মানসুর নাসিরুদ্দীন মুহাম্মাদ

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা খাত্তাব হাসান (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:২৬, ১৫ জানুয়ারি ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল ("Al-Mansur Nasir al-Din Muhammad" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

মানসুর নাসিরুদ্দীন মুহাম্মাদ বিন আজিজ (আরবি: المنصور ناصر الدين محمد بن العزيز; ১১৮৯ - ১২১৬ এর কিছু পরে) ছিলেন মিশরের তৃতীয় আইয়ুবীয় সুলতান। তিনি ১১৯৮ - ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন।

মানসুর নাসিরুদ্দীন মুহাম্মাদ
মানসুর
মিশরের সুলতান
রাজত্ব২৯শে নভেম্বর ১১৯৮ – ফেব্রুয়ারী ১২০০
পূর্বসূরিআজিজ উসমান
উত্তরসূরিপ্রথম আদিল
জন্ম১১৮৯
মৃত্যু১২১৬ এর পরে (২৭ বছর থেকে বেশী)
পিতাআজিজ উসমান
ধর্মসুন্নি ইসলাম

জীবনী

আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা সালাহউদ্দিনের পৌত্র মানসুর ১১৯৮ খ্রিস্টাব্দে মাত্র বার বছর বয়সে পিতা আজিজ উসমানের উত্তরাধিকার হিসেবে সুলতান হন।[১] তার আতাবেগ আসাকির (বা কমান্ডার ইন চিফ) এবং কার্যকর রাজপ্রতিনিধি কাকে বানানো উচিত; এই নিয়ে সামরিক দল কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়। সালাহিয়া মামলুকরা সালাহউদ্দিনের ভাই আদিলকে এই ভূমিকা দিতে সচেষ্ট হয়। কারণ, তারা তাকে দক্ষ এবং অভিজ্ঞ হিসেবে দেখে আসছিল। অন্যদিকে আসাদিয়া মামলুকরা সালাহউদ্দিনের সবচেয়ে বড় পুত্র আফযালকে এই জায়গায় দেখতে চেয়েছিল।[২]

আফযাল পরবর্তী কার্যক্রমে মিশরে থাকার কারণে প্রাথমিক সুবিধা পেয়েছিলেন। কারণ, তখন আদিল সিরিয়ায় ছিলেন। এমনকি আফযালকে আতাবেগ ঘোষণা করা হয়েছিল। শেষপর্যন্ত তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। আফযাল দামেস্ক আক্রমণ করেন। কিন্তু নিজের সুবিধাজনক অবস্থান হারান। কিছুকাল পরেই ১২০০ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে (৫৯৪ হিজরীর রবিউস সানী) আদিল কায়রোতে প্রবেশ করেন। কয়েকদিন পরে তিনি জুমার খুতবায় মানসুরের নাম সরিয়ে নিজের নাম দিতে ঘোষণা করেন। যার ফলে মানসুরকে পদচ্যুত করা হয়েছিল।[৩]

পদত্যাগের পর মানসুর সিরিয়ার আলেপ্পোতে নির্বাসিত হন। সেখানে তিনি তার চাচা আমির যাহির গাজীর দরবারে থাকতেন। যাহির ১২১৬ খ্রিস্টাব্দে তাকে আমিরাতের উত্তরাধিকারের সারিতে রেখেছিলেন, যদি তার নিজের ছেলেরা তার পূর্ববর্তী হন। মানসুর সম্পর্কে আর কিছু জানা যায়নি।

তথ্যসূত্র

 

  1. A History of the Crusades: The Kingdom of Acre and the Later Crusades by Steven Runciman, p.81
  2. Humphreys, R. S., From Saladin to the Mongols, The Ayyubids of Damascus 1183-1260, SUNY Press 1977 p.110
  3. Humphreys, R. S., From Saladin to the Mongols, The Ayyubids of Damascus 1183-1260, SUNY Press 1977 p.116
মানসুর নাসিরুদ্দীন মুহাম্মাদ
জন্ম: 1189 মৃত্যু: after 1216
শাসনতান্ত্রিক খেতাব
পূর্বসূরী
{{{before}}}
{{{title}}} উত্তরসূরী
{{{after}}}