লোগোস (খ্রিস্টধর্ম)

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা MohdMabroor (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৩৩, ১ জুন ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল ("Logos (Christianity)" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ইসলামখ্রিস্টধর্মে, শব্দ বা কালেমা (গ্রিক: Λόγος, আক্ষ. 'শব্দ, আলাপ, বা কারণ') হল ঈসা তথা যীশু খ্রিস্টের একটি নাম বা উপাধি। খ্রিস্টধর্মে, যীশুকে ত্রিত্বের প্রাক-অস্তিত্বশীল দ্বিতীয় সত্ত্বা হিসেবে মানা হয়। দুয়ে-রেইমস, কিং জেমস, নব-আন্তর্জাতিকসহ এবং বাইবেলের অন্যান্য সংস্করণে, যোহন সমাচারের প্রথম শ্লোক:

আদিতে শব্দ ছিলেন, শব্দ ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই শব্দই ঈশ্বর ছিলেন৷[১][২][৩]

Λόγος-এর অনুবাদ "শব্দ"। শব্দানুকূল্য না থাকায় ইংরেজিতে একে অনুবাদের না করেই বেশিরভাগ সময়ে প্রতিবর্ণীকৃত করে রাখা হয়; অর্থাৎ লোগোসই লিখা হয়। আবার ধর্মতাত্ত্বিক বক্তৃতায়ও এর অনূদন করা হয় না।

কুরআনে একে "কালেমা" অর্থে অনুবাদ করা হয়েছে

إِنَّمَا ٱلۡمَسِیحُ عِیسَى ٱبۡنُ مَرۡیَمَ رَسُولُ ٱللَّهِ وَكَلِمَتُهُۥۤ أَلۡقَىٰهَاۤ إِلَىٰ مَرۡیَمَ وَرُوحࣱ مِّنۡهُۖ

  1. John 1:1
  2. John 1:1
  3. John 1:1