খানপুর ইউনিয়ন, বাগেরহাট সদর

বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন

খানপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ[১] এটি ৫৫.৩২ কিমি২ (২১.৩৬ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৮,৯৮৬ জন। খানপুর ইউনিয়ন এর সবচেয়ে বড় এবং বিখ্যাত বাজার চুলকাটি বাজার(পোস্ট কোড :৯৩৭০) । বাজারটি নারকেল, সুপারি,গরুর দুধের হাটের জন্য বিখ্যাত ও সুপরিচিত। সেরা শিক্ষালয় চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় (স্কুলটি অত্র এলাকার স্কুল সমূহের JSC এবং SSC পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়) । গ্রাম্য এলাকা হলেও চুলকাটি বাজার ও তৎসংলগ্ন এলাকায় দ্রুততার সাথে আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সময় বেশ কয়েকটি যুদ্ধ এ এলাকায় সংগটিত হয় । [২]

খানপুর
ইউনিয়ন
খানপুর ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
উপজেলাবাগেরহাট সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৫৫.৩২ বর্গকিমি (২১.৩৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৮,৯৮৬
 • জনঘনত্ব৩৪০/বর্গকিমি (৮৯০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটkhanpurup.bagerhat.gov.bd

গ্রামসমূহ সম্পাদনা

খানপুর ইউনিয়নে মোট ১১টি গ্রাম রয়েছে।

  1. চুলকাটি
  2. দক্ষিণ খানপুর
  3. উত্তর খানপুর
  4. চুড়ামনি
  5. রনজিৎপুর
  6. হাকিমপুর
  7. কনকপুর
  8. ভট্টবালিয়াঘাটা
  9. কিছমত ভট্ট
  10. যুগীডাঙ্গা
  11. সোনাডাঙ্গা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "খানপুর ইউনিয়ন"বাগেরহাট সদর উপজেলার ইউনিয়ন। khanpurup.bagerhat.gov.bd। ২০২০। 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