বিনোদপুর ইউনিয়ন, নোয়াখালী সদর
বিনোদপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত নোয়াখালী সদর উপজেলার একটি ইউনিয়ন।
বিনোদপুর | |
---|---|
ইউনিয়ন | |
৫নং বিনোদপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বিনোদপুর ইউনিয়ন, নোয়াখালী সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫০′৫৯″ উত্তর ৯১°৫′১২″ পূর্ব / ২২.৮৪৯৭২° উত্তর ৯১.০৮৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | নোয়াখালী সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | তোফাজ্জল হোসেন (বাংলাদেশ আওয়ামী লীগ) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবিনোদপুর ইউনিয়নের আয়তন প্রায় ১১ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বিনোদপুর ইউনিয়নের জনসংখ্যা ২০,২৪২ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনানোয়াখালী সদর উপজেলার উত্তরাংশে বিনোদপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে নোয়াখালী পৌরসভা, উত্তরে কাদির হানিফ ইউনিয়ন, পশ্চিমে নোয়ান্নই ইউনিয়ন এবং দক্ষিণে এওজবালিয়া ইউনিয়ন ও নোয়াখালী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবিনোদপুর ইউনিয়ন নোয়াখালী সদর উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বিনোদপুর
- পূর্ব বদরীপুর
- গোপাল রামশঙ্কর
- জামালপুর
- জালিয়াল
- কৃষ্ণরামপুর
- মনসাদপুর
- নলপুর
- উত্তর লক্ষ্মীপুর
- উত্তর লালপুর
- উত্তর নারায়ণপুর
- উত্তর শরীফপুর
- পন্ডিতপুর
- শফিপুর
- দক্ষিণ লক্ষ্মীপুর
- দক্ষিণ লালপুর
- শুকুরপুর
- পশ্চিম কৃষ্ণপুর
- পশ্চিম পরশুরামপুর
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বিনোদপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৮.৬%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনামাধ্যমিক বিদ্যালয়[২]
- বিনোদপুর উচ্চ বিদ্যালয়
- নলপুর উচ্চ বিদ্যালয়
- ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল হাই স্কুল
প্রাথমিক বিদ্যালয়[৩]
- দক্ষিণ জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা• হাজী সালাউদ্দীন শেখ মনি (দুর্নীতির টাকায় কোটিপতি)
• ফজলেহ এলাহী, সংসদ সদস্য (জাতীয় পার্টি)
• মোঃ শাহজাহান, সংসদ সদস্য (বি এন পি)
যোগাযোগের মাধ্যম
সম্পাদনামাইজদী প্রধান সড়ক দত্তেরহাট মসজিদ থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে বিনোদপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত।
খাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনাহাট-বাজারের তালিকা[৪]
- হায়দার মিয়ার হাট
- বিনোদপুর বাজার
- জালিয়াল চৌধুরী হাট
দর্শনীয় স্থান
সম্পাদনা- মুছামিয়া পাটোয়ারী বাড়ী জামে মসজিদ
- মুন্সী আনোয়ার আহমেদ জামে মসজিদ
- বলাই চাঁদ গোস্বামীর আখড়া
- এয়াকুব আলী ব্যাপারী জামে মসজিদ
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান পরিষদ[৫]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
মোঃ তোফাজ্জল হোসেন[৬] | চেয়ারম্যান | |
মোহাম্মদ আবদুল হালিম | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
মোঃ জহিরুল হক | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
জহিরুল হক | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
রাসেল মিয়া বাবু | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
তাজুল ইসলাম | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
আনোয়ার হোসেন | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
মোশাররফ জাহাঙ্গীর | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
মোহাম্মদ আবদুল আলিম | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
মোঃ ইয়ামিনুর দাহার | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
জরিনা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
রাশেদা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
রওশন আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ড |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। ২০২২-০৯-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "মাধ্যমিক বিদ্যালয়, বিনোদপুর ইউনিয়ন"। banbeis.gov.bd। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, বিনোদপুর ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "হাট-বাজারের তালিকা, বিনোদপুর ইউনিয়ন"। binodpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০২।
- ↑ "বর্তমান পরিষদ, বিনোদপুর ইউনিয়ন" (পিডিএফ)। ecs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "চেয়ারম্যান, বিনোদপুর ইউনিয়ন"। binodpurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |