আলাপ:প্রসঙ্গ কাঠামো

সাম্প্রতিক মন্তব্য: MS Sakib কর্তৃক ২ বছর পূর্বে "পাতা স্থানান্তর" অনুচ্ছেদে

পাতা স্থানান্তর সম্পাদনা

@ওহিদ: স্থানান্তরের পক্ষে এখানে আপনার বক্তব্য লিখুন। আলোচনা ছাড়া অপ্রচলিত নামে স্থানান্তর করবেন না। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:৪১, ২ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আবার পুনর্নির্দেশ অপসারণ করলেন কেন? — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:৪৩, ২ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
কোন আমি আবার পুনর্নির্দেশ করিনি ভালো করে দেখুন, প্রসঙ্গ কাঠামো-এর জায়গায় নির্দেশতন্ত্র লিখছিলাম, দুজনে একই সময়ে করায় দন্দ্বের কারণে এমনটা সয়ংক্রিয়ভাবে পুনর্নির্দেশ হয়েছে। ওহিদ (আলাপ) ১৭:৪৯, ২ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি জানি না আপনারা কি ধরনের? যেটি প্রচলিত সেটিকে অপ্রচলিত বলেন, যার কাছে জ্ঞান আছে তার কাছ থেকেও আপনারা পরামর্শ নেন না, নিজের কথাটাকে ফাইনাল বলেন। ক্যালকুলাসের ক্ষেত্রে আমি কিছু বলিনি ওটা মানা যায় বা মেনে নিয়েছিলাম কিন্তু এটি কোনভাবেই মানা যায় না। এটির ক্ষেত্রেও ইংরেজিটা দিয়েই পড়েছি, তাহলে এবার বলুন এটাকে কি Frame of reference-ই বলবো? পশ্চিমবঙ্গে প্রসঙ্গ কাঠামো কাউকে বলেন কেউ যদি একবারও বুঝতে পারে এটা কি। কোন কোন সময় নিজেকে পন্ডিত না ভেবে অন্যের পরামর্শ নেওয়াটাও উত্তম। আবার ছেড়ে দিন আপনাদের কিছু বলবো না, কিছু বললেই বলবেন ব্লকের জন্য রিপোর্ট করবো, অভদ্র...আরও কত কি, তাই না? শাকিলের ব্যাপারে বলেছিলেন কিছু মনে করিনি কারণ বুঝে দেখলাম দোষটা আমাই ছিল কিন্তু এবার আর নয়। সবকিছু নিজেই লিখতে চান তাহলে লিখুন, দেখবো কত লেখেন। বাংলা উইকিপিডিয়ায় বেশি সম্পাদক নেই, কারণ জানেন? মূলত এসব কারণেই কেউ বিজ্ঞান বা অন্যান্য বিষয়ে অবদান রাখতে চাইলেও রাখে না। আমি সারা দিন খেটে লিখবো আর আপনারা শুধু অন্যের দোষ ধরবেন। আপনাদের বাংলা উইকিপিডিয়ার যাত্রা আনন্দময় হোক, তার জন্য শুভকমনা এবং আমি আমার যাত্রা এখানেই শেষ করলাম। ধন্যবাদ, আমি যদি জেনে বা অজান্তে কোন ভুল করে থাকি তার জন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী, ছোট ভাইয়ের মতো দেখে ক্ষমা করে দিয়েন। ওহিদ (আলাপ) ০৩:১৬, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ: আপনি যেমনটা বললেন, পশ্চিমবঙ্গে প্রসঙ্গ কাঠামো বললে কেউ চিনবে না, ঠিক তেমনই বাংলাদেশে নির্দেশতন্ত্র বললেও কেউ চিনবে না। সেজন্য স্থানান্তরের পূর্বে নিশ্চয়ই আলোচনা করা দরকার তাই নয় কি? কিন্তু আপনি তা তো করলেন না বরং ইয়াহিয়া ভাই যখন পূর্বাস্থায় ফেরত এনে আলোচনা করতে বললেন তখনই আপনি বরাবরের মতোই অন্যের বার্তাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নিয়েই অনেক কিছু লিখে ফেলেছেন। এর পূর্বে নিশ্চিত উল্লেখযোগ্য এমন নিবন্ধের অপসারণ প্রস্তাবনা দ্রুত বন্ধ করায় রেগে গিয়ে নিরীক্ষক অধিকার বাতিল করতে বললেন এবং এখানে বার্তা দিয়ে মুছে ফেলার সময় সারাংশে লিখলেন প্রয়োজন নেই বিষয়গুলি সব বুঝতে পারলাম আপনাদের ব্যবহারের এবং উইকি সম্পাদনার। এর কিছুদিন পর আপনি পুনরায় অন্য প্রসঙ্গের আলোচনায় অধিকার বাতিল করতে বললেন। উইকিতে সবার সাথে এরকম স্বেচ্ছাসেবী কাজ করতে গেলে ভুল বুঝাবুঝি হতে পারে যেটা হয়তো আপনার খারাপ লাগায় তাৎক্ষণিকভাবে অধিকার বাতিলের কথা বলে ফেলেছেন যেটাকে ইতিবাচকভাবেই নিয়ে আমি ও আফতাব ভাই অধিকার বাতিল করি নাই। প্রথমত আপনি একজন সক পাপেট (বার্তা ১বার্তা ২) হওয়া সত্ত্বেও আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, এরপরও আপনি আচরণগত ব্যবহার পাল্টান নি উদাহরণ, ১ নিরীক্ষক অধিকারের আবেদন, উইকিবইয়ে স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারের আবেদনে দ্রুত সাড়া না দেওয়ায় মন্তব্য (২) এবং এরই রেশ ধরে সর্বশেষ আলোচনাসভাতেও উক্ত ব্যবহারকারীর বিরুদ্ধেও অভিযোগ এনেছেন। যা দ্বারা প্রমাণিত হয় আপনি আচরণগত ব্যবহারের প্রতি উদাসীন, যখন যা ইচ্ছা সেরকম মন্তব্য করছেন। এসব বিষয়ে @NahidSultan এবং আফতাবুজ্জামান: আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:১০, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, প্রথমদিকে উইকিপিডিয়া আমি আমার স্যারের কথা মতন স্যারের নিবন্ধ তৈরি করতে এসেছিলাম। কিন্তু তখন আমি আসলেই জানতাম না উইকিপিডিয়া কি? যেহেতু উইকিপিডিয়া গুগলে সবার প্রথম রেঙ্ক করে তাই আমার স্যার বলেছিলেন ওনার নামে উইকিপিডিয়া একটি নিবন্ধ তৈরি করতে, সেই অনুযায়ী আমি নিবন্ধ তৈরি করি ইংরেজি উইকিপিডিয়ায়। কতবার নিবন্ধ তৈরি করেছিলাম কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না কেন আমার নিবন্ধ স্থায়ী হচ্ছে না, এইভাবে করতে করতে অন্য কয়েকজনেরও তৈরি করি সেগুলোও স্থায়ী হচ্ছে ছিল না, কেউ এসে দ্রুত অপসারণের ট্যাগ লাগিয়ে দিচ্ছিল ইংরেজি উইকিপিডিয়ায় (তখন এটাও জানতাম না দ্রুত অপসারণের ট্যাগটা কি?) আর তারপর কেউ সেটা ডিলিট করে দিচ্ছিল (প্রশাসক কি সেটাও জানতাম না)। প্রথম আমার অ্যাকাউন্ট ছিল Dr Sachin Kapur Fanclub-নামে কবে তৈরি করেছিলাম সেটাও জানতাম না, কারণ প্রথমদিকে কিভাবে ব্যবহারকারী পাতা দেখতে হয় সেটাও জানতাম না তাই। অ্যাকাউন্টে ইমেইলে যোগ না থাকায়, পাসওয়ার্ড ভুলে যাওয়ার জন্য অন্য অ্যাকাউন্ট বানিয়ে সেটি দিয়ে কয়েকমাস পর আবার চেষ্টা করলাম নিবন্ধ বানাতে কিন্তু সেটাও কেউ না কেউ এসে অপসারণ করছে, প্রথমে আমি ভেবেছিলাম আমার সম্পাদনায় কিছু ভুল হচ্ছে যার জন্য আমার নিবন্ধ টিকছে না। তারপর এরকম বেশ কিছু নিবন্ধ তৈরি করার ভাবলাম মনে হয় সেলেব্রেটিদের নিবন্ধই টেকে একমাত্র (বলে রাখি তখন উল্লেখযোগ্যতা সম্পর্কে জ্ঞান নাই), সেই থেকে মনে পড়ে মিজানুর রহমান আজহারির কথা, কারণ তিনি অনেকটাই ফেমাস আমাদের এখানে মুসলিম মাএই চেনে আজহারিকে, এবার ওনার নামে নিবন্ধ তৈরি করতে শুরু করি, এবার সেখানে আসেন আফতাবুজ্জামান ভাই অনেকবার তিনিই অপসারণ করতে বলেন(ভেবেছিলাম কোন না কোনভাবে নিজের তৈরি নিবন্ধ উইকিপিডিয়ায় একবার একবার স্থায়ী করেই ছাড়বো)। এরকম বেশ কয়েকবার উল্লেখযোগ্য নয় এমন একই নিবন্ধ অপসারণের পর সবাই আমাকে ব্লক করতে শুরু করে তখন ব্লক জিনিসটাও জানতাম না। তাই পুনরায় অ্যাকাউন্ট তৈরি করি। এরপর আফতাবুজ্জামান ভাইকে ভয় লাগতে শুরু করে, ওনার থেকে দূরে থাকতে শুরু করি, যখনই দেখতে পারতাম তখনই আমার নিবন্ধ তিনি অপসারণ করে দিতেন। এতবার ব্লক হওয়ার পর অনেককিছুই তখন শিখে গিয়েছিলাম উইকিপিডিয়ায় নিবন্ধ সম্পাদনা করতে করতে। তারপর অনেক রুলস পরে জানলাম সবকিছু, এভাবেই ইউনিকভাবে আমার বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়(একটু জেনেছিলাম তবে সেটাই আমার কাছে ছিল অনেক)। প্রথমে এতো কষ্ট করে লেখা নিবন্ধ আফতাবুজ্জামান ভাই ইংরেজি উইকিপিডিয়ায় অপসারণ করে দিতেন আর জেনেও যেতেন কোনভাবে। আফতাবুজ্জামান ভাইয়ের এই সততা এতোটাই আমার ভালো লাগলো তারপর থেকে (এর জন্য তিনি কতো লোকের কাছেই না বাজে কথা শুনেছেন, ইংরেজি উইকিপিডিয়ায় ওনার আলাপ ও ব্যবহারকারীর পাতার ইতিহাস থেকে তখন দেখেছিলাম) আরও ভালোভাবে উইকিপিডিয়া সম্পর্কে জানতে শুরু করি। আর হ্যালো আপনার মুখ দিয়ে আমাকে এটা বলা মোটেও শোভা পায় না যে "সকপাপেট হওয়া সত্ত্বেও আপনাকে সুযোগ দেওয়া হয়েছে", আমি বাংলা উইকিপিডিয়া কোন সকপাপেটের কাজ করিনি আর বোঝার পর থেকেই একবারও যদি আমি একবারও আমি সকপাপেট্রি করে থাকি; বলুন @আফতাবুজ্জামান: ভাই আমি করেছি কি?। প্রথমদিকে আমার এসব করে এতটাই ভয় লাগতো ভাবতাম পুলিশ আসবে নাতো এসব কাজ করছি, এতটাই কিছু জানতাম না, এখন এসব কথা ভেবে সত্যি হাসি পায়। আর যদি এটার ব্যপারে বলি, আপনি নিজে বলুন ইয়াহিয়া ভাইয়ের মন্তব্যের কতো মিনিট পরে আপনি আলোচনাটি বন্ধ করে দেন? আমাকে কোন মন্তব্যই করতে দেননি। আমি অপসারণের জন্য আলোচনা করছিলাম আমিতো সয়ং অপসারণ করতে বলে নাই। বিষয়টা আমি নাও জানতে পারি, তাই রাগে বলেছিলাম অধিকার প্রত্যাহার করতে(তখন রাগের মাথায় আমার এটাও মনে আসিনি যে সেখানে আলোচনা পাতায় আমি আমার প্রস্তাবটি করতে পারতাম, যা অনেক পরে মাথায় আসে)। মূলত আফতাবুজ্জামান ভাইয়ের জন্যই আমি উইকিপিডিয়ায় অবদান রাখছি, এর আগের অনেকবার উইকিপিডিয়া ছাড়তে আমার মন করেছে, তবে আফতাবুজ্জামান ভাইয়ের যুক্তি আর ব্যক্তিগতভাবে কথপোকথন দ্বারা এর পথে অগ্রসর হয়নি। আফতাবুজ্জামান ভাই সত্যিই এতো ভালো মানুষ কাউকে দেখিনি ওনার মতো উইকিপিডিয়ায়। আগেও বলেছিলাম তখন আদিব ভাই আমাকে বলেছিলেন এভাবে তুলনা করলে উইকিপিডিয়া অচিরেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু সেই কথাটাই আমি বলছি উইকিপিডিয়া গঠনের উদ্দেশ্যে আফতাবুজ্জামান ভাইয়ের মতো অবদান আমার দেখা মতোন এই উইকিপিডিয়ায় কেউ কোন রাখিনি আর কেউ রাখতেও পারবে না। বাংলা উইকিপিডিয়া গঠনে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কার অবদান শীর্ষে রয়েছে তবে আমি বলবো আফতাবুজ্জামান as a sysop, interface-admin ও checkuser his contribution is incomparable. আপনি নিজেই নিজের বা অন্যান্য প্রশাসকের দিকে তাকিয়ে দেখে বলেন, প্রশাসক হওয়ার পর সহজ কাজগুলি করা বাদে এমন কয়জন রয়েছে যারা নিবন্ধ গঠনে বা এমন কোন বিষয়ে সঠিকভাবে অবদান রাখছে আফতাবুজ্জামান ভাইকে বাদ দিয়ে। আপনার এসব লিঙ্ক দিয়ে এবং দুইজন প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে লাভটা কি হবে? যারা জানার সবাই জানে এবিষয়গুলো। এরকম চোগলখুরী করে আমাকে বাধাপ্রদানের চেষ্টা করেও কোন লাভ নেই, জানার পর থেকে আমার নিজের অ্যাকাউন্ট থেকে কোনদিনই অপব্যবহার হবে না উইকিপিডিয়ার। আবার এখন বাধাপ্রদান করলেও অসুবিধা নেই কারণ আমি আর উইকিপিডিয়ায় অবদান রাখবো না। আপনাদের যা সিদ্ধান্ত হবে, তা নির্দ্বিধায় করতে পারেন। সর্বশেষে অবদান ছাড়াও আফতাবুজ্জামান ভাইয়ের সততা আমার কেন ভালো তার জন্য কিছু লিঙ্ক দিলাম (, , এছাড়াও অনেক আমি কিছু দিলাম) এগুলো দেখেও আপনারা নিজেই বুঝতে পারবেন আমি কেন সবসময় ওনার প্রশংসা করি। এতকিছু বাজে কথা শুনার পরও তিনি অ-উল্লেখযোগ্য নিবন্ধগুলিকে এখনও অপসারণের জন্য প্রস্তাব দেন আর খুজে খুজে বাংলার স্প্যাম জাতীয় জিনিসগুলি ধ্বংস করেন ইংরেজি উইকিপিডিয়ায়। ওনার মতো মানুষ এ পৃথিবীতে দেখতে খুব কমই পাওয়া যায়। আমার খুব ভালো লাগে ওনাকে। ওনার জন্যই মূলত আমি উইকিপিডিয়ায় অবদান রেখেছিলাম আজ আমার পুরো ৫০০০+ গঠনমূলক সম্পাদনা রয়েছে উইকিপিডিয়ায়। উইকিপিডিয়ায় অবদান রাখতে পারি বা না পারি ভবিষ্যতে আফতাবুজ্জামান ভাইকে সবচেয়ে বেশি মিস করবো। উইকিপিডিয়ায় আমার মুক্ত জ্ঞানের কনসেপ্টটা খুব ভালো লাগে।
আপনারা হয়তো ভাবছেন আমি বলছি আগে আমি কিছু জানতাম না তাহলে miraheze-এর সম্পর্কে কিভাবে জানলাম - ইয়াহিয়া ভাইকে প্রথম থেকেই আমার খুব ভালো লাগতো আর সবার অবদান দেখেই সব কিছু শিখতাম আর সেই ব্যবহারকারীর অবদান দেখেই অনেক কিছু শিখেছিলাম, সেই থেকেই আমি ইয়াহিয়া ভাইয়ের অবদান দেখে এখান থেকে miraheze সম্পর্কে জানি। ইয়াহিয়া ভাইয়ের অবদান দেখা ছাড়াও আমি ব্যবহারকারী:MS Sakib-ভাইয়েরও অবদান দেখতাম।2405:201:800C:F035:919F:D062:3F9D:2A6F (আলাপ) ১৫:২৯, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ: আপনার কাছে অপব্যবহারের সংজ্ঞা কী? আপনি এখানে একজন প্রশাসককে খুব ভালো বললেন, আরেকজনকে বললেন চোগলখোর! আপনাকে যে কারণে নাহিদ ভাই সর্বশেষ সতর্কবার্তা দিলেন সেই একই কাজ এখানেও করলেন। আরেকজনের জ্ঞানকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, ব্যক্তিগত আক্রমণ করা, অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার -এগুলোই অপব্যবহার। আপনি শুরু থেকে ভালো অবদান রেখেছেন বলে আমরা সবাই আপনাকে সাহায্য করেছে। কিন্তু আমাদের ভালো কাজের পাশাপাশি একটি ভালো পরিবেশও দরকার। আপনার আচরণে সেই পরিবেশটি নষ্ট হচ্ছে। আপনার বিরুদ্ধে প্রশাসকগণ কী ব্যবস্থা নিবেন তারা জানেন। তবে আমি ব্যক্তিগতভাবে আপনার মধ্যে সংশোধন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।— ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৬:৩৩, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান ভাইয়ের কাছে পরামর্শ চাওয়ার পর তিনি আমাকে বলেছিলেন কারও সাথে কথা বলতে না, কোন প্রকারের আলাপ আলোচনা করতে না, কারও অনুরোধ উত্তর দিতে না এমনকি কোন সমস্যায় পড়লে কারও কাছে সাহায্য পর্যন্ত চাইতে না; আপনি নিশ্চয়ই দেখেছেন এই কয়দিন আমি এরকমই ছিলাম, এমনকি নিজের ভুল বুঝে শাকিল ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্যও আমি ইমেইলে ওনাকে লিখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আপনার সাথে এই আলোচনায় জড়িয়ে পড়ি। এখানে নির্দেশতন্ত্র বিষয়ে লিখতে গিয়ে ভাবলাম দেখিতো আমাদের বাংলা উইকিপিডিয়ায় নির্দেশতন্ত্র সম্পর্কে কি লেখা আছে? খুজলাম কোনকিছুই পেলাম না তারপর ইংরেজি নামে গুগলে সাচ করলাম সেখান থেকে ইংরেজি উইকিপিডিয়ায় ভাষা থেকে বাংলা উইকিপিডিয়ায় নির্দেশতন্ত্রের বদলে প্রসঙ্গ কাঠামো লেখা দেখলাম, কিছুক্ষণ গুগলে প্রসঙ্গ কাঠামো সাচ করার