দুধগঙ্গা নদী
ভারতের নদী
দুধগঙ্গা নদী পশ্চিম ভারতের কৃষ্ণা নদীর দক্ষিণ দিকের একটি গুরুত্বপূর্ণ শাখা নদী। এটি মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় পশ্চিমঘাট পর্বতমালা থেকে উতসারিত হয়ে, কোলহাপুর আর বেলগাঁও জেলার মধ্যে দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং অবশেষে কৃষ্ণার সাথে মিলিত হয়।[১] কোলহাপুর জেলার পশ্চিমে নদীটিতে বাঁধ দেওয়া হয়েছে এবং কলমমাবাদী জলাধার তৈরি করা হয়েছে। [২]।
দুধগঙ্গা নদী | |
---|---|
দেশ | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র, কর্ণাটক |
অববাহিকার বৈশিষ্ট্য | |
মূল উৎস | সিন্ধুদুর্গ জেলা,মহারাষ্ট্র,ভারত |