বার্মা এ্যাথলেটিক এসোসিয়েশন মাঠ

বার্মা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন মাঠ ( বিএএ গ্রাউন্ড নামে পরিচিত ) বার্মার রেঙ্গুনের (বর্তমান মিয়ানমারের ইয়াঙ্গুন) একটি ক্রিকেট মাঠ ছিল। এটি ১৯০৬ সালে শহরের মিঙ্গালা শহরতলীর রেল স্টেশনের উত্তর দিকের একটি পুকুর ভরাট করে মাঠ হিসাবে নির্মিত হয়েছিল, যা ১৯০৯ সালে সম্পন্ন হয়েছিল।[] যেখানে ক্রিকেট, ফুটবল এবং টেনিসের মতো অনেক খেলা অনুষ্ঠিত হয়েছিল।[][] এর আগে রেঙ্গুনের ব্রিটিশরা প্যরেড ময়দানে খেলাধুলা করতেন।[]

বার্মা এ্যাথলেটিক এসোসিয়েশন মাঠ
বিএএ গ্রাউন্ড
১৯৩০ সালে বিএএ গ্রাউন্ড
অবস্থানরেঙ্গুন, বার্মা
দেশবার্মা
প্রতিষ্ঠা১৯০৯
৮ অক্টোবর ২০১১ অনুযায়ী
উৎস: Ground profile

এই মাঠে প্রথম এবং একমাত্র রেকর্ড করা ম্যাচটি ১৯২৭ সালে হয়েছিল। সেবছর সফরকারী মেরিলেবোন ক্রিকেট ক্লাব স্বাগতিক বার্মার বিপক্ষে তার একমাত্র প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছিল।[] ম্যাচটি শেষ হয় বার্মার বড় পরাজয়ে।[] বার্মায় ক্রিকেট (যা সেই সময়ে ব্রিটিশ রাজের অংশ হিসেবে পরিচালিত হত) ছিল মূলত ব্রিটিশ কর্মকর্তাদের খেলা। ১৯৪৮ সালে বার্মিজ স্বাধীনতার সাথে সাথে, দেশে ক্রিকেট খেলার প্রচলন অনেকাংশে কমে যায়। মাঠটিকে সংস্কার করা হয় এবং ১৯৫৩ সালে বোগিওক অং সান স্টেডিয়াম নামে নামকরণ করা হয়।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Burma Athletic Association Grounds (Aung San Stadium)"yangontimemachine.com। Yangon Time Machine। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ 
  2. "SPORTS SECTOR: SENIOR GENERAL INSPECTS STADIUM AND SPORTS GROUND"Myanmar TV। ৮ অক্টোবর ২০২১। 
  3. "First-Class Matches played on BAA Ground, Rangoon" । CricketArchive। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১১ 
  4. "Burma v Marylebone Cricket Club, 1926/27" । CricketArchive। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০১১ 
  5. Aung, Peter (২০১৩-০৮-২৪)। "မြန်မာ့ ပြေးခုန်ပစ် ဆီးဂိမ်းမှာ ဟန်ပါ့မလား"ဧရာဝတီ (বর্মি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা