বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১৩৮ নং লাইন:
:{{উত্তর|Mzz Tanmay}} প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে যেরকম আছে সেরকম অনুসরণ করতে পারেন। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান#top|আলাপ]]) ২০:০৫, ৮ আগস্ট ২০২০ (ইউটিসি)
::{{re|Mzz Tanmay}} যেহেতু আমি অনেকগুলো মেডিকেল কলেজের নিবন্ধ তৈরী করেছি তাই এই আলোচনায় নাক গলাতে হচ্ছে। আমার মতামত হচ্ছে, নামকরণ হবে '''মেডিকেল কলেজ''', এবং নিবন্ধের মধ্যে '''হাসপাতাল''' নামে একটি অনুচ্ছেদ থাকবে (উদাহরণঃ [[ঢাকা মেডিকেল কলেজ]])। আমরা যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধ তৈরি করছি তাই কলেজই হওয়া উচিত। হাসপাতাল যদি আলাদাভাবে উল্লেখযোগ্য হয়ে থাকে তবে হাসপাতালের আলাদা নিবন্ধ থাকতে পারে। সম্ভবত ব্যবসায়িক স্বার্থে অথবা বিজ্ঞাপনের সুবিধার্থে কিছু প্রতিষ্ঠানের ওয়েবসাইটে "কলেজ ও হাসপাতাল" দেয়া আছে। কিন্তু একাডেমিক কাগজপত্রে সবাই-ই শুধু "কলেজ" লিখে থাকে। —[[ব্যবহারকারী:YahyA|<span style="font-weight: bold; background-color: Green; color: HoneyDew; text-shadow:1px 1px 45px red;">ইয়াহিয়া</span>]]<sup>[[ব্যবহারকারী আলাপ:YahyA|<span style="color:forestgreen">বলুন...</span>]]</sup> ০৪:৩১, ৯ আগস্ট ২০২০ (ইউটিসি)
 
== [[আলাপ:প্রধান পাতা/সংগ্রহশালা ১]] ==
 
আফতাব, তুমি উপরের সংগ্রহশালা স্থানান্তর করেছো কিন্তু কোন ব্যাখ্যা প্রদান করোনি। অন্তত সম্পাদনা সারাংশে কারণ উল্লেখ করা প্রয়োজন ছিলো। আমার এরকম ১/২ করে সংগ্রহশালাতে ঘোর আপত্তি আছে। কারণ বছর অনুসারে করলে যেমন সহজেই পুরাতন আলোচনার সাথে সময়ের সম্পর্ক বোঝা যায়, শুধু সংখ্যা দিকে করলে সেটা সম্ভব নয়। উপরের আলোচনা দেখে মনে হচ্ছে তুমি একটি বটের জন্য এভাবে স্থানান্তর করছো। এক্ষেত্রে, যদি তাই হয় তাহলে কাজটা কতটা সঠিক হয়েছে, সেটাও বিবেচ্য। একজন বট ব্যবহারকারী ব্যক্তিগতভাবে অনুরোধ করলেন আর তুমি স্থানান্তর করে দিলে সেটাতো কাজের কাজ হলো না। বটের কোড পরিবর্তন করলেইতো হয়। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ০৫:৩১, ৯ আগস্ট ২০২০ (ইউটিসি)