গাইন্দ্যা ইউনিয়ন

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার একটি ইউনিয়ন

গাইন্দ্যা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত রাজস্থলী উপজেলার একটি ইউনিয়ন

গাইন্দ্যা
ইউনিয়ন
২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ
গাইন্দ্যা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
গাইন্দ্যা
গাইন্দ্যা
গাইন্দ্যা বাংলাদেশ-এ অবস্থিত
গাইন্দ্যা
গাইন্দ্যা
বাংলাদেশে গাইন্দ্যা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২২′১৬″ উত্তর ৯২°১৫′১২″ পূর্ব / ২২.৩৭১১১° উত্তর ৯২.২৫৩৩৩° পূর্ব / 22.37111; 92.25333 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলারাঙ্গামাটি জেলা
উপজেলারাজস্থলী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানউথান মারমা
আয়তন
 • মোট৪৪.০৩ বর্গকিমি (১৭.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৮,৫৪০
 • জনঘনত্ব১৯০/বর্গকিমি (৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৩.১১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৫৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

গাইন্দ্যা ইউনিয়নের আয়তন ১০,৮৮০ একর (৪৪.০৩ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী গাইন্দ্যা ইউনিয়নের লোকসংখ্যা ৮,৫৪০ জন। এর মধ্যে পুরুষ ৪,৫১৩ জন এবং মহিলা ৪,০২৭ জন।[২]

অবস্থান ও সীমানা সম্পাদনা

রাজস্থলী উপজেলার মধ্যাংশে গাইন্দ্যা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে ঘিলাছড়ি ইউনিয়ন, উত্তর-পশ্চিমে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নরাইখালী ইউনিয়ন, পশ্চিমে বাঙ্গালহালিয়া ইউনিয়নবান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন এবং দক্ষিণে বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

গাইন্দ্যা ইউনিয়ন রাজস্থলী উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাজস্থলী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • কাইথাক পাড়া
  • ছাইখ্যংমুখ পাড়া
  • আড়াছড়ি পাড়া
  • জিম্রং পাড়া
  • কমলছড়ি
  • বাগছড়া
  • চিংখ্যং
  • চুশাকপাড়া
  • ঘিলামুখ
  • তাইতংপাড়া
  • নয়াঝিরি
  • ম্রংওয়াপাড়া
  • পোয়াইতুপাড়া
  • মববই
  • হ্নারামুখ
  • আমছড়া
  • তুলাছড়ি
  • বিমাছড়া
  • ছাইংখ্যং
  • হাজীপাড়া
  • পাইন্দ
  • তরগুমুখ
  • লংগদুপাড়া
  • গাইন্দ্যা
  • বালুমুড়া

[২]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

গাইন্দ্যা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.১১%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ২১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

কলেজ

[৩]

মাধ্যমিক বিদ্যালয়

[৪]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • মাথুইপ্রু-প্রুহ্লাউ হেডম্যান স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

[৫]

প্রাথমিক বিদ্যালয়
  • আমছড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ইয়ংম্রংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খোরাইম্রংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গাইন্দ্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গাইন্দ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চিংখ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চুশাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছাইংখ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জিম্রাগুম্রংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তরগু ক্যংম্রং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তংবংশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তাইতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাইন্দ তরগুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পোয়াইতুতরগুছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পোয়াইতু পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বালুমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ম্রংওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রোয়াসেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লংগদুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৬]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

গাইন্দ্যা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী সম্পাদনা

গাইন্দ্যা ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে কাপ্তাই খাল এবং পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে ছাইংখ্যং খাল।

হাট-বাজার সম্পাদনা

গাইন্দ্যা ইউনিয়নের প্রধান হাট-বাজার হল মঙ্গলবার ঝুলন্ত ব্রীজের পাশে ও শুক্রবার ৫নং বাজার।[৭]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • ছাবকছড়া ঝর্ণা

[৮]

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: উথান মারমা[৯]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রাজস্থলী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "২ নং গাইন্দ্যা ইউনিয়ন-"gaindyaup.rangamati.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "কলেজ - ২ নং গাইন্দ্যা ইউনিয়ন - ২ নং গাইন্দ্যা ইউনিয়ন"gaindyaup.rangamati.gov.bd 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - ২ নং গাইন্দ্যা ইউনিয়ন - ২ নং গাইন্দ্যা ইউনিয়ন"gaindyaup.rangamati.gov.bd 
  5. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ২ নং গাইন্দ্যা ইউনিয়ন - ২ নং গাইন্দ্যা ইউনিয়ন"gaindyaup.rangamati.gov.bd 
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41409&union=02[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "hat_bazar_list - ২ নং গাইন্দ্যা ইউনিয়ন-"gaindyaup.rangamati.gov.bd 
  8. "দর্শনীয়স্থান - ২ নং গাইন্দ্যা ইউনিয়ন - ২ নং গাইন্দ্যা ইউনিয়ন"gaindyaup.rangamati.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "উথান মারমা - ২ নং গাইন্দ্যা ইউনিয়ন - ২ নং গাইন্দ্যা ইউনিয়ন"gaindyaup.rangamati.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা