Abu Hurayra Muhammad Ekram
Ibne Masud
জন্ম (2006-03-19) মার্চ ১৯, ২০০৬ (বয়স ১৮)
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামআকরাম (Akram)
নাগরিকত্ববাংলাদেশ
মাতৃশিক্ষায়তনভৈরব মধ্যেরচর রাউফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, পানিশ্বর মাদিনিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসা,
পেশা
  • Student
  • Child journalist
  • Web Developer
প্রতিষ্ঠানJanatar Barta bd24
পরিচিতির কারণJanatar Barta bd24 Managing Director
আদি নিবাসপানিশ্বর ইউনিয়ন,সরাইল থানা,ব্রাহ্মণবাড়িয়া,বাংলাদেশ
উচ্চতা৫ ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার)
উপাধিইবনে মাসুদ
পিতা-মাতা
  • মাওঃ মোহাম্মদ ইসারুহুল্লাহ আল মাসুদ (পিতা)
ওয়েবসাইটJanatar Barta bd24

আমি, মোহাম্মদ এ এইচ ইকরাম ইবনে মাসুদ, পানিশ্বর মাদিনিয়া গাউছিয়া দাখিল মাদ্রাসায় পড়াশোনা করছি । বর্তমানে জনপ্রিয় অনলাইন পত্রিকা "দৈনিক জনতার বার্তা" এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালণ করছি।। এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি। পাশাপাশি ওয়েব ও এ্যাপ ডেভলপার হওয়ার চেষ্টা করতেছি। অনেক আগে থেকেই পাঠক হিসেবে উইকিপিডিয়ার সাথে পরিচিতি। আর সক্রিয়ভাবে উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু করি জুলাই ২০২০ থেকে। বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরী, মানোন্নয়ন এবং সম্পাদনায় ভূমিকা রাখার চেষ্টা করি। পাশাপাশি বিভিন্ন ওয়ার্কশপ এবং সম্মেলনে পুরুষদের উইকিপিডিয়ায় অংশগ্রহন এবং অবদান রাখতে উদ্বুদ্ধ করার চেষ্টা করি।

এরও সাথে আমি শিশু সাংবাদিক। সত্য প্রকাশ করা আমার নেশা।