জন্মগ্রহণ করি। পিতার নাম আব্দুল মজিদ ও মাতার নাম নিহারীকা বানু। আমি ছাড়াও আমাদের ফ্যামিলিতে আমার আরো ৩ জন বড় বোন আছে।

শিক্ষাজীবন সম্পাদনা

আমার শিক্ষাজীবন শুরু হয় ২০০৩ সালে আমার গ্রামের প্রাইমারি স্কুলে। স্কুলের নাম ছিল পরশুরামপুর রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, তবে বর্তমানে এটি সরকারি হয়েছে। এখানে তৃতীয় শ্রেনী পর্যন্ত পড়ার পর ২০০৬ সালে বাজারের একটা সরকারি স্কুল, গোবরচাঁঁপাহাট সরকারি প্রথামিক বিদ্যালয়ে ভর্তি হই। তারপর মাধ্যমিকের জন্য ২০০৯ রুকুনপুর আদর্শ দাখিল মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। ২০১৫ সালে দাখিল পাশ করার পর রাজাশাহী সরকারি সিটি কলেজে ভর্তি হলাম। শুরু থেকেই বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, এজন্য ২০১৮ সালের ১২ জানুয়ারী ইসালামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি হয়েছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। ২০২৩ সালের ৩১ মে আনুষ্ঠানিকভাবে ৩.৯৭ সিজিপিএ নিয়ে আমি বি এস সি (সম্মান) শেষ হয়ে করি। বর্তমানে আমি ইবিতে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছি।

গবেষনা ও প্রকাশনা সম্পাদনা

গবেষণাধর্মী বিষয়ে ভর্তি হওয়ার সুবাদে পড়াশুনার পাশাপাশি টুকটাক গবেষণার কাজ করি। গবেষনার ক্ষেত্রে আমার অনুপ্রেরণা আমার বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবু হেনা মোস্তফা জামাল (হ্যাপী) স্যার। শুধু গবেষণার ক্ষেত্রেই নয়, আমার যাবতীয় সমস্যার কথা শোনা এবং সমাধান করার মত দায়িত্বশীল একজন মানুষ হ্যাপী স্যার। বলতে গেলে ইবিতে আসার পর আমার স্থানীয় অভিভাবকের দায়িত্ব পালন করছেন উনি।

স্যারের সাথে আমি মূলত বায়োইনফরমেটিক্সমাইক্রোবায়লজি নিয়ে কাজ করি। আমাদের একটি ল্যাব ও আছে "Medical and Environmental Biotechnology (MEBT)" নামে। স্যারের সাথে এখন পর্যন্ত আমার ২ টি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে।

  1. HTRA1 and HTRA2 expression differentially modulate the clinical prognosis of cancer: a multi-omics analysis using bioinformatics approaches
  2. Green synthesis of silver nanoparticles using Cinnamomum tamala (Tejpata) leaf and their potential application to control multidrug resistant Pseudomonas aeruginosa isolated from hospital drainage water

এছাড়াও কিছু প্রজেক্টের কাজ চলমান চয়েছে।

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

সম্মাননা ও পুরস্কারের ঝুলি ভর্তি না হলেও একেবারে খালি নয়। জুনিয়র দাখিল সার্টিফিকেট ও দাখিল পরীক্ষায় ভাল করার কারনে যথাক্রমে নবম শ্রেনিতে সাধারন, ও একাদশে মেধাবৃত্তি পেয়েছিলাম। ২০১৭ সালের ১৩ জানুয়ারিতে রাজশাহী কলেজে ৭ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমি বিভাগীয় পর্যায়ে ৬ষ্ঠ স্থান অধিকার করেছিলাম। তারপর একই বছরের ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়, যেখানে সারাদেশের ১৭১ জন মেধাবী অংশ গ্রহন করে। এই আসরে আমি জাতীয় পর্যায়ে ৯ম স্থান অধিকার করি। [১] বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর গত ৩ বছরে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছি, যার ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ৩ বার মেধাবৃত্তি পেয়েছি। ৩ সেপ্টেম্বর ২০২২ সালে American Society for Microbiology (ASM) ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যৌথ আয়োজনে ASM Microbiology Quiz - 2022 অনুষ্ঠিত হয়, এতে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি।[২]

উইকিপিডিয়াতে আমি সম্পাদনা

উইকিতে প্রথম যুক্ত হয়েছিলাম ২০১৬ সালে, কিন্তু না বুঝে ভুল তথ্য উপস্থাপন ও সম্পাদনার কারণে আমার ডিভাইস আইপি ব্লক হয়ে যায়। তারপরে ২০১৯ সালে আরেকটা আইডি খুলি, যেটা থেকে অসংখ্য ইংরেজি ও বাংলা আর্টিকেল সম্পাদনা করেছি। কিন্তু একটা সমস্যা কারনে সেই একাউন্টটি আর চালানো যাচ্ছে না, তাই ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর বর্তমান একাউন্টটি খোলা। উইকিতে আমার অবদান দেখতে ক্লিক করুন

ব্লগ সম্পাদনা

লেখালেখি করতে বরাবরই ভালো লাগে। এজন্য কয়েকটি ব্লগ পোস্ট লেখেছিলাম, তবে বর্তমানে তেম্ন সময় পাই না, তাই টুকটাক যা লেখি সব ফেসবুকেই। আমার লেখা কয়েকটি ব্লগ নিচে দিলাম।

  1. বুকে ব্যাথার কারণ
  2. স্মার্ট ফোনের স্মার্ট কিবোর্ড
  3. গায়েবী রুটি ও Kombucha

তথ্যসূত্র সম্পাদনা

  1. "7th Bangladesh Chemistry Olympiad ends at DU - Eduvista - observerbd.com"The Daily Observer। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৪ 
  2. "ইবিতে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৪