বিবিআইএন সংযুক্তি

বিবিআইএন বা "বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল সংযুক্তি" হল সার্ক ভুক্ত চারটি দেশ নেপাল, ভুটান, বাংলাদেশভারতের মধ্যে একটি পরিকাঠামো, যেটির উদ্দেশ্য জলের উৎসের সঠিক ব্যবহার এবং বিদ্যুৎ ও সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। বিবিআইএন ভূমি বেষ্টিত (ল্যান্ড ব্লক) দেশ নেপালভুটান ভারত এর কলকাতা বন্দর, হলদিয়া বন্দর এবং বাংলাদেশ এর চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর ব্যবহারের বিশেষ সুবিধা পাবে।

বিবিআইএন
সদস্য দেশগুলি গাঢ় সবুজ বর্ণের
সদস্য দেশগুলি গাঢ় সবুজ বর্ণের
প্রতিষ্ঠা১৪ মে ১৯৯৭
আয়তন
• মোট
৩৪,৯৯,৫৫৯ কিমি (১৩,৫১,১৮৭ মা)
জনসংখ্যা
• ২০১৪ আনুমানিক
১৪৬৫২৩৬০০০
জিডিপি (পিপিপি)২০১৫ আনুমানিক
• মোট
$৮.৬৪৬ টিলিওন

ইতিহাস সম্পাদনা

বিবিআইএন ১৯৯৭ সালের ১৪ মে গড়ে ওঠে। ৮ জুন ২০১৫ সালে বাংলাদেশ সরকার বিবিআইএন মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট এর খসড়া তৈরি করে ও ১৫ জুন (২০১৫) ভুটান-এর রাজধানী থিম্পুতে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। এই চুক্তি দ্বারা চারটি দেশের যাত্রীবাহি,পন্যবাহি ও ব্যক্তিগত যানবাহন নির্দিষ্ট রুটে চলাচল করতে পারবে এবং সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবে।

বিবিআইএন সড়ক রুট সম্পাদনা

ভারত-বাংলাদেশ-ভারত রুট সম্পাদনা

ভুটান-ভারত-বাংলাদেশ রুট সম্পাদনা

নেপাল-ভারত-বাংলাদেশ রুট সম্পাদনা

  • ১. কাঠমান্ডু-কাকরভিটা-নেপাল ভারত সীমান্ত-শিলিগুড়ি-ভারত বাংলাদেশ সীমান্ত-চট্টগ্রাম বা মোংলা বন্দর।

তথ্যসূত্র সম্পাদনা