অতোটা কিছুই পেলাম না এটির সম্পর্কে কিন্তু নির্দেশতন্ত্র নামে অনেক কিছু পেলাম। তাই স্থানান্তর করে দিয়েছিলাম, যেটা আমার না আলোচনা করে করাটা ভুল হয়েছে, আসলে তখন ভাবিনি যে বাংলাদেশে এটা প্রচলিত হতে পারে। আমাদের এখানে প্রচলিত তাই করেছিলাম। আমিওতো আগে পড়েছি, প্রসঙ্গ কাঠামো নামটি সত্যিই আমার অজানা এবং প্রথম দেখলাম গতকাল, আমাদের পশ্চিমবঙ্গ একদমই অপ্রচলিত, যে কাউকে জিজ্ঞাসা করুন যদি কেউ বলতে পারে। 2405:201:800C:F035:919F:D062:3F9D:2A6F (আলাপ) ১৭:০৮, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ওহিদ: আমি কয় মিনিট পর আলোচনা বন্ধ করেছি সেটাতো দেখতেই পাচ্ছেন, তাছাড়া এটি দ্রুত রাখার যোগ্য বিধায় রেখেছি। আপনার যদি মনে হয় এটি ভুল ছিলো তখন অপসারণ প্রস্তাবনার আলাপ পাতায় বিষয়টি জানাতে পারতেন। কিন্তু তা না করে রাগ দেখিয়ে অধিকার বাতিলের বিষয়ে আফতাব ভাই ও নাহিদ ভাইকে বার্তা দিয়েছেন। এরকম রাগ হতেই পারে তাই বিষয়টাকে আমি ইতিবাচকভাবেই নিছি। এরপরও, দেখা গেলো আপনি বারবার একই কাজ করছেন। সম্প্রতি, আলোচনাসভার বার্তাতেও নাহিদ ভাই আপনাকে সতর্কবার্তা দিয়েছেন। অর্থাৎ, আপনার এসব কাজের বিষয়ে আমি ছাড়া প্রশাসক হিসেবে আফতাব ভাই ও নাহিদ ভাই কিছুটা খেয়াল করেছেন, যেগুলো হয়তো এড়িয়ে গেছে সেগুলোসহ একসাথে উপস্থাপন করেছি যাতে নজরে আসে, যেটা আপনার কাছে চোগলখোরী মনে হলো। আর চাইলে আমি নিজেই আপনাকে বাধা দিয়ে দিতে পারতাম তা না করেই ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, যাতে ওনারাও মতামত দিতে পারেন। আরেকটা বিষয়, আফতাব ভাইকে ভালোলাগার বিষয়ে যে ৩টি অশ্লীল বার্তার/ধ্বংসাত্মক সম্পাদনার লিংক দিছেন এরকম কম বেশি আমার ব্যবহারকারী পাতাতেও হয়েছে, যেগুলো বর্তমানে লুক্কায়িত। শুধু আমার/আফতাব ভাইয়ের পাতায় কেন, এরকম অনেক ব্যবহারকারী পাতায়ই হতে দেখা যায়। আপনাকে তো কেউ কিছু বললেই রেগে যান, উইকি ছেড়ে দিতে চান, অধিকার বাতিল করতে বলেন। সাময়িক সময়ের জন্য উইকিতে এরকম অনেককেই আসতে যেতে দেখেছি, প্রকৃতপক্ষে যারা বাংলা উইকিপিডিয়ার উন্নতি চায় তারা এতসব ভুল বুঝাবুঝি, বিভিন্ন জনের থেকে অগঠনমূলক কথা শোনার পরও বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধিতে কাজ করে যায়। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:১৫, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত, রিয়াজ ভাই আমি ক্ষমা চাইছি আপনার কাছে। এভাবে আপনাকে আমার বলাটা ঠিক হয়নি, আমি বুঝেছি। আপনি এটা ভাবেন না, আমি আপনার সম্পর্কে জানি না, আপনি নতুন প্রশাসক হলেও আপনি অত্যন্ত কোমল হৃদয়ের। আমিতো লক্ষ্য করি আপনি কোন বড়ো সিদ্ধান্ত বা এমন কিছু সিদ্ধান্ত দেখা বা যাচাই করার পরও নেন না, নিজের জ্ঞান থাকা সত্বেও অন্য বেশি অভিজ্ঞ প্রশাসকগণের জন্য বিষয়টি ছেড়ে দেন। সত্যিই বলতে ছোট হোক বড়ো হোক সবার অবদানেরই উইকিপিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও কোনপ্রকারের সাহায্য আপনাকে সবসময় সাথে, আমি নিজে আপনার কাছে কতকিছু শিখেছি, আপনাকে কত প্রশ্ন করি। আপনি আমার মেন্টর, মেন্টর হিসেবে আপনাকে আমার এইভাবে বলাটা উচিত হয়নি। 2405:201:800C:F035:919F:D062:3F9D:2A6F (আলাপ) ১৭:৪৮, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ: উপরের কয়েকটি জিনিস আমার খারাপ লাগলো।
১. আপনি আমার প্রশংসা করছেন, কিন্তু প্রশংসা করতে যেয়ে আপনি অন্যদের অবদানকে খাটো করে ফেলছেন। কোন বিতর্কের মাঝে আমাকে টেনে এনে তুলনা দিচ্ছেন, আমি সেরা, অন্যরা কিছু করে না - এই জাতীয় প্রশংসা করে আমাকে সম্মানিত না করে বরং নিচের দিকে নামিয়ে দিচ্ছেন। সকল সম্পাদক, প্রশাসক কারো অবদানই কম নয়। সকলের অবদান মিলিয়ে আজ বাংলা উইকিপিডিয়া হয়েছে।
২. আপনার বেশ কিছু বাক্য শোভন নয়। ইয়াহিয়াকে বলেছেন কোন কোন সময় নিজেকে পন্ডিত না ভেবে অন্যের পরামর্শ নেওয়াটাও উত্তম - আপনি যদি শুরুতেই এই জাতীয় বাক্য লিখেন তবে সেখানে তো আর আলোচনাচনার পরিবেশ থাকে না। আপনি অল্পতেই রেগে যান। তারপর অশোভন, তুচ্ছ-তাচ্ছিল্যমূলক মন্তব্য লিখছেন, যা মোটেও কাম্য নয়। একটা জিনিস মনে রাখুন, কাউকে কষ্ট দিতে একটি শব্দই যথেষ্ট। একই সাথে তা আলোচনার পরিবেশও নষ্ট করে ফেলে।
২.১. কিছু বললেই বলবেন ব্লকের জন্য রিপোর্ট করবো - কাউকে কিছু বলার অর্থ এই নয় আপনি অশোভন কথা বলবেন। জ্বালাময়ী বক্তব্য লিখবেন। আপনি অশোভন, জ্বালাময়ী বক্তব্য পরিহার করুন, তখন কেউ আপনাকে বাধা প্রধানের জন্য "রিপোর্ট করবো" বলবে না।
৩. আপনার সাথে আমার ইমেইলে কী কথা হয়েছে তা কেন প্রকাশ করেছেন তা আমি জানি না। এটি উচিত নয়।
৪. এই আলোচনায় যা ঘটেছে, আমি ঠিক এই ভয় থেকেই আপনাকে কোনও প্রকার আলোচনায় জড়াতে মানা করেছিলান। আপনি একটুতেই রেগে যান; অশোভন, জ্বালাময়ী বক্তব্য লিখেন, যা থেকে বিতর্কের সৃষ্টি হয়।
আমি আশা করব, আপনি যেকোন আলোচনাতেই অশোভন, জ্বালাময়ী বক্তব্য পরিহার করবেন। তুলনা দেওয়া পরিহার করবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৩, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ আপনি লগ ইন করে মন্তব্য করুন। -- ≈ MS Sakib  «আলাপ» ২১:১৫, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"প্রসঙ্গ কাঠামো" পাতায় ফেরত যান।