উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
MdsShakil (আলোচনা | অবদান)
২৫৩ নং লাইন:
:* প্রকল্পের ধরণ/বিষয়বস্তু অনুযায়ী বিশ্ববিদ্যালয় ই উপযুক্ত বলেই আমার মনে হয়। প্রচলিত বাংলা শব্দ বিদ্যমান থাকতে ভার্সিটি ব্যবহারের কোন যোক্তিকতা নেই —[[ব্যবহারকারী:MdsShakil|শাকিল]] ([[ব্যবহারকারী আলাপ:MdsShakil|আলাপ]] <b>·</b> [[বিশেষ:অবদান/MdsShakil|অবদান]]) ০৪:০৫, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
:*:@[[ব্যবহারকারী:MdsShakil|MdsShakil]] বিষয়বস্তু আসলে প্রাক-প্রাথমিক থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় বা আরো উচ্চতর বিষয়সমূহ। বিশ্ববিদ্যালয় দীর্ঘ নাম; সেজন্যই দেশীয়রাও ভার্সিটিই কথ্যরূপে বেশি ব্যবহার করেন। যেমন, ঢাকা ভার্সিটি বা চিটং (চিটাগাং) ভার্সিটি। অথবা ভার্সিটিতে আসুন ইত্যাদি। ভার্সিটি এক হিসেবে বাংলা শব্দই। কারণ, ইংরেজিতে ইউনিভার্সিটির সংক্ষিপ্ত হচ্ছে '''ইউনি'''। ভার্সিটি ভারতবর্ষে বা বেশিরভাগ বাংলাতেই অধিক ব্যবহৃত। আর প্রকল্পের নাম সংক্ষিপ্ত হওয়াই বিধেয়। নইলে ভাবুন, উইকিএনসাইক্লোপিডিয়া নাম হলে কত সমস্যা হত। হিন্দিতেও উইকিবিদ্যালয়ই ব্যবহৃত হয়েছে। যেখানে, ইউনিভার্সিটির হিন্দি হচ্ছে বিশ্ববিদ্যালয়। -- ~ [[ব্যবহারকারী:খাত্তাব হাসান|খাত্তাব]] <sup>[[বিশেষ:অবদান/খাত্তাব হাসান|অ]], [[ব্যবহারকারী আলাপ:খাত্তাব হাসান|আ]], [[বিশেষ:ইমেইল/খাত্তাব হাসান|ই]]...</sup> ০৪:২০, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
:*::@[[ব্যবহারকারী:খাত্তাব হাসান|খাত্তাব হাসান]] ইংরেজির প্রসঙ্গ বাংলাতে টানলে হবে না, তারা তাদের সুবিধামত নাম দিয়েছে, আমরা যেই কারণে উইকিবুক ব্যবহার না করে উইকিবই ব্যবহার করছি, উইকিসোর্স ব্যবহার না উইকিসংকলন ব্যবহার করছি, সেই একই কারণে আমাদের বাংলা শব্দ বিশ্ববিদ্যালয় ব্যবহার করার ক্ষেত্রে ছোট-বড় নাম সমস্যা সৃষ্টি করবে বলে আমি মনে করি না। বিদ্যালয় হবে নাকি বিশ্ববিদ্যালয় হবে সেটা নিয়ে বিশদ আলোচনা হতেই পারে —[[ব্যবহারকারী:MdsShakil|শাকিল]] ([[ব্যবহারকারী আলাপ:MdsShakil|আলাপ]] <b>·</b> [[বিশেষ:অবদান/MdsShakil|অবদান]]) ০৫:১০, ২৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
 
== Wikimedia Wikimeet India 2022 Postponed ==