বেতবুনিয়া ইউনিয়ন
বেতবুনিয়া বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাউখালী উপজেলার একটি ইউনিয়ন।
বেতবুনিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বেতবুনিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩২′৪৮″ উত্তর ৯১°৫৯′৪৬″ পূর্ব / ২২.৫৪৬৬৭° উত্তর ৯১.৯৯৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | কাউখালী উপজেলা, রাঙ্গামাটি ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | খইচাবাই তালুকদার |
আয়তন | |
• মোট | ৮০.২৯ বর্গকিমি (৩১.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,৩৩৪ |
• জনঘনত্ব | ২৮০/বর্গকিমি (৭২০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬.৯৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫১১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন সম্পাদনা
বেতবুনিয়া ইউনিয়নের আয়তন ১৯,৮৪০ একর (৮০.২৯ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা সম্পাদনা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বেতবুনিয়া ইউনিয়নের লোকসংখ্যা ২২,৩৩৪ জন। এর মধ্যে পুরুষ ১১,১৯৭ জন এবং মহিলা ১১,১৩৭ জন।[২]
অবস্থান ও সীমানা সম্পাদনা
কাউখালী উপজেলার সর্ব-দক্ষিণে বেতবুনিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফটিকছড়ি ইউনিয়ন ও কলমপতি ইউনিয়ন, পূর্বে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন ও পারুয়া ইউনিয়ন, দক্ষিণে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন ও পোমরা ইউনিয়ন এবং পশ্চিমে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার রাউজান ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো সম্পাদনা
বেতবুনিয়া ইউনিয়ন কাউখালী উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কাউখালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি বেতবুনিয়া ও কাঁশখালী এ ২টি মৌজা নিয়ে গঠিত।[৩]
শিক্ষা ব্যবস্থা সম্পাদনা
বেতবুনিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৯৪%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা
- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- বেতবুনিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- বেতবুনিয়া মঈনুল উলুম রেজভিয়া সাঈদিয়া দাখিল মাদ্রাসা
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- কাঁশখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- শিলছড়ি এসইএসডিপি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডলুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডায়লংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মনাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব শিয়ালবুক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড়বিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেতবুনিয়া টিএন্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেতবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মনাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লাঠিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা
বেতবুনিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী সম্পাদনা
বেতবুনিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে মনাই খাল এবং বগাছড়ি ছড়া।[৭]
হাট-বাজার সম্পাদনা
বেতবুনিয়া ইউনিয়নের প্রধান হাট-বাজার হল চাইঞুরী বাজার।[৮]
দর্শনীয় স্থান সম্পাদনা
- বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র
- পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল
- রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস
- বেতবুনিয়া ২৮ বৌদ্ধ জাদি
জনপ্রতিনিধি সম্পাদনা
- বর্তমান চেয়ারম্যান: অং ক্য জ চৌধুরী[১০]
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "কাউখালী উপজেলা (রাঙ্গামাটি) - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd। ২৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৮।
- ↑ ক খ "১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd। ২৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৮।
- ↑ "high_school - ১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd।
- ↑ "madrasa - ১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41402&union=01[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd। ২৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৮।
- ↑ "hat_bazar_list - ১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd।
- ↑ "tourist_spot - ১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd। ৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৮।
- ↑ "১ নং বেতবুনিয়া ইউনিয়ন-"। betbuniaup.rangamati.gov.bd। ২৮ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৮।