ব্যবহারকারী আলাপ: মো. আব্দুল্লাহ আল নোমান

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Meghmollar2017 (আলোচনা | অবদান) কর্তৃক ২৩:০৫, ১১ আগস্ট ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎কারণ কি?)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ১ বছর পূর্বে "কারণ কি?" অনুচ্ছেদে


কারণ কি?

আপনার এইরূপ সম্পাদনার কারণ কি? —শাকিল (আলাপ · অবদান) ১৫:৫০, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil মূলত এটি উইকিপিডিয়া:এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২/নিবন্ধ তালিকা#তালিকা ৫ এ উল্লিখিত একটি নিবন্ধ। আমি উক্ত তালিকার পাতাগুলো তৈরির উদ্যোগ নিয়েছি। তালিকায় বাংলাতে যেভাবে রয়েছে আমি সেভাবে তৈরি করছি। তো তৈরি করার পর আমি দেখি পাতাটি তৈরি করা রয়েছে। তাই ভাবলাম পুনর্নির্দেশ তৈরি করি। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৫:৫৮, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil বাংলা উইকিপিডিয়ায় নির্বাচন সম্পর্কিত নিবন্ধের নামকরণের ক্ষেত্রে সাল শুরুতে থাকবে নাকি শেষে থাকবে তার নির্দিষ্ট নিয়ম আছে? আমার মনে হয় থাকা উচিত। তাহলে আর এমন ভুল হবে না।
তবে অধিকাংশ নিবন্ধে সালের অবস্থান শেষেই থাকে দেখেছি যেমন: একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮ --আবরার‌ ১৬:১৯, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Arabi Abrar প্রথমে থাকা উচিত। অনুগ্রহ করে প্রথমে দিবেন। তা না হলে অন্য কেউ ভুল করে এক পাতার জন্য দুইবার কষ্ট করা হবে। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৬:২৩, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdaNoman আপনার এইরকম ভাবনার কারণ কি? আপনি জানেন এইরূপ সম্পাদনা ধ্বংসাত্মক হিসাবে বিবেচ্য? আশা করবো ভবিষ্যতে এইরূপ কোন কিছু করবেন না। @Arabi Abrar বাংলা ভাষায় সাল শব্দের শেষে হয়। জনাব নোমান, দয়া করে বাংলার সাথে ইংরেজিকে গুলিয়ে ফেলবেন না। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৪১, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil তাহলে একজন দক্ষ ব্যবহারকারী সালকে প্রথমে দিল কেনো ? আর প্রতিযোগিতার তালিকাতে এমন নিবন্ধ থাকলে আমি না করলে অন্য কেউ তৈরি করতো। অনুগ্রহ করে বলবেন এটা কিভাবে ধ্বংসাত্মক হলো? এরকম বিভ্রান্তি এড়ানোর জন্য প্রতিযোগিতার তালিকা তৈরিতে আরও সতর্ক হওয়া উচিত।~ নোমান (📨আলাপ📝অবদান) ১৬:৪৮, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন
নোমান ভাই, আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আলোচনা পুনরায় চালু করলাম। আপনি বার্তা দিয়ে সেটির রেস্পন্সের অপেক্ষা না করেই সংগ্রহশালায় পাঠিয়ে দিলেন! যাই হোক, প্রতিযোগিতার তালিকা প্রসঙ্গ যখন এসেছে, আমি এই তালিকাটি তৈরি করেছি। তালিকাটা তৈরি হয়েছে ২–৩ মাস আগে। নিবন্ধটি তৈরি হয়েছে ১ আগস্ট ২০২২, আর আপনি তৈরি করেছেন সদ্য কালকে। তাহলে আপনি তালিকা যিনি তৈরি করেছেন, তাকে কীভাবে দোষারোপ করতে পারেন। নিবন্ধ তৈরির পূর্বে সেটির উইকিউপাত্ত বা ভাষা সেটিংস পরীক্ষা করে নিতে পারতেন। বাংলা উইকিপিডিয়ায় সাল ব্যবহার করার সুনির্দিষ্ট কোনো রীতি এখনও চালু হয়নি, বিশেষ করে দিবস বা তারিখের মতো রীতি এখনও স্বীকৃত নয়। প্রতিযোগিতার তালিকায় এই কারণে ইংরেজির অনুরূপ ছিল।
এখন যেই বিষয়ে শাকিল ভাই মূলত দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, সেটি হলো আপনি এই পুনর্নির্দেশ সমস্যার যে সমাধান করতে চেয়েছেন, তার নৈতিকতা নিয়ে। উইকিপিডিয়ার অলিখিত নিয়ম হলো— যে নিবন্ধটি পূর্বে তৈরি করা হয়েছে, সেটি শুদ্ধ নামে স্থানান্তর বা অদল-বদল করে নতুন পাতাটি থেকে পুনর্নির্দেশ আসবে। এখানে মূলত ইতিহাস-সহ অদল-বদলের কথা বলা হচ্ছে, যা বিশেষ কিছু অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীগণ করতে পারেন। আপনি এটিকে “নিয়ম” না বলে “নীতি” বলতে পারেন; কারণ এর সাথে সম্প্রদায়ের নৈতিকতা জড়িত। একজন ব্যবহারকারী পূর্বে একটি নিবন্ধ তৈরি করেছেন, নীতিগত কারণে আগের শিরোনামটি শুদ্ধ না হলে, নতুন শিরোনামে স্থানান্তর করা হয়। এতে আর্টিকেল কাউন্টে নিবন্ধটি পুরনো ব্যবহারকারীর নামের পাশে থেকে যায়। কেউ যদি নতুন করে নতুন শিরোনামে নিবন্ধ লেখে, সেটি নতুন ব্যবহারকারীর আর্টিকেল কাউন্টের পাশে যুক্ত হয়। পুরনো ব্যবহারকারীর ক্ষেত্রে পুনর্নির্দেশ আর আর্টিকেল কাউন্টে গণ্য হয় না। এই কারণে ইতিহাস-সহ স্থানান্তর না করা ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য, কারণ আপনি সেই ব্যবহারকারীর সম্পাদনাকে তাঁর স্বীকৃতি থেকে বঞ্চিত করছেন। (তবে এটা মনে রাখাও দরকার যে, উইকিপিডিয়ায় আর্টিকেল কাউন্ট গুরুত্বপূর্ণ কিছু নয়। তবু আমরা প্রত্যেক ব্যবহারকারীর সম্পাদনাকে সম্মান দিতে চাই। এভাবেই উইকিপিডিয়ার সংঘাত নিরসন নীতি কাজ করে।) আপনি উইকিপিডিয়ায় নতুন হিসেবে এই নীতি সম্পর্কে অবগত না-ও হতে পারেন। তবে পরবর্তী ক্ষেত্রে এসব বিষয়ে সতর্ক থাকবেন বলে আশা করা যায়। শুভকামনা। এবং সেই সাথে আমার দীর্ঘ বার্তা পড়ার জন্য ধন্যবাদ।
@Arabi Abrar, @MdsShakil: অংশগ্রহণকারীদের পিং করা হলো। — আদিভাইআলাপ২৩:০৩, ১১ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন