ভালেরি জিস্কার দেস্তাঁ

পঞ্চম ফরাসি প্রজাতন্ত্রের ৩য় রাষ্ট্রপতি

ভালেরি মারি র‍্যনে জর্জ জিস্কার দেস্তাঁ (জন্ম ২ ফেব্রুয়ারি ১৯২৬–২ ডিসেম্বর ২০২০) একজন জ্যেষ্ঠ ফরাসি রাজনীতিবিদ যিনি ফ্রান্সের রাষ্ট্রপতি হিসেবে ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।[১]

ভালেরি জিস্কার দেস্তাঁ
১৯৭৮ সালে ভালেরি জিস্কার দেস্তাঁ
ফ্রান্সের রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
২৭শে মে ১৯৭৪ – ২১শে মে ১৯৮১
প্রধানমন্ত্রীজাক শিরাক
রেমোঁ বার
পূর্বসূরীজর্জ পোঁপিদু
উত্তরসূরীফ্রঁসোয়া মিতেরঁ
ওভের্ন প্রশাসনিক অঞ্চলের
আঞ্চলিক পরিষদের সভাপতি
কাজের মেয়াদ
২১শে মার্চ ১৯৮৬ – ২রা এপ্রিল ২০০৪
পূর্বসূরীমোরিস পুরশোঁ
উত্তরসূরীপিয়ের-জোয়েল বোঁতে
অর্থনীতি ও অর্থসংস্থান মন্ত্রী
কাজের মেয়াদ
২০শে জুন ১৯৬৯ – ২৭শে মে ১৯৭৪
প্রধানমন্ত্রীজাক-শাবঁ-দেলমাস
পিয়ের মেসমের
পূর্বসূরীফ্রঁসোয়া-এগজাভিয়ে অর্তলি
উত্তরসূরীজঁ-পিয়ের ফুর্কাদ
কাজের মেয়াদ
২৮ই জানুয়ারি ১৯৬২ – ৮ই জানুয়ারি ১৯৬৬
প্রধানমন্ত্রীমিশেল দ্যব্রে
জর্জ পোঁপিদু
পূর্বসূরীউইলফ্রিদ বোমগার্তনের
উত্তরসূরীমিশেল দ্যব্রে
নগরপাল (শামালিয়ের)
কাজের মেয়াদ
১৫ই সেপ্টেম্বর ১৯৬৭ – ১৯শে মে ১৯৭৪
পূর্বসূরীপিয়ের শাত্রুস
উত্তরসূরীক্লোদ ওলফ
ব্যক্তিগত বিবরণ
জন্মভালেরি মারি র‍্যনে জর্জ জিস্কার দেস্তাঁ
(১৯২৬-০২-০২)২ ফেব্রুয়ারি ১৯২৬
কোবলেন্স, ফরাসি-অধিকৃত জার্মানি
মৃত্যু২ ডিসেম্বর ২০২০(2020-12-02) (বয়স ৯৪)
ফ্রান্স
রাজনৈতিক দলসেএনইপে (১৯৫৬–১৯৬২)
এফ এন এর ই (১৯৬৬–১৯৭৭)
পে এর (১৯৭৭–১৯৯৫)
উ্যদেএফ (১৯৭৮–২০০২)
পেপেদেএফ (১৯৯৫–১৯৯৭)
দে এল (১৯৯৭–১৯৯৮)
উ্যএমপে (২০০২–২০০৪)
দাম্পত্য সঙ্গীআন-এমন সোভাজ দ্য ব্রঁত (বি. ১৯৫২)
সন্তান৪, যাদের মধ্যে অঁরিলুই উল্লেখযোগ্য
প্রাক্তন শিক্ষার্থীএকল পোলিতেকনিক
একল নাসিওনাল দাদমিনিস্ত্রাসিওঁ
স্বাক্ষর
সামরিক কর্মজীবন
আনুগত্যটেমপ্লেট:দেশের উপাত্ত মুক্ত ফ্রান্স
সেবা/শাখা ফরাসি সেনাবাহিনী
কার্যকাল১৯৪৪–১৯৪৫
পদমর্যাদাব্রিগাদিয়ে-শেফ (প্রধান ব্রিগেডিয়ার)
যুদ্ধ/সংগ্রামদ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্যারিসের মুক্তি
পুরস্কারক্রোয়া দ্য গের (যুদ্ধের ক্রুশপদক)

জিস্কার দেস্তাঁ বিভিন্ন সামাজিক প্রশ্নে (যেমন বিবাহবিচ্ছেদ, জন্মনিয়ন্ত্রণ, গর্ভপাত, ইত্যাদি) উদারপন্থা অবলম্বন করেন। তিনি ফ্রান্সের আধুনিকায়নের জন্য জোর প্রচেষ্টা চালান। তার শাসনামলে উচ্চগতির রেলগাড়ি "তেজেভে" (TGV; Train à Grande Vitesse ত্রাঁ আ গ্রঁত ভিতেস) নির্মাণের কাজ শুরু হয়। তিনি পারমাণবিক শক্তিকে ফ্রান্সের শক্তির মূল উৎস হিসেবে প্রতিষ্ঠা করেন। কিন্তু ১৯৭৩ সালে একটি শক্তি সংকট ঘটে, যা ফ্রান্সের ২য় বিশ্বযুদ্ধ-পরবর্তী ৩০ বছরের উন্নয়নের ধারা ব্যহত করে ও অর্থনৈতিক মন্দার জন্ম দেয়, এবং যার কারণে জিস্কার দেস্তার জনপ্রিয়তা হ্রাস পায়। জিস্কার দেস্তাঁ রাজনৈতিক ক্ষেত্রের ডান ও বাম -- দুই পার্শ্ব থেকেই রাজনৈতিক বিরোধিতার সম্মুখীন হন। একদিকে ছিল ফ্রঁসোয়া মিতেরঁ-র অধীনে নব্য একীভূত বামদলগুলি এবং অন্যদিকে ডানপন্থী জাক শিরাকের উত্থান ঘটে, যিনি শার্ল দ্য গোলের নীতি পুনরায় প্রয়োগের অনুসারী ছিলেন। ভালেরি জিস্কার দেস্তাঁ ১৯৮১ সালে ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত জনমত জরিপে উচ্চ সমর্থন লাভ করলেও নির্বাচনের ২য় রাউন্ডে গিয়ে ফ্রঁসোয়া মিতেরঁ-র কাছে পরাজিত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Valéry Giscard d'Estaing: "In Wahrheit ist die Bedrohung heute nicht so groß wie damals""Frankfurter Allgemeine Zeitung। ১৫ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৬