উইকিপিডিয়া:অধিকারের আবেদন/নিরীক্ষক

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা RiazACU (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৪৬, ১৪ এপ্রিল ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎আসাদুল্লাহ গালিভ আল সাদি: ব্যর্থ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

নিরীক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


মো সোহানুর রহমান

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত রেলওয়ে ও বিভিন্ন বিষয়ে নতুন নিবন্ধ তৈরি করি। বাংলা উইকিপিডিয়ায় যেমন আগের চেয়ে ট্রাফিক অনেক বেড়েছে তেমনি অবৈধ সম্পাদনার পরিমাণও বেড়েছে। আমি উইকিপিডিয়ার নীতিমালা, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা ও নিরীক্ষকের সাধারণ চারটি মানদন্ড সংক্রান্ত নিবন্ধ পড়েছি ও বুঝেছি। তাই অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষণ, নতুন প্রণীত নিবন্ধ গুলো যাচাই, পুনর্নির্দেশ ছাড়া নিবন্ধ স্থানান্তরধংসপ্রবণতা রোধের জন্য আমাকে নিরীক্ষক অধিকার দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। উল্লেখ্য আমার স্বয়ংক্রিয় পরীক্ষকরোলব্যাক অধিকার রয়েছে এবং আমার (প্রায় ৭০০ নিবন্ধ) ও (প্রায় ৭০০০ সম্পাদনা) রয়েছে। সোহান (আলাপ) ১৫:১১, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  •   মন্তব্য সুধী, আপনার নিবন্ধ ও সম্পাদনা সংখ্যার তুলনায় “পর্যালোচিত অনুমোদন” খুবই কম, মাত্র ২৭৫টি! নিরীক্ষক অধিকারের জন্য পর্যালোচনার হার দেখা হয়, যা আপনার ক্ষেত্রে মোটামুটিভাবে কম বলা যায়। সেক্ষেত্রে বলা যায়, আপনি পরিবর্তন পর্যালোচনা ও নতুন নিবন্ধ যাচাইয়ে(!) সক্রিয় নন। উল্লেখ্য, নতুন নিবন্ধ যাচাইয়ে নিরীক্ষক অধিকারের প্রয়োজন হয় না। — আদিভাইআলাপ১৮:২০, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মো সোহানুর রহমান: সুধী, দেখতে পাচ্ছি, আপনার অবদানের চেয়ে অন্যের সম্পাদনা পর্যালোচনা করার হার তুলনামূলক কম। আপনাকে নতুন নিবন্ধ ও অন্যের সম্পাদনা পর্যালোচনা, সংশোধন, অর্থাৎ নিরীক্ষণ বিষয়ক সম্পাদনায় আরও সক্রিয় হওয়ার অনুরোধ করতেছি। আপনার আবেদনটি আপাতত স্থগিত রাখলাম। ভালো অবদান অব্যাহত থাকলে মাসখানেক পর আপনাকে অধিকারটি দেওয়া হবে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৫২, ২২ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  • @Al Riaz Uddin Ripon: ভাই আমি বাংলা উইকিপিডিয়ায় আসার পর থেকেই নতুন নিবন্ধ তৈরিতে মনোনিবেশ করি, বাংলাদেশ রেলওয়ের রেলওয়ে স্টেশন + রেললাইন + ট্রেন এবং এসংক্রান্ত সকল বিষয় ইংরেজি উইকি থেকে অনুবাদ করা ছাড়াই নিজের জানা তথ্য ও গুগলে তথ্যসুত্র জোগাড় করে ৬০০+ নিবন্ধ তৈরি করেছি। এখন বাংলাদেশ রেলওয়ে নিয়ে নতুন নিবন্ধ তৈরি করার মত বিষয় না থাকায় আমি পাশের দেশ ভারতের রেল পরিবহন নিয়ে ইংরেজি উইকি থেকে অনুবাদ করে নিবন্ধ তৈরি করা শুরু করেছিলাম। কিন্তু অনেক সময় দেখা যায় অনুবাদের সময় নিবন্ধের শিরোনাম ভূল করে ফেলি। সঠিক নামে শিরোনাম স্থানান্তর করলেও ভূল নামটি পুনর্নির্দেশ হয়ে থাকে। তাই পুনর্নির্দেশ ছাড়া নিবন্ধের শিরোনাম স্থানান্তর করতেই আমার নিরিক্ষক অধিকারটি প্রয়োজন। যদিও আমি সাম্প্রতিক পরিবর্তনে টহল দেই না, তবে আমি যদি নিরিক্ষক অধিকারটি পাই তাহলে অমিমাংসীত পরিবর্তন পর্যবেক্ষণ করার চেষ্টাও করব এবং সুরক্ষিত নিবন্ধগুলোতেও সম্পাদনা করতেও আগ্রহবোধ করব। আমি নতুন নিবন্ধ তৈরি করা বাদ দিয়ে নিরিক্ষক বিষয়ক সম্পাদনা করার ইচ্ছা আমার নাই। — মো সোহানুর রহমান (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
    @মো সোহানুর রহমান:   মন্তব্য সুধী, উইকিপিডিয়ায় প্রদত্ত ব্যবহারকারী অধিকার মূলত ব্যবহারকারীর অভিজ্ঞতা ও প্রয়োজনভেদে প্রদান করা হয়৷ আপনার এ বিষয়ে আরও অভিজ্ঞতার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। নিরীক্ষক অধিকার নিবন্ধ নিরীক্ষা সংক্রান্ত কাজের জন্যই মূলত দেওয়া উচিত বলে মনে করি। ভুল নামে নিবন্ধ তৈরি হলে প্রশাসকদের আলোচনাসভায় কিংবা কোনো নিরীক্ষককে জানান। প্রায় সবসময়ই কোনো না কোনো প্রশাসক অথবা নিরীক্ষক সক্রিয় থাকেন। এ ধরনের ভুল তো প্রতিদিন হয় না। কাজেই আমার পরামর্শ হলো উইকিপিডিয়ায় নিরীক্ষা সংক্রান্ত কাজে অভিজ্ঞতা অর্জন করুন। কাউকে নিরীক্ষক অধিকার দিয়ে কী লাভ হবে যিনি এ সংক্রান্ত কাজই করবেন না? এটি ছাড়া আপনার আবেদনটি শোকেসিং বলে মনে হবে। এই অধিকারটি দেওয়া হলে আপনি আরও অনেক কিছুর অ্যাক্সেস পাবেন, আপনার ভাষ্যমতে যার ব্যবহার আপনার জানা নাই। একটি প্রাচীন প্রবাদ আছে, তলোয়ার তার কাছে থাকাই সবচেয়ে অনিরাপদ, যে এর ব্যবহার জানে না। এখন আপনিই বলুন, আপনাকে কি নিরীক্ষক অধিকারের মতো এত বড় একটি অধিকার দেওয়া উচিত হবে? — আদিভাইআলাপ০৯:০১, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়নি, দুঃখিত, শুধুমাত্র পুনর্নির্দেশ ছাড়া নিবন্ধ স্থানান্তরের জন্য অধিকারটি দেওয়া সম্ভব হচ্ছে না। আপনাকে প্রায় ১ মাস সময় দিয়ে আবেদন স্থগিত রেখেছি যাতে আপনি নিরীক্ষণ বিষয়ক অবদানে সক্রিয় হন। কিন্তু, আপনার মন্তব্য অনুসারে আপনি নিরীক্ষণ বিষয়ক কাজ করতে আগ্রহী নয়। তাই আপাতত অধিকারটি দেওয়া হলো না। ধন্যবাদ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:৪৪, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

