ব্যবহারকারী:ইমরোজ/খেলাঘর

সখীপুর পি. এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ সখিপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।

ইমরোজ/খেলাঘর
ঠিকানা
মহিলা কলেজ রোড, সখিপুর, টাঙ্গাইল

সখিপুর-১৯৫০

বাংলাদেশ
তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৪৯
প্রতিষ্ঠাতামরহুম শেখ হায়েত আলী সরকার
বিদ্যালয় বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাটাঙ্গাইল
বিদ্যালয় কোড4935
কলেজ কোড4162
ইআইআইএন114593
অধ্যক্ষকে.বি.মো. খলিলুর রহমান তাং
সহকারী প্রধান শিক্ষকমোঃ এমদাদুল হক মিয়া
ভাষাবাংলা
ওয়েবসাইটhttps://sakhipurpmsc.edu.bd/

১৯৪৯ সালের ৩ মে, বিদ্যালয়ের প্রধান প্রতিষ্ঠাতা ও জমিদাতা মরহুম শেখ হায়েত আলী সরকার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৬৯ সালে বিদ্যালয়টি তৎকালীন সরকার থেকে পাঠদানের অনুমতি ও স্কীকৃতিপ্রাপ্ত হয়। এরপর এমপিওভুক্ত থাকা অবস্থায় ২০১৮ সালের ১১ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিদ্যালয়টিকে জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করে।[১] এরই ধারবাহিকতায় ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি তারিখে ৩১ জন শিক্ষক[২] এবং ৯ জন কর্মচারীকে[৩] এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় এবং এমপিও বাতিল করণ, বদলি স্থগিতকরণের পাশাপাশি সরকারি বিধি-মোতাবেক বেতন-ভাতা চালু করা হয়েছে।

ইতিহাস সম্পাদনা

১৯৪৯ সালে বিদ্যালয়টি প্রথম সখীপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পাকিস্তান আমলে সারা পাকিস্তানের উল্লেখযোগ্য কয়েকটি স্কুলকে ব্রিটিশ শিক্ষা প্রকল্প "পাইলট প্রজেক্টের" আওতায় আনা হয়। এর মধ্যে "সখীপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়" ও ছিল। পাইলট প্রজেক্টের আওতায় সকল স্কুলের নামের সঙ্গে 'পাইলট' যুক্ত হয়। ২০০৯ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 'Transformation of Existing Non-Government Schools into Model Schools in Selected 310 Upazilla Head Quarters'[৪] শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ের নামের সাথে "মডেল" শব্দটি যুক্ত হয়।

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। বিদ্যালয়টি পূর্বে বালক বিশেষায়িত বিদ্যালয় থাকলেও ২০১৫ সাল থেকে সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে সাধারণ শিক্ষাধারায় এবং বাংলা ভাষায় পাঠদান পরিচালিত হয়। সিলেবাস অনুযায়ী স্কুলটিতে বছরে দুইটি পরীক্ষা নেওয়া হয়, অর্ধ-বার্ষিকী এবং বার্ষিকী।

উচ্চ মাধ্যমিক সম্পাদনা

সখীপুর পি. এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করা হয়। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ৫০টি করে এবং মানবিক শাখায় ১০০টিসহ মোট ২০০টি আসন রয়েছে এই শ্রেণিতে।

মাধ্যমিক সম্পাদনা

৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির পাশাপাশি অন্যান্য শ্রেণিতে পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ রয়েছে এই বিদ্যালয়টিতে। ৯ম-১০ম শ্রেণিতেও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে বিদ্যায়টিতে।

অবকাঠামো সম্পাদনা

বর্তমানে বিদ্যালয়টিতে একটি সুবিশাল চারতলা পাকা দালান পাঠদানের জন্য ব্যবহৃত হয় এবং একটি দুতলা ভবন বিদ্যালয়ের দাপ্তরিক কাজে ব্যবহৃত হচ্ছে।

শ্রেণিকক্ষ সম্পাদনা

পুরো ভবনজুড়ে প্রায় ১০ টি মাল্টিমিডিয়া সমৃদ্ধ শ্রেণিকক্ষের পাশাপাশি প্রায় অর্ধশতাধিক শ্রেণিকক্ষে পাঠদান করানো হয়।

ছাত্রাবাস সম্পাদনা

পূর্বে শিক্ষার্থীদের একটি বড় অংশ ছাত্রাবাসে অবস্থান করলেও বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় ছাত্রাবাসে শিক্ষার্থী ঘাটতি হওয়ার কারণে ছাত্রাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছে।

পাঠাগার সম্পাদনা

একাডেমিক ভবনেরই তিন তলার একটি কক্ষে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার। পাঠাগারটিতে রয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের অনেক বই এবং শিক্ষার্থীরা পরিচয় পত্র গ্রহণের মাধ্যমে এসব বই সংগ্রহ করে জ্ঞানসমৃদ্ধ হতে পারে। এর পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রের পরীক্ষায় অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কার অর্জন করতে পারে।

কম্পিউটার ল্যাব সম্পাদনা

পাঠাগারের পাশেই রয়েছে বিদ্যালয়ের একটি বিশাল কম্পিউটার ল্যাব। যেখানে রয়েছে প্রায় অর্ধশতাধিক কম্পিউটার।

ফলাফল সম্পাদনা

এস এস সি (Secondary School Certificate) সম্পাদনা

২০১৯-২০২৩
সাল পরীক্ষার্থীর সংখ্যা পাশের হার

(শতকরায়)

জিপিএ ৫.০০

প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা

২০২৩ ৩৫০ ৮৪.৮১ ৪৯
২০২২ ২৭৫ ৯৮.১৮ ৯৯
২০২১ ৩২৮ ৯৬.৬৪ ৭৮
২০২০ ২৭৮ ৯০.৫৮ ৩২
২০১৯ ৩৩৪ ৭৮.৯৮ ১২
২০১৮ ২৬৬ ৮৫.৬৬ ৩৫
২০১৭ ২১০ ৯৪.৭৬ ৫১

জে এস সি (Junior School Certificate) সম্পাদনা

সাল পরীক্ষার্থীর সংখ্যা পাশের হার

(শতকরায়)

জিপিএ ৫.০০

প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা

২০১৯ ২৮৪ ৯০.৪৬ ১৭
২০১৮ ২৯৯ ৯৮.৬৫ ১৫
২০১৭ ২৩৯ ১০০ ৮৭
২০১৬ ২২৬ ৯৯.৫৫ ৯৫
২০১৫ ২০৭ ৯৭.০৬ ৫০
২০১৪ ১৬১ ৯৬.২৭ ২৮
২০১৩ ১৩১ ৯৬.৮৫ ৩৩

পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমসমূহ সম্পাদনা

  1. স্কাউটিং ও গার্ল গাইডিং
  2. বিতর্ক প্রতিযোগিতা
  3. বিশ্বসাহিত্য কেন্দ্র

শিক্ষমণ্ডলী ও জনবল সম্পাদনা

মাধ্যমিক শাখায় মোট ১৬ জন শিক্ষক ও কর্মচারীর মধ্যে ১৫ জন কর্মরত আছেন।[২]

মাধ্যমিক শাখা
ক্রমিক শিক্ষকের নাম পদবী বিষয় শিক্ষক কর্মরত আছেন?
মোঃ এমদাদুল হক মিয়া সহকারী প্রধান শিক্ষক প্রশাসনিক হ্যাঁ
মো: আবু তালেব মিয়া সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান হ্যাঁ
ধীরেন্দ্রনাথ দাস সহকারী শিক্ষক গণিত না
মো: হায়দার আলী মিয়া সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা হ্যাঁ
উম্মেহানী বেগম সহকারী শিক্ষক ধর্ম (ইসলাম) হ্যাঁ
হালিমা খাতুন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান হ্যাঁ
মোহাম্মদ আবদুস ছোবহান তালুকদার সহকারী শিক্ষক ইংরেজি হ্যাঁ
সুলতান আহমেদ সহকারী শিক্ষক কম্পিউটার হ্যাঁ
আ.ন.ম. বজলুর রশীদ সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা হ্যাঁ
১০ মো: ফজলুল হক মিঞা সহকারী শিক্ষক বাংলা হ্যাঁ
১১ মুহাম্মদ জামাল হোসাইন সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান হ্যাঁ
১২ মাহবুবা সুলতানা সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান হ্যাঁ
১৩ কবিতা রায় সহকারী শিক্ষক ধর্ম (হিন্দু) হ্যাঁ
১৪ মধুসূদন সহকারী শিক্ষক জীব বিজ্ঞান হ্যাঁ
১৫ মুহাম্মদ আনোয়ার হোসেন সহকারী শিক্ষক কৃষি শিক্ষা হ্যাঁ
১৬ মো: বিল্লাল হোসেন সহকারী শিক্ষক বাংলা হ্যাঁ

উচ্চ মাধ্যমিক শাখায় ১৫ জন শিক্ষক ও কর্মচারীর সবাই কর্মরত আছেন।[২]

উচ্চ মাধ্যমিক শাখা
ক্রমিক শিক্ষকের নাম পদবী বিষয় শিক্ষক
কে.বি.মো: খলিলুর রহমান তাং অধ্যক্ষ (নন-ক্যাডার) প্রশাসনিক
সঞ্জয় চন্দ্র দে প্রভাষক হিসাব বিজ্ঞান
তোফায়েল আহমেদ প্রভাষক ইংরেজি
বিল্লাল হোসাইন প্রভাষক গণিত
মো: সবুজ মিয়া প্রভাষক মার্কেটিং
মুক্তা প্রভাষক বাংলা
পারভীন আক্তার প্রভাষক রাষ্ট্র বিজ্ঞান
বুবলী সাহা প্রভাষক ব্যবস্থাপনা
মনিরা ইয়াছমিন প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১০ উম্মে সালমা প্রভাষক অর্থনীতি
১১ জাহিদুল ইসলাম প্রভাষক সমাজকর্ম
১২ মো: খালিদ আহমদ প্রভাষক রসায়ন
১৩ তানজিনা তাহমিনা বিনা প্রভাষক পদার্থ বিজ্ঞান
১৪ বিধান কৃষ্ণ ভৌমিক প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১৫ শফিকুল ইসলাম প্রদর্শক (পদার্থ বিদ্যা)

এছাড়াও আরও ৯ জন্য কর্মচারী রয়েছে।[৩]

অন্যান্য কর্মচারীদের তালিকা
ক্রমিক নাম পদবী
সাধারণ শাখা
মুহাম্মদ শফিকুল ইসলাম সহকারী গ্রন্থাগারিক
মো: ওবায়দুর রহমান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারিক
মো: আজিজুল হক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারিক
মো: আলাউদ্দিন পরিচ্ছন্নতা কর্মী
মো: হাসান আলী অফিস সহায়ক
মো: মিয়া চান নিরাপত্তা প্রহরী
মো: আনোয়ার হোসেন অফিস সহায়ক
মো: আলম খান অফিস সহায়ক
উচ্চমাধ্যমিক শাখা
আরিফুল ইসলাম কম্পিউটার ডেমোনেস্ট্রেটর

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সরকারি হলো আরো ২২ স্কুল-কলেজ"বাংলাদেশ জার্নাল। অক্টোবর ১১, ২০১৮। সংগ্রহের তারিখ মে ৩, ২০২৪ 
  2. "সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ, সখিপুর টাঙ্গাইল এর ৩১ জন শিক্ষককে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান"মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ফেব্রুয়ারি ২৭, ২০২৪। সংগ্রহের তারিখ মে ৩, ২০২৪ 
  3. "সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ, সখিপুর টাঙ্গাইল এর ৯ জন কর্মচারীকে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান"মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ফেব্রুয়ারি ২৭, ২০২৪। সংগ্রহের তারিখ মে ৩, ২০২৪ 
  4. "Transformation of Existing Non-Government Schools into Model Schools in Selected 310 Upazilla Head Quarters"শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সংগ্রহের তারিখ মে ৩, ২০২৪