বেলগাছা ইউনিয়ন, কুড়িগ্রাম সদর

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

বেলগাছা ইউনিয়ন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর উপজেলার একটি ইউনিয়ন।

বেলগাছা
ইউনিয়ন
ডাকনাম: বেলগাছা ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাকুড়িগ্রাম জেলা
উপজেলাকুড়িগ্রাম সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনকুড়িগ্রাম-২
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১]
 • মোট৩৪,৩৫৩
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

নামকরণ সম্পাদনা

জনশ্রুতি রয়েছে যে, বৃটিশ আমলে এখানে প্রচুর বেলগাছ ছিল বলেই এ ইউনিয়নের নাম হয়েছে বেলগাছা ইউনিয়ন। সেই বেলগাছের প্রাচুর্য এখন আর নেই; তবু বেলগাছা মৌজায় কিছু কিছু বেলগাছ এখনো মাথা উচু করে দাড়িয়ে থেকে এ ইউনিয়নের নামকরণের যথার্থতা টিকিয়ে রেখেছে। [২]

ইতিহাস সম্পাদনা

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের প্রতিষ্ঠাকাল কিংবা জন্মকালের নির্ভরযোগ্য তথ্য/ইতিহাস/দলিল অনেক সন্ধান করেও খুজে পাওয়া যায়নি। তবে এলাকার মুরুব্বীদের কাছ থেকে জানা যায়, বৃটিশ শাসনামলে আনুমানিক ১৯৪৪ সালে খামার বাসাবাড়ি ও বাষট্টি পরগণা-এ দু’টি গ্রাম নিয়ে বেলগাছা ইউনিয়ন গঠিত হয়। কুড়িগ্রাম পৌরসভার বর্তমান নাজিরা ও পলাশবাড়ী মৌজা তখন বেলগাছা ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। তৎকালে এ ইউনিয়নে হিন্দুদের ব্যাপক আধিক্য ও প্রভাব-প্রতিপত্তি ছিল। সেকারণেই এখানকার বেশীভাগ গ্রাম/মৌজার নামকরণ করা হয় হিন্দুদের নামানুসারে। যেমন-মুক্তারাম, নীলকণ্ঠ, হরিরাম, গংগাদাশ, ধনঞ্জয়, আত্মারাম, বিশ্বেশ্বর, কালে, কল্যাণ প্রভৃতি। ঐ সময় ইউনিয়ন পরিষদের নাম ছিল ইউনিয়ন বোর্ড।ইউনিয়ন বোর্ডের নেতৃত্বে ছিলেন গ্রাম প্রেসিডেন্ট। পরে পাকিস্তান আমলে ১৯৬২ সালে ইউনিয়ন বোর্ড পরিবর্তন করে ইউনিয়ন কাউন্সিল এবং গ্রাম প্রেসিডেন্ট পদ বিলুপ্ত করে চেয়ারম্যান পদবী রাখা হয়।[৩]

অবস্থান সম্পাদনা

এর পূর্ব দিকে কুড়িগ্রাম পৌরসভা ও মোগলবাসা ইউনিয়ন, পশ্চিমে রাজারহাট উপজেলার চাকিরপাশার ইউনিয়ন, উত্তরে কাঁঠালবাড়ি ইউনিয়ন, দক্ষিণে রাজারহাট উপজেলার উমর মজিদ ই্উনিয়ন অবস্থিত।[৪]

জনসংখ্যা সম্পাদনা

এখানকার মোট জনসংখ্যা ৩৪,৩৫৩ জন।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

  1. উপজেলা সদর গেট হতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত – সিএনজিতে, রিক্সা, অটোরিক্সা -  ১৫-৩০ টাকা
  2. ত্রিমোহনী বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সিএনজিতে, রিক্সা, অটোরিক্সা - ২৫-৩৫ টাকা
  3. খলিলগঞ্জ বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ভাড়া সিএনজিতে, রিক্সা, অটোরিক্সা ১৫-২৫ টাকা।
  4. কুড়িগ্রাম পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ভাড়া ৩৫০-৪০ টাকা।
  5. সকল প্রকার যানবাহনে আসা যাবে।

গ্রামসমূহ সম্পাদনা

  1. পলাশবাড়ী
  2. কালে
  3. মুক্তারাম
  4. নীলকন্ঠ
  5. হরিরাম
  6. গংগাদাস
  7. ধনঞ্জয়
  8. বেলগাছা
  9. আত্মারাম
  10. বিশ্বেশ্বর
  11. পশ্চিম কল্যাণ
  12. পূর্ব কল্যাণ
  13. সড়া[৫]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জনসংখ্যা"। ১৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৯ 
  2. "বেলগাছা ইউনিয়ন"। ২০২১-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২০ 
  3. "বেলগাছা ইউনিয়ন"। ২০২১-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২০ 
  4. "বেলগাছা ইউনিয়ন"। ২০২১-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২০ 
  5. "বেলগাছা ইউনিয়ন"। ২০২১-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২০ 
  6. "বেলগাছা ইউনিয়ন"। ২০২১-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২০