এক শ্রীমান এক শ্রীমতি

১৯৬০ এর হিন্দি ভাষার চলচ্চিত্র

এক শ্রীমান এক শ্রীমতি হচ্ছে ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। সুরিন্দর কাপুরের প্রযোজনা, বাপ্পী সোনির পরিচালনা এবং শচীন ভৌমিকের রচনায় চলচ্চিত্রটিতে শশী কাপুর এবং ববিতা শিবদাসানি নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন।[১][২]

এক শ্রীমান এক শ্রীমতি
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকবাপ্পী সোনি
প্রযোজকসুরিন্দর কাপুর
রচয়িতাশচীন ভৌমিক
চিত্রনাট্যকারশচীন ভৌমিক
শ্রেষ্ঠাংশেশশী কাপুর
ববিতা শিবদাসানি
সুরকারকল্যাণজী-আনন্দজী
চিত্রগ্রাহকতরু দত্ত
সম্পাদকএম এস শিন্ডে
স্থিতিকাল১৪০ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

পটভূমি সম্পাদনা

চলচ্চিত্রটির কাহিনী হচ্ছে প্রীতম আর দীপালিকে নিয়ে; প্রীতম দিপালীর মন জয় করতে চায় তার সঙ্গে প্রেম করার জন্য তবে দীপালি আগেই অজিত নামের একজনের সঙ্গে প্রেম করে; প্রীতম যদিও অনেক কষ্টে দীপালির কাকা দ্বারা দীপালির মন জয় করতে সক্ষম হয়।

অভিনয়ে সম্পাদনা

গানের তালিকা সম্পাদনা

# গান গায়ক-গায়িকা
"আয়ে ব্যাঠে খায়ে পিয়ে খিসকে" মোহাম্মদ রফি
"চাঁদনী রাত মেঁ" মোহাম্মদ রফি
"কুচ কাহে তো খাফা" মোহাম্মদ রফি
"জীবন পথ পার প্যায়ার না ছেড়ি" মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর
"প্যায়ার তো একদিন হোনা থা, হো গায়া" মোহাম্মদ রফি, আশা ভোসলে
6 "রাজা তোহে নয়নো সে মাদিরা" আশা ভোসলে
"হ্যালো হ্যালো এভরিবডি" আশা ভোসলে

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা