সাহেবগঞ্জ জেলা

ঝাড়খণ্ডের একটি জেলা

সাহেবগঞ্জ জেলা ঝাড়খণ্ডের, রাজ্যের ২৪টি জেলার একটি। জেলাটির সদরদপ্তর ও বড় শহর সাহেবগঞ্জ। জেলাটি ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগের অন্তর্গত।

সাহেবগঞ্জ জেলা
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে সাহেবগঞ্জের অবস্থান
ঝাড়খণ্ডে সাহেবগঞ্জের অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগসাঁওতাল পরগণা
সদরদপ্তরসাহেবগঞ্জ
সরকার
 • লোকসভা কেন্দ্ররাজমহল
 • বিধানসভা আসন
আয়তন
 • মোট২,০৬৩ বর্গকিমি (৭৯৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১১,৫০,৫৬৭
 • জনঘনত্ব৫৬০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৫৩.৭৩ শতাংশ[১]
 • লিঙ্গানুপাত৯৫২
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
রাজমহল পর্বত

মহকুমা সম্পাদনা

সাহেবগঞ্জ জেলা মোট দুটি মহকুমায় বিভক্ত যথাঃ সাহেবগঞ্জ মহকুমা এবং রাজমহল মহকুমা। মহকুমাগুলি আবার নটি সমষ্টি উন্নয়ন ব্লকে বিভক্ত যেগুলি হলো

সাহেবগঞ্জ মহকুমা সম্পাদনা

সাহেবগঞ্জ, মান্দরো, বোরিও ও বারহাইট

রাজমহল মহকুমা সম্পাদনা

তালঝাড়ী, রাজমহল, উদুয়া, পাথনা ও বাঢ়ারুয়া[২]

অর্থনীতি সম্পাদনা

সাহেবগঞ্জ জেলা অর্থনৈতিকভাবে খুব পিছিয়ে। সাহেবগঞ্জ ভারতের ২৫০টি অতি-অনুন্নত জেলাগুলির একটি।

জনসংখ্যাতত্ত্ব সম্পাদনা

২০১১ সালে ভারতের আদমশুমারি অনুযায়ী সাহেবগঞ্জ জেলার জনসংখ্যা ১,১৫০,০৩৮ জন[৩] যা তিমোর লেস্ট রাষ্ট্রের সমান।[৪] অথবা যুক্তরাষ্ট্রের রাষ্ট্র রোড আইল্যান্ডের সমান।[৫] জনসংখ্যার ভিত্তিতে সাহেবগঞ্জ জেলা ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৪০৭ম। [৬] জেলার জনঘনত্ব ৭১৯ জন প্রতি বর্গকিলোমিটার (১,৮৬০ জন/বর্গমাইল)।[৬] জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ পর্যন্ত ২৩.৯৬।[৬] সাহেবগঞ্জের লিঙ্গানুপাত প্রতি ১০০০ পুরুষে ৯৪৮ জন নারী[৬] এবং গড় শিক্ষার হার ৫৩.৭৩% যা ভারতের গড় শিক্ষা হার ৫৯.৫%-এর চাইতে কম। [৬]

ভাষা সম্পাদনা

২০১১ অনুযায়ী বিভিন্ন ভাষাসমূহ[৭]

  বাংলা (২৮.৮৬%)
  হিন্দী (২৬.৩৩%)
  সাঁওতালি (২১.৮৬%)
  খোরঠা (১১.৪২%)
  উর্দু (৬.৩৩%)
  মালতো (৩.৬৯%)
  কুরুখ/ওরাওঁ (০.৬৯%)
  অন্যান্য (০.৮২%)

সাহেবগঞ্জ জেলার সংখ্যাগরিষ্ঠ ভাষা হল বাংলা (২৮.৮৬%)। বাংলা ছাড়াও ২৬.৩৩% মানুষ হিন্দি ও ২১.৮৬% মানুষ সাঁওতালি ভাষায় কথা বলেন। এই জেলার সরকারি ভাষা হল হিন্দি।

==ধর্ম==ইসলাম ৩৮.৪৫ হিন্দু ৫২.৫৬ খ্রিষ্টান ২.৬৭ বৌদ্ধ ০.৫৮ অনন্যা ৫.৭৪

তথ্যসূত্র সম্পাদনা

  1. "District-specific Literates and Literacy Rates, 2011"। Registrar General, India, Ministry of Home Affairs। সংগ্রহের তারিখ ২০১১-১২-১১ 
  2. "জেলা পরিলেখ"২০১১ আদমশুমারি। সাহেবগঞ্জ জেলা প্রশাসন। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৬ 
  3. "জেলা আদমশুমারি ২০১১"। Census2011.co.in। ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৩ 
  4. ইউএস ডাইরেক্টর অব ইন্টেলিজেন্স। "কান্ট্রি কম্প্যারিজন:জনসংখ্যা"। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৩Timor-Leste 1,177,834 July 2011 est. 
  5. "২০১০ বসবাসকারী জনসংখ্যার তথ্য"। U. S. Census Bureau। ২০১১-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-১৩Rhode Island 1,052,567 
  6. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১ 
  7. http://www.censusindia.gov.in/2011census/C-16.html