ব্যবহারকারী:এ বি হাকিম/মোশাররফ হোসেন খান

মোশাররফ হোসেন খান একজন বাংলাদেশী কবিআশির দশক থেকে তিনি কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, জীবনমুখী গদ্যসাহিত্যসহ শিশু-কিশোরদের সাহসী স্বপ্নবোনার নানা অনুসঙ্গ নিয়ে লেখালেখি করছেন।[১] তিনি সাহিত্য পত্রিকা-মাসিক ‘নতুন কলম’ ও মাসিক ‘নতুন কিশোরকণ্ঠ’-এর সম্পাদক। [২] [৩] [৪]

জন্মঃ সম্পাদনা

তিনি ১৯৫৭ সালের ২৪ আগস্ট যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ডা. এম এ ওয়াজেদ খান এবং বেগম কুলসুম ওয়াজেদ তাঁর গর্বিত বাবা-মা। [৫] [৬]

সাংসারিক জীবনঃ সম্পাদনা

বর্তমানে কবি স্ত্রী বেবী মোশাররফ, পুত্র নাহিদ জিবরান, কন্যা নাওশিন মুশতারী ও নাওরিন মুশতারীকে নিয়ে ঢাকায় বসবাস করছেন দীর্ঘদিন থেকে।

সাহিত্যাঙ্গনের মোশারফ হোসেন খানঃ সম্পাদনা

কবি আবদুল হাই শিকদার, মতিউর রহমান মল্লিক, গোলাম মোহাম্মদ,সোলায়মান আহসান, আসাদ বিন হাফিজ, হাসান আলীম, মুকুল চৌধুরী, বুলবুল সরওয়ার, চৌধুরী গোলাম মওলা প্রমুখের সমসাময়িককালের একজন কবি মোশারফ হোসেন খান। [৭]

কর্মজীবন সম্পাদনা

কবি মোশারফ হোসেন খান ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্রিকায় সাহিত্য সম্পাদনা দিয়ে সাহিত্যাঙ্গনে অবদান রাখেন।

  • সহকারী সাহিত্য সম্পাদক, নবীনের মাহফিলের পরিচালক, সাপ্তাহিক মুজাহিদ, যশোর [১৯৭৮-১৯৮৫],
  • সহকারী সম্পাদক, ১৯৮৫-ডিসেম্বর, দৈনিক স্ফুলিঙ্গ, যশোর,
  • ইন্সট্রাক্টর, বাংলা বিভাগ, বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট, যশোর [১৯৭৮-১৯৮৫],
  • দাবানল ও প্রস্তুতি সম্পাদনা, ১৯৮৪, যশোর,
  • সম্পাদক, মাসিক আল-ইত্তেহাদ, ঢাকা, ১৯৮৬,
  • সম্পাদক, মাসিক উম্মাহ ডাইজেস্ট, ঢাকা, ১৯৮৬-১৯৮৭,
  • সহকারী ব্যবস্থাপক, কর্পোরেট প্রিন্টিং এন্ড প্যাকেজিং লি: ১৯৮৭-১৯৯০,
  • সম্পাদক, সৃজন প্রকাশনী লিমিটেড, ঢাকা; ১৯৯১-১৯৯২,
  • ব্যবস্থাপক, মাসিক পৃথিবী ১৯৯২-২০০৪,
  • উপসম্পাদকীয় কলাম লেখা, [আবু জিবরান ছদ্মনামে], দৈনিক সংগ্রাম, ১৯৯৩-১৯৯৪,
  • পালাবদলের হাওয়ার সাহিত্য কলাম লেখা, [কায়েস মাহমুদ ছদ্মনামে], দৈনিক সংগ্রাম সাহিত্য বিভাগ; ১৯৯৩-২০০৩,
  • উপদেষ্টা সম্পাদক, মাসিক নতুন কিশোরকণ্ঠ ১৯৯০-২০০৮,
  • সম্পাদক, মাসিক নতুন কলম ২০০৫ থেকে,
  • সম্পাদক, মাসিক নতুন কিশোরকণ্ঠ ২০০৯ থেকে এখন পর্যন্ত।
  • উপদেষ্টা সম্পাদক, আবহ ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত।

কাব্য সাহিত্যঃ সম্পাদনা

কবি মোশাররফ হোসেন খানের অবস্থান জানাতে প্রথমেই নাড়া দিয়েছিল তাঁর কাব্যগ্রন্থ “হৃদয় দিয়ে আগুন”। ১৯৮৬ সালে প্রকাশিত এ কাব্যগ্রন্থটি তাঁকে কবিতার মাঠে দাঁড় করিয়ে দেয় সাহসের সাথে। অতঃপর ‘নেচে ওঠা সমুদ্র, আরাধ্য অরণ্যে, বিরল বাতাসের টানে’ কাব্যগ্রন্থগুলো তাঁকে ঝড়ের মাঝে শক্তমাঝির ভূমিকায় পরিচিত করে। তবে ১৯৯৫ সালে কবিতার মাঠে হৈচৈ ফেলে দেয় তাঁর কাব্যগ্রন্থ ‘পাথরে পারদ জ্বলে’। ‘ক্রীতদাসের চোখ’ ‘নতুনের কবিতা, ‘বৃষ্টি ছুঁয়েছে মনের মৃত্তিকা, ‘দাহন বেলায়, ‘কবিতাসমগ্র, ‘সবুজ পৃথিবীর কম্পন, পিতার পাঠশালা, স্বপ্নের সানুদেশ’ তাকে কাব্যভূবনে শক্তিশালী অবস্থানে অধিষ্ঠিত করে। [৮]

গদ্য সাহিত্যঃ সম্পাদনা

গদ্য সাহিত্যের ক্ষেত্রে তাঁকে খ্যাতির দুয়ারে পৌঁছে দিয়েছে তাঁর ‘সাহসী মানুষের গল্প’। বিশেষ করে তরুণ প্রজন্মের সৎসাহসের বীজ বুনে দিতে এ গ্রন্থের পাঁচটি খণ্ডই নিয়ামক ভূমিকা পালন করেছে। রহস্যের চাদর, অবাক সেনাপতি, দূর সাগরের ডাক, কিশোর কমান্ডার,ছড়ির তরবারি, কিশোর গল্প জীবন জাগার গল্প, সুবাসিত শীতল হাওয়া, আগুন নদীতে সাঁতার, অবাক করা আলোর পরশ, ছোটদের বিশ্বনবীসহ জীবনীগ্রন্থ ‘হাজী শরীয়তুল্লাহ, ‘সাইয়েদ নিসার আলী তিতুমীর, ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, ‘মুনশী মোহাম্মদ মেহেরউল্লাহ, ‘তিন নকীব, তাঁকে শিশু-কিশোর সাহিত্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে তুলেছে। [৯]

গল্প উপন্যাসঃ সম্পাদনা

গল্পগ্রন্থ ‘প্রচ্ছন্ন মানবী, ‘সময় ও সাম্পান, ডুবসাঁতার এবং কিশোর উপন্যাস ‘বিপ্লবের ঘোড়া, সাগর ভাঙার দিন, ঝিমায় যখন ঝিকরগাছা, কিশোর উপন্যাসসমগ্র, স্বপ্নের ঠিকানা এবং ‘বাঁকড়া বিলের বালি হাঁস’ তাঁকে কথাসাহিত্যের মাঠে চঞ্চলতার সাথে এগিয়ে নিয়ে কবি মোশাররফ হোসেন খান এখনও প্রবাহবান নদী। [১০]

তিনি যে বাংলা সাহিত্যের একজন অনিবার্য কবি এ কথা দৃঢ়তার সাথে বলাই যায়। ইতোমধ্যে ইংরেজি, আরবি, উর্দু, ফারসি, হিন্দি, গুজরাটি, অহমিয়া, এবং রুশ ভাষাসহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে তাঁর কবিতা-গল্প প্রকাশিত হচ্ছে। কবি মোশারফ হোসেন খান সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। [১১] [১২]

পুরস্কারঃ সম্পাদনা

ক) গোলাম মোহাম্মদ সম্মাননা-২০১৯[১৩]

খ) সিএনসি ফররুখ পুরস্কার-২০১৬[১৪]

গ) পরিচয় সাহিত্য পদক [১৫] [১৬]


তথ্যসূত্র সম্পাদনা

  1. কবি মোশাররফ হোসেন খানের ৫৪তম জন্মদিনে শুভেচ্ছা | সাপ্তাহিক সোনার বাংলা| সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  2. আল মাহমুদের মৃত্যতে কিশোরকন্ঠের শোক প্রকাশ| ঢাকা ভয়েস টুয়েন্টি ফর | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  3. কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে কবি আল মাহমুদ স্মরণ সভা| ঢাকা ভয়েস টুয়েন্টি ফর | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  4. কিশোরকন্ঠ সাহিত্য পুরস্কার পেলেন চার জন | দেশ জনতা | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  5. কবি মোশাররফ হোসেন খানের ৫৯তম জন্মদিনে শুভেচ্ছা দৈনিক সংগ্রাম | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  6. মোশারফ হোসেন খানের জন্মদিন | দৈনিক নয়া দিগন্ত | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  7. মোশারফ হোসেন খানের জন্মদিন | দৈনিক সংগ্রাম | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  8. কবি মোশাররফ হোসেন খান| দৈনিক সংগ্রাম | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  9. http://www.pathagar.com/writer/135 | Pathagar | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  10. কবি মোশাররফ হোসেন খানের ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা | Weekly Sonarbangla | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  11. সুন্দর সুস্থ ধারার সাহিত্য সংস্কৃতিকে বেগবান করতে হবে | Daily Inqilab | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  12. কবি-মতিউর-রহমান-মল্লিকের জন্মদিন | Euro Vision BD| সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  13. গোলাম মোহাম্মদ সম্মাননা | Time News Bd | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  14. সি এন সি ফররুখ পুরস্কার | সাপ্তাহিক সোনার বাংলা | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯
  15. রাজশাহীতে পরিচয় সাহিত্য পদক পেলেন কবি মোশাররফ হোসেন খান | Daily Banglar Kotha
  16. পরিচয় সাহিত্য পুরস্কার পেলেন মোশারফ হোসেন খান | দৈনিক সোনার দেশ | সংগ্রহের তারিখ ২৩/০৯/২০১৯