বারপলাশী রেলওয়ে স্টেশন

ভারতের ঝারখান্ড রাজ্যের একটি রেলওয়ে স্টেশন

বরপালাসি রেলওয়ে স্টেশন হল পূর্ব রেলওয়ে জোনের মালদা রেলওয়ে বিভাগের অধীনে সাহেবগঞ্জ লুপের দুমকা-ভাগলপুর লাইনের একটি রেলওয়ে স্টেশন। স্টেশনটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার বারায় দুমকা – হাঁসডিহা রোডের পাশে অবস্থিত।

বরপালাসি রেলওয়ে স্টেশন
ভারতীয় রেল স্টেশন
অবস্থানদুমকা- হাঁসদিয়া রোড, বারা, দুমকা জেলা, ঝাড়খণ্ড
 ভারত
স্থানাঙ্ক২৪°২২′৫৬″ উত্তর ৮৭°১০′৫৩″ পূর্ব / ২৪.৩৮২১০৫° উত্তর ৮৭.১৮১৩৯৫° পূর্ব / 24.382105; 87.181395
উচ্চতা১৬৩ মিটার (৫৩৫ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইনদুমকা-ভাগলপুর লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনমানক
পার্কিংআছে
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডBRPS
অঞ্চল পূর্ব রেল
বিভাগ মালদা
ভাড়ার স্থানভারতীয় রেল
ইতিহাস
চালু১৯০৭
পুনর্নির্মিত২০১২-১৫
বৈদ্যুতীকরণনা
অবস্থান
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

ভাগলপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে মান্দার হিল রেলওয়ে স্টেশন শাখা পর্যন্ত মিটার-গেজ রেলপথটি ১৯০৭ সালে খোলা হয়। শাখাটি ব্রডগেজে রূপান্তরিত হয়। মান্দার হিল থেকে হাঁসডিহা পর্যন্ত একটি নতুন রেললাইন ২৩ ডিসেম্বর ২০১১ সালে চালু হয় এবং দুমকা থেকে বড়পালাসী রুটটি জুন ২০১৪ সালে পুনর্গঠিত হয় এবং অবশেষে ২০১৫ সালে সম্পূর্ণ ট্র্যাকটি চালু হয়।

তথ্যসূত্র

সম্পাদনা