বিরুলিয়া সেতু

তুরাগ নদের উপর অবস্থিত সেতু

বিরুলিয়া সেতু তুরাগ নদের উপর অবস্থিত একটি সেতু। এটি সাভার উপজেলার বিরুলিয়াকে ঢাকা মহানগরীর মিরপুর সড়কের সাথে যুক্ত করেছে।[]

বিরুলিয়া সেতু
২০১৬ সালে বিরুলিয়া সেতু
স্থানাঙ্ক২৩°৫১′০৫″ উত্তর ৯০°২০′২১″ পূর্ব / ২৩.৮৫১৩৯৮১° উত্তর ৯০.৩৩৯২৪১৭° পূর্ব / 23.8513981; 90.3392417
বহন করেমোটরযান
অতিক্রম করেতুরাগ নদ
যার নামে নামকরণবিরুলিয়া
মালিকবাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
বৈশিষ্ট্য
মোট দৈর্ঘ্য১৮৬ মি (০.১১৬ মা)
লেনের সংখ্যা
ইতিহাস
নির্মাণ শুরু২০০২ (2002)
নির্মাণ শেষ২০১৫ (2015)
নির্মাণ ব্যয়৳১৯.১৩ কোটি
উদ্বোধন হয়১৪ জুলাই ২০১৫ (2015-07-14)
পরিসংখ্যান
টোলনা
অবস্থান
মানচিত্র

২০০২ সালে এর নির্মাণকাজ শুরু হলেও অর্ধেক কাজ শেষ হওয়ার পর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অতিরিক্ত ৳১২ কোটি বাজেটে অন্তর্ভুক্ত করে ২০১৪ সালে এর নির্মাণকাজ পুনরায় শুরু করা হয়।[] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশ্বস্ত করেছিলেন যে সেতুটির নির্মাণকাজ ২০১৪ সালের ডিসেম্বরে সম্পন্ন হবে।[] তবে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত ৬০% কাজ সম্পন্ন হয় এবং সময়সীমা ২০১৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়।[] ১৪ জুলাই ২০১৫ সালে নবনির্মিত জাতীয় সড়ক ৫১১-এর সাথে সেতুটি উদ্বোধন করা হয়। সেতু নির্মাণের জন্য মোট ৳১৯.১৩ কোটি ব্যয় হয়েছিল।[] ২০১৬ সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ তুরাগ নদের মাঝখানে সেতুটির থাম নির্মাণ করায় নৌপথে নৌকা চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে একটি সমাধান চেয়েছিল। কিন্তু সমস্যা সমাধানে অধিদপ্তর কোনো ব্যবস্থা নেয়নি।[] ২০২১ সালে চূড়ান্তকৃত বিশদ এলাকা পরিকল্পনার খসড়া অনুযায়ী ঢাকার চারপাশে একটি বৃত্তাকার জলপথ বাস্তবায়নের জন্য সেতুটি ভেঙে পুনর্নির্মাণের প্রস্তাব করা হয়েছিলো।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বিরুলিয়ার ঐতিহ্য আর প্রকৃতির কাছে"সময়ের আলো। ২৫ নভেম্বর ২০২২। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "বিরুলিয়া সেতু : এক যুগেও অসম্পন্ন"রাইজিংবিডি.কম। ১৯ জানুয়ারি ২০১৫। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "বিরুলিয়া সেতুর অসমাপ্ত কাজ সম্পন্ন হচ্ছে: যোগাযোগমন্ত্রী"প্রথম আলো। ২৭ জানুয়ারি ২০১৪। 
  4. "বিরুলিয়া-আশুলিয়া মহাসড়ক ও বিরুলিয়া সেতুর উদ্বোধন"বাংলানিউজ২৪.কম। ১৪ জুলাই ২০১৫। ২৭ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "নদী ও পরিবেশ ধ্বংস, নৌচলাচল বিঘ্নিত"প্রথম আলো। ৩ নভেম্বর ২০১৬। ২৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪ 
  6. "ড্যাপ-এ ভাঙা পড়বে ঢাকার চারপাশের ১৫ সেতু"বাংলাভিশন। ২০ নভেম্বর ২০২১। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।