রয়্যাল শার্লেরোয়া স্পোর্টিং ক্লাব

রয়্যাল শার্লেরোয়া স্পোর্টিং ক্লাব (এছাড়াও আর শার্লেরোয়া এসসি অথবা শুধুমাত্র আরসিএসসি নামে পরিচিত) হচ্ছে শার্লেরোয়া ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৯০৪ সালের ১লা জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আর শার্লেরোয়া এসসি তাদের সকল হোম ম্যাচ শার্লেরোয়ার স্টাড ডু পেস ডে শার্লেরোয়ায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৫,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন করিম বেনহোসাইন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফাবিয়েঁ দেবেক। বেলজীয় রক্ষণভাগের খেলোয়াড় দোরিয়ান দেসোলেই এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

স্পোর্টিং শার্লেরোয়া
পূর্ণ নামরয়্যাল শার্লেরোয়া স্পোর্টিং ক্লাব
ডাকনামলে জেব্র (জেব্রা),
লে কারোলো
প্রতিষ্ঠিত১ জানুয়ারি ১৯০৪; ১২০ বছর আগে (1904-01-01)
মাঠস্টাড ডু পেস ডে শার্লেরোয়া,
শার্লেরোয়া
ধারণক্ষমতা১৫,০০০[১]
সভাপতিবেলজিয়াম ফাবিয়েঁ দেবেক[২]
পরিচালন অধিকর্তাইরান মেহদি বায়াত
প্রধান কোচফ্রান্স করিম বেনহোসাইন
লিগবেলজীয় প্রথম বিভাগ এ
২০১৯–২০৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, আর শার্লেরোয়া এসসি এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি বেলজীয় দ্বিতীয় বিভাগ এবং ১টি বেলজীয় দ্বিতীয় বিভাগ চূড়ান্ত পর্ব শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Het Stade du Pays de Charleroi ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ অক্টোবর ২০১৭ তারিখে sporting-charleroi.be (last check 30 March 2018)
  2. "Fabien Debecq nouveau président du Sporting de Charleroi"RTL Sport। RTL Belux S.A.। ৬ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:রয়্যাল শার্লেরোয়া স্পোর্টিং ক্লাব টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