FARMER

  • অনুরোধের অবস্থা:    স্থগিত

আমি উইকিপিডিয়ায় গত এক বছর ধরে যুক্ত আছি। আমি নিয়মিত নিবন্ধ মানোন্নয়ন ও নতুন নিবন্ধ তৈরির চেষ্টা করি। তবে আমি এই কাজের পাশাপাশি অমীমাংসিত সম্পাদনা সম্পাদনা পর্যালোচনা করতে, পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর করতে, সুরক্ষিত পাতায় অবদান রাখতে আগ্রহী, তাই আমার উইকিপিডিয়া:নিরীক্ষক অধিকারটি থাকা প্রয়োজন। উল্লেখ্য, আমি নিবন্ধ মানোন্নয়নে কাজ করি বলে আমার নতুন নিবন্ধ সংখ্যা তুলনামুলকভাবে কম। এছাড়াও, আমার উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারটি আছে। ধন্যবাদ। কৃষক (আলাপ) ০৩:৩৭, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  মন্তব্য আপনি নিরীক্ষক হলেও আপনি পূর্ণ সুরক্ষিত পাতায় সম্পাদনা করতে পারবেন না। কেবল প্রশাসকরাই এমন পাতা সম্পাদনাটি করতে পারবেন। আবার অর্ধ-সুরক্ষিত পাতা স্বয়ংনিশ্চিতকৃত যেকোনো ব্যবহারকারীই সম্পাদনা করতে পারবেন। ~ খাত্তাব , , ... ০৮:২৪, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান, এখানে আমার কথাটির উদ্দেশ্য হল আধা-সুরক্ষিত পাতায় অপ্রকাশিত সম্পাদনা প্রকাশ/বাতিল করে দিয়ে ঐ পাতায় ব্যবহারকারীর সম্পাদনায় এক ধরণের সাহায্য করে অবদান রাখা। -- কৃষক (আলাপ) ১১:২১, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@FARMER: সুধী, আপনার অবদান পর্যালোচনা করে দেখলাম অন্যের সম্পাদনা পর্যালোচনা করার হার তুলনামূলক কম, এখন পর্যন্ত মাত্র ১৫টি। আপনাকে নতুন নিবন্ধ ও অন্যের সম্পাদনা পর্যালোচনা, সংশোধন, অর্থাৎ নিরীক্ষণ বিষয়ক সম্পাদনায় সক্রিয় হওয়ার অনুরোধ রইলো। কারণ, আপনার আবেদনটি আপাতত স্থগিত রাখলাম। কারণ, নিরীক্ষক, অধিকারটি মূলত নিরীক্ষণ সংক্রান্ত কাজে অবদান রাখা ব্যবহারকারীদের দেওয়া হয়ে থাকে। ভালো অবদান অব্যাহত থাকলে মাসখানেক পর আপনাকে অধিকারটি দেওয়া হবে। ধন্যবাদ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১২:০৪, ৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আসাদুল্লাহ গালিভ আল সাদি

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

রোলব্যাক ব্যাবহার করে বাংলা উইকিপিডিয়ার ধংশপ্রবনতা রোধ করতে চাই। সাদি (আলাপ) ২০:২৪, ৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@আসাদুল্লাহ গালিভ আল সাদি: রোলব্যাক করতে নিরীক্ষক অধিকার লাগে না। আপনি মনে হয় ভুল জায়গায় আবেদন করেছেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২২:২৫, ৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়নি, ১০ দিন পরও আবেদনকারীর কোনো সাড়া নেয়নি৷ এবং আবেদন অনুসারে বুঝা যাচ্ছে অধিকারটি সম্পর্কে ধারণা নেই৷ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১১:৪৬, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]