রেলওয়ে পদক
সুধী, এখন পর্যন্ত আপনার ১২৬টি নিবন্ধের ১২৫টি বাংলাদেশ রেলওয়ে স্টেশন ও রেলওয়ে পরিষেবা সংক্রান্ত। দেখে ভাল লাগছে। আপনি আপনার নিবন্ধে আরো তথ্যসূত্র যোগসহ বাংলাদেশের রেলওয়ে নিয়ে বাংলা উইকিপিডিয়াকে আরো সম্মৃদ্ধ করবেন। আশা করি এই পদক আপনাকে, আপনার বর্তমান ও ভবিষ্যতের নিবন্ধ গুলি আরো তথ্য সমৃদ্ধ ও বিশদ করে প্রণয়নের জন্য উৎসাহিত করবে। আপনার জন্য শুভ কামনা City of Zion (আলাপ) ০৬:১০, ৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
আসল উইকিপদক
সোহান, আপনি বাংলা উইকিপিডিয়াতে নতুন এসেও বাংলাদেশের রেল সম্পর্কিত অনেক নিবন্ধ তৈরি করেছেন। এ নিবন্ধগুলো পূর্বে উইকিপিডিয়াতে ছিলো না, অনুবাদ না করে নিবন্ধগুলো আপনি নিজে তথ্য সংকলন করে তৈরি করে যাচ্ছেন। আপনার কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাকে এই পদক দেওয়া হলো। আপনার জন্য শুভ কামনা। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
সম্পাদকের পদক
আপনি ইতোমধ্যে ৬০০+ নিবন্ধ তৈরি করেছেন, যার একটিও কিনা অপসারিত হয়নি! অসাধারণ অর্জন!! আপনার এই পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ আমার পক্ষ থেকে ছোট একটি পদক। আশা করি, বাংলা উইকিপিডিয়া আপনার হাত ধরে অনেকদূর এগিয়ে যাবে। শুভ কামনা। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৬:০৬, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
১০০০+ নিবন্ধের প্রণেতা
দেখতে দেখতে আপনি প্রায় ১০০০টির বেশি নিবন্ধ তৈরি করে ফেলেছেন। আমার কাছ থেকে আপনাকে এই ছোট্ট ১০০০+ নিবন্ধের প্রণেতা উইকিপদকটি দিলাম। আশা করি আপনি এভাবে আরো দ্রুত ২০০০ নিবন্ধের মাইলফলক স্পর্শ করবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৮, ২৬ মে ২০২২ (ইউটিসি)