উইকিপিডিয়া:অধিকারের আবেদন/নিরীক্ষক

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Ahmad Kanik (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৫০, ১৩ জুলাই ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (সংযোগ সংশোধন)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

নিরীক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


S. M. Nazmus Shakib

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি নিয়মিতভাবে বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করে থাকি। আমি ধ্বংসপ্রবণতা ও মৌলিক বিষয়বস্তু নীতি সম্পর্কে ওয়াকিবহাল। এছাড়াও, আমি মৌলিক বিষয়বস্তু ও নীতিমালা সম্পর্কে পরিচিত এবং আমি পর্যালোচনার নির্দেশাবলী সম্পর্কে জানি। তাছাড়া, পূর্বে স্বয়ংক্রিয় পরীক্ষণ সুবিধা আমার একাউন্টের সাথে যুক্ত হয়েছে। এমতাবস্থায়, আমি নিরীক্ষক অধিকার লাভের উপযুক্ত বলে ব্যক্তিগতভাবে মনে করি। Smnsbd1971 (আলাপ) ১০:১৭, ২১ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০০:১৪, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

TowfiqSultan

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আমি এই অধিকার পেতে ইচ্ছুক। আমি অনেক দিন যাবত উইকিপিডিয়ার সাথে যুক্ত আছি। আমি এখন উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে অবগত। তাছাড়া উইকিপিডিয়াতে কাজকরে আমার খুবই ভালো লাগে তাই উইকিপিডিয়া কে আরও সাহায্য সহযোগিতা করার জন্য এবং অভিজ্ঞতা জ্ঞান অর্জনের জন্য আমি এই অধিকার পেতে ইচ্ছুক। TowfiqSultan (আলাপ) ০৫:৩৩, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি। আপনি গণহারে সবগুলো অধিকারের আবেদন করেছেন অর্থাৎ অধিকারগুলো কি কাজে লাগে সে সম্পর্কে দয়া করে প্রথমে পড়ুন এবং প্রয়োজন অনুসারে অধিকারগুলো প্রদান করা হয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৪০, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী:DelwarHossain

সম্মানিত প্রশাসকবৃন্দ, আমি দেলোয়ার হোসাইন বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করে যাচ্ছি। উল্লেখযোগ্যতা মানদণ্ড বিবেচনায় আমিন নতুন নিবন্ধ তৈরি ও অনুবাদ প্রকল্পে কাজ করছি। এসব করতে গিয়ে বাংলা উইকিপিডিয়ার ধ্বংসপ্রবণতা ও মৌলিক বিষয়বস্তু নীতিমাল সম্পর্কে অবগত হয়েছি। পাশাপাশি উইকিপিডিয়ার মৌলিক বিষয়বস্তু ও নীতিমালা সম্পর্কে পরিচিত ও নিবন্ধ/সম্পাদনা পর্যালোচনার নির্দেশাবলী সম্পর্কে জানি। আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ সুবিধা যুক্ত আছে। এ অবস্থায় আমার সম্পাদনা গতি পূর্বের তুলনায় বৃদ্ধির লক্ষ্যে নিরীক্ষক সুবিধার আবেদন করছি। --দেলোয়ার০০:৩৮, ১০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]