বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়

বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়।[১] এটি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[২] কাঁচেরকোল ইউনিয়নে শিক্ষার প্রসার করতে এই বিদ্যালয়ের অবদান রয়েছে।

বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
অবস্থান
মানচিত্র
,
৭০০
স্থানাঙ্ক২৩°৪৩′৫৩″ উত্তর ৮৯°১২′১৮″ পূর্ব / ২৩.৭৩১৪৮৫০° উত্তর ৮৯.২০৫০৪৬২° পূর্ব / 23.7314850; 89.2050462
তথ্য
বিদ্যালয়ের ধরনএমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯০৬; ১১৮ বছর আগে (1906)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
বিদ্যালয় জেলাঝিনাইদহ জেলা
ইআইআইএন১১৬৪৮৩

অবস্থান সম্পাদনা

বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ৬ কিলোমিটার দূরে কাঁচেরকোল ইউনিয়নের বেণীপুর গ্রামে অবস্থিত।

অবকাঠামো সম্পাদনা

বিদ্যালয়টিতে ২টি একাডেমিক (দ্বিতল) ভবন, ১টি ছাত্রাবাস, ১টি মসজিদ এবং একটি লাইব্রেরি রয়েছে।

উল্লেখযোগ্য শিক্ষার্থী সম্পাদনা

  • আব্দুল লতিফ - ভাষা সৈনিক ও গবেষক।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বেণীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২২ 
  2. মো. মহেববুল্লাহ (২০১২)। "শৈলকূপা উপজেলা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. "শৈলকুপার ভাষা সৈনিক, বিশিষ্ট বিজ্ঞানী আব্দুল লতিফ আর নেই"Dakua 24 (ইংরেজি ভাষায়)। ২০১৭-১২-৩০। ২০২১-০৩-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৭