মাহফিজুর রহমান সাগর

বাংলাদেশী সাঁতারু

মাহফিজুর রহমান সাগর (জন্ম: ১৫ মে ১৯৯৩) একজন বাংলাদেশী সাতারু। তিনি ২০১২ সালের গ্রীস্মকালীন অলিম্পিক প্রতিযোগীতায় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন।

মাহফিজুর রহমান সাগর
জন্ম(১৯৯৩-০৫-১৫)১৫ মে ১৯৯৩
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
শিক্ষাস্নাতক
মাতৃশিক্ষায়তনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান
পেশাসাতারু

জন্ম ও পারিবারিক পরিচিতি সম্পাদনা

সাগর ১৯৯৩ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন। পাবনা সদর উপজেলার দ্বীপচরের বাসিন্দা আজিজুর রহমান টিংকু তার পিতা এবং মাতা মসকুরা খাতুন নিলু।[১]

শিক্ষাজীবন সম্পাদনা

সাগর ২০০১ সালে বিকেএসপিতে সাঁতার ইভেন্টে ভর্তি হোন এবং সেখান থেকে ২০০৮ সালে এসএসসি ও ২০১০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণীতে অধ্যয়নরত।[১][২]

২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক সম্পাদনা

সাগর ২০১২ সালের অলিম্পিকের মার্চপাস্ট অনুষ্ঠানে দেশের পতাকা বহন করেন।[৩] ওয়াইল্ড কার্ডের সৌজন্যে অলিম্পিকে তিনি ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতার প্রতিযোগীতায় অংশ নেন। সেখানে তিনি হিটে ২৪.৬৪ সে সময় করে ৩৯তম স্থান পান এবং আর অগ্রসর হতে পারেননি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পাবনার সাগর বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় লন্ডনে যাচ্ছে"দৈনিক সংগ্রাম। ১৯ জুলাই ২০১২। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৫ 
  2. "সাঁতারের সাগর"দৈনিক প্রথমআলো। ৪ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৫ 
  3. "Sagor to bear Bangladesh flag"ডেইলী স্টার। ১৩ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা

অলিম্পিক গেমস
পূর্বসূরী
মোহাম্মদ রানা
বাংলাদেশের পতাকা বাহক
লন্ডন ২০১২
উত্তরসূরী
সিদ্দিকুর রহমান