বেদগঙ্গা নদী

ভারতের নদী

বেদগঙ্গা ভারতেমহারাষ্ট্রের একটি নদী। নদীটি দুধগঙ্গা নদীর সাথে মিলে পঞ্চগঙ্গা নদীরূপে পরিচিত হয়। পরবর্তীতে পঞ্চগঙ্গা কৃষ্ণা নদীর সাথে মিলিত হয়। কর্ণাটকের বেশ কিছু অংশ যেমন যাত্রাট, বারওয়াদ, কুন্নুরের মতো বেশ কয়েকটি গ্রাম জলের জন্য বেদগঙ্গার উপর নির্ভরশীল।

Vedganga river from elora caves

বেদগঙ্গা নদী মহারাষ্ট্র রাজ্যের কোলহাপুর জেলায় পশ্চিমঘাটের পূর্ব ঢাল থেকে ৯০০ মিটার উচ্চতায় উতপন্ন হয়েছে। নদীটি বেশিরভাগ অংশই মহারাষ্ট্র রাজ্যে প্রবাহিত। প্রথমে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়ে কর্ণাটকে প্রবেশ করে এবং বারওয়াদে দুধগঙ্গা নদীর সাথে মিলিত হওয়ার পরে কর্ণাটক রাজ্যে পূর্ব দিকে প্রবাহিত হয়। মিলিত ধারাটি কর্ণাটকের কল্লোল ইয়েদুরে কৃষ্ণা নদীর সাথে ডান তীর থেকে মিলিত হয়। [১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "PFR Studies of Hiranyakeshi Hydroelectric Project" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২১