বাঙ্গালহালিয়া ইউনিয়ন
বাঙ্গালহালিয়া বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত রাজস্থলী উপজেলার একটি ইউনিয়ন।
বাঙ্গালহালিয়া | |
---|---|
ইউনিয়ন | |
৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বাঙ্গালহালিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২২′১৬″ উত্তর ৯২°৮′৪৮″ পূর্ব / ২২.৩৭১১১° উত্তর ৯২.১৪৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | রাজস্থলী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আদুমং মারমা |
আয়তন | |
• মোট | ২৫.৯০ বর্গকিমি (১০.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১১,১০৭ |
• জনঘনত্ব | ৪৩০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪০.৮৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবাঙ্গালহালিয়া ইউনিয়নের আয়তন ৬,৪০০ একর (২৫.৯০ বর্গ কিলোমিটার)।[১] এটি রাজস্থলী উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১০,৯৪৮জন। এর মধ্যে ৫,১৫৭জন বৌদ্ধ, ৩,৯৩৪জন মুসলিম, ১,৬৬০জন হিন্দু, ১৯৬জন খ্রিস্টান ও ১জন অন্যান্য ধর্মের অনুসারী।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনারাজস্থলী উপজেলার সর্ব-পশ্চিমে বাঙ্গালহালিয়া ইউনিয়নের অবস্থান। আগে এর নাম ছিল ভাংদিয়া। পরে ভাংদিয়া থেকে বাঙ্গালহালিয়া নামকরণ হয়। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে গাইন্দ্যা ইউনিয়ন, উত্তর-পূর্বে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন, উত্তর-পশ্চিমে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন, পশ্চিমে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন এবং দক্ষিণে বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবাঙ্গালহালিয়া ইউনিয়ন রাজস্থলী উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চন্দ্রঘোনা থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ইসলামপুর
- কাকড়াছড়ি
- চেয়ারম্যান টিলা
- ছাগলখাইয়া
- ডাকবাংলা
- ধলিয়া
- নাইক্যাছড়া
- পাথরবন
- পাবনা টিলা
- বাঙ্গালহালিয়া
- শফিপুর
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাবাঙ্গালহালিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪০.৮৫%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- এডভান্টিস্ট হিলট্র্যাক্টস স্কুল এন্ড সেমিনারী
- প্রাথমিক বিদ্যালয়
- ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাকড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুটুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খ্যাংদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চেয়ারম্যান টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছাগলখাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডাকবাংলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলিয়া নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধলিয়া মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নাইক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাথরবনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাবনা টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঙ্গালহালিয়া যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বালুমুড়া মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বুইংবাইদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবাঙ্গালহালিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চন্দ্রঘোনা-বান্দরবান সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
সম্পাদনাবাঙ্গালহালিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বাঙ্গালহালিয়া খাল।[৮]
হাট-বাজার
সম্পাদনাবাঙ্গালহালিয়া ইউনিয়নের প্রধান হাট-বাজার হল বাঙ্গালহালিয়া বাজার।[৯]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান:আদুমং মারমা [১০]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "রাজস্থলী উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;rangamati.gov.bd
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "কলেজ - ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন - ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন"। bangalhaliaup.rangamati.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন - ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন"। bangalhaliaup.rangamati.gov.bd।
- ↑ "Schools/Colleges in RAJASTHALI UPAZILA - Bangladesh School, College Directory"। edu.review.net.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41409&union=03[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাল ও নদী - ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন - ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন"। bangalhaliaup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজারের তালিকা - ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন - ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন"। bangalhaliaup.rangamati.gov.bd।
- ↑ "জনাব আদুমং মারমা - ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন - ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন"। bangalhaliaup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]