স্পোর্টস ক্লাব মাটার্সবুর্গ

স্পোর্টস ক্লাব মাটার্সবুর্গ (ইংরেজি: SKN St. Pölten; এছাড়াও স্পোর্টভেরিন বাউভেল্ট কোখ মাটার্সবুর্গ, এসভি মাটার্সবুর্গ অথবা শুধুমাত্র মাটার্সবুর্গ নামে পরিচিত) হচ্ছে সেন্ট পোল্টেন ভিত্তিক একটি অস্ট্রীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে অস্ট্রিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এসভি মাটার্সবুর্গ তাদের সকল হোম ম্যাচ মাটার্সবুর্গের পাপেলস্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৭,১০০।[১] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফ্রানৎস পোনওয়াইসার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মার্টিন পুখার[২] বসনীয় রক্ষণভাগের খেলোয়াড় নেদেলকো মালিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫]

মাটার্সবুর্গ
পূর্ণ নামস্পোর্টভেরিন বাউভেল্ট কোখ মাটার্সবুর্গ
প্রতিষ্ঠিত১৯২২; ১০২ বছর আগে (1922)
মাঠপাপেলস্টাডিওন[১]
ধারণক্ষমতা১৭,১০০
সভাপতিঅস্ট্রিয়া মার্টিন পুখার
ম্যানেজারঅস্ট্রিয়া ফ্রানৎস পোনওয়াইসার[২]
লিগঅস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা
২০১৯–২০১০ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 
  2. "ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 
  3. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 
  4. "বর্তমান দলের সদস্য"উয়েফা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 
  5. "স্পোর্টস ক্লাব মাটার্সবুর্গ: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:স্পোর্টস ক্লাব মাটার্সবুর্গ টেমপ্লেট:অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা